Adobe After Effect CS6 বাংলা ভিডিও টিউটরিয়াল :: টেলিপরটেশন (প্রথম পর্ব A A E CS6)

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন।সবাই কে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চলেছি আজকে  এডোবি আফটার ইফেক্ট CS6 এর উপর টিউটরিয়াল নিয়ে টিউন।ভিডিও এডিটিং এবং VFX প্রেমিদের জন্য নিয়ে আসলাম এডোবি আফটার ইফেক্ট CS6 এর উপর বাংলা ভিডিও টিউটরিয়াল।না দেখলেই মিস করবেন।এটি আমার এডোবি আফটার ইফেক্ট CS6 এর উপর  প্রথম টিউটরিয়াল ।তবে আপনাদের উৎসাহ ও অনুপ্রেরনা পেলে আফটার ইফেক্ট এর উপর অনেকগুলো টিউটরিয়াল  দিতে পারবো।আমি ভিডিও এডিটিং ও VFX পাগল।কারন, আমার অনেক ইচ্ছার কারনে আজ আমি ভিডিও এডিটিং ও VFX এ নিয়ে কাজ করতে পারছি।কিন্তু আমি কোন প্রপেশনালভাবে এখনও কোন কাজে যোগ দিতে পারিনি।

তবে আমার ইচ্ছা আছে ভিডিও এডিটিং ও VFX এ ক্যারিয়ার গড়ার।সবাই আমার জন্য দোয়া করবেন।আপনারাও চেষ্টা করলেই পারবেন ভিডিও এডিটিং ও VFX এ দক্ষ্য হতে।তবে ভিডিও এডিটিং ও VFX এ দক্ষ্য হতে হলে আপনাকে অনেক ধৈর্য্য ধরে কাজ করতে হবে।আপনি একটা টিউটরিয়াল দেখে সেরকম কাজ করতে চাচ্ছেন কিন্তু কাজ করছেন টিউটরিয়ালের মত হুবুহু বা পারফেক্ট হচ্ছেনা।আর তাই আপনি ভাবছেন কাজটি করবেন না তাহলেতো আপনি ভিডিও এডিটিং ও VFX গুরু হতে পারলেন না।কথাই আছে একবার না পারিলে দেখো শতবার।অনেক কথাই হল।এবার চলুন টিউটরিয়ালটি দেখে নিই।

টিউটরিয়াটি দেখার জন্য এখানে ক্লিক করুন

আমি নতুন টিউনার আর তাই আমার টিউনে অনেক ভুল ত্রুটি থাকত পারে।আর আমার কোন কথাই যদি কারো খারাপ লেগে থাকে সেজন্য আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমি আফটার ইফেক্ট উপর অনেক সুন্দর সুন্দর টিউন আপনাদের দিতে পারবো কিন্তু আপনাদের উৎসাহ আমার সাথে থাকতে হবে বা উৎসাহ পেলেই টিউন করতে সাহস পাব।

আজ এ পর্যন্তই।দেখা হবে আগামি টিউনে।

যারা আমার আগের টিউন দেখেন নাই ইচ্ছা হলে এখানে দেখতে পারেন

আমাকে ফেসবুক পেজে পেতে এখানে ক্লিক করুন

আমার টিউটরিয়ালটি ভাল লাগলে লাইক টিউমেন্ট করতে ভুলবেন না।   খোদা হাফেজ।টেকটিউনের সাথেই থাকুন।

Level New

আমি রবিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai amar After Effect download link lagne….. plz help. already 3 bar download korsi, sob corapt file.

ভাই ডাউনলোডের জন্য এতো সময় নষ্ট না করে সবচেয়ে ভাল হয় কোন দোকান থেকে( যেখানে সিডি ডিস্ক বিক্রয় করা হয়)Cs6 এর A to Z পাওয়া যাবে।এছাড়াও এই সফটওয়্যার ডাইনলোডের জন্য অনেক মেগাবাইট এর প্রয়োজন এবং অনেক টাকা খরচ হবে।সাথেই থাকুন,ধন্যবাদ।