আস্সালামুয়ালাইকুম্।সকল টেকটিউন বাসিকে সাগ্বতম।আশা করি সবাই ভাল আছেন।এটি techtunes-এ আমার জীবনের প্রথম টিউন তাই যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমার চোখে দেখবেন।
যাই হোক এবার আমরা শুরু করি।আজ আমি যে বিষয়টি নিয়ে টিউন করছি তাহল বাংলাদেশে তৈরী আসাধারন Sort film “হালকা গাগলা”।আমরা হলিউডের ছবি “হাল্ক” দেখেছি।মোটা-সোটা সেই সবুজ দানব হাল্কের প্রেমে আনেকেই পরে গেছি।কিন্তু বাংলাদেশে তৈরী হাল্কা পগলা আনেকেই দে্খিনি।চলুন ছবিটি সম্পর্কে জানা যাক।
হাল্কা পাতলা ও খাটো বলে জন্মের পর থেকে নানা ভাবে নানা মানুষের কাছে অপমানিত হয় হালকা।রাস্তার মানুষ তাকে দেখে হাসে।সে প্রতি দিন কলেজে যাওয়ার সময় রাস্তার পাসের এক বাড়ির বারান্দায় দাড়িয়ে থাকা এক মেয়ের প্রেমে পরে যায়।মেয়েটি তার দিকে তাকিয়ে মুটকি মুচকি হাসে।এই সব দেখে সহ্য করতে পারে না এলাকার বখাটে ছেলের একটি দল।তারা নানা ভাবে হাল্কাকে নিগ্রিহিত করার চেষ্টা করে।একদিন মেয়েটির সামনে তার প্যান্ট খুলে দেয়।এতো আপমান সহ্য করতে পারেনা হাল্কা সে ল্যাবে গিয়ে নানা ক্যামিকেল দিয়ে নিজের উপর এস্কপেরিমেন্ট চালায়।এর পর থেকে সে রেগে গেলে তার দেহ নীল হয়ে দানবের আক্রিতি ধারন করে।হাল্কা ভিলেনদের উপর প্রতিশোধ নিতে থাকে।এই ছবির কিছু বিষয় আপনার অবশ্যই মন কেরে নিবে তা হল VFX ঢাকার রাস্তায় বিসাল ট্যান্ক আর আকাশে হেলিক্পটার পুরোপুরি আসল মনে হবে।শেষ দিকে একটি ঘটনা আপনাকে অনেক হাসাবে তা হল ভিলেনরা হাল্কাকে মারার জন্য হেলিক্পটার কিনতে যায় ভাঙ্গারির দোকানে।বেশি বললে দেখে আর মজা পবেন না।তাই আর বলবো না।তবে ছবি টি সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি
অভিনয়ে: অহনা,জাহিদুল,সেলিম...
পরিচালক:সোহেল আবগারি রানা
প্রযোজনা:তার ছেরা এন্টারটেইনমেন্ট
তৈরী সাল:২০১০
ভিডিওটির ইউটিউব link
আমার facebook
আমি মার্যিউর রহমান চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লিনক ভুল।ওই লিনকে মুভিটি নেই। 🙁