Adobe After Effects বাংলা ভিডিও টিউটোরিয়াল [পর্ব-০৭] :: মোশান ট্র্যাকিং বেসিক টু এডভান্স

সবাই কেমন আছেন? আশা করি বিশ্বকাপের এই সময় ভালোই থাকার কথা। VFX প্রেমীদের ভালো থাকাটাকে আরেকটু বাড়িয়ে দিতে আজকে আবার আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এতো দেরি করে নতুন টিউটোরিয়াল দেয়ার জন্যে। অনেকেই মাঝের এই সময়টায় আমাকে অনেকবার নতুন টিউটোরিয়াল কবে আসবে সেটা জানতে চেয়েছে। আশা করি তাদের অপেক্ষার প্রহর শেষ হল। আসলে নিজের কাজ নিয়ে ব্যাস্ত থাকায়(আসলে অলসতার কারনে 😉 ) একটু দেরি হয়ে গেলো।

যাই হক আজকের টিউটোরিয়ালে আমি আফটার ইফেক্টস এর মোশান ট্র্যাকিং নিয়ে আলোচনা করেছি। আজকের টিউটোরিয়ালে 2D মোশান ট্র্যাকিং নিয়ে কথা বলেছি। আমি বেশ কয়েকটি ভিডিও ব্যাবহার করে মোশান ট্র্যাকিং এর সম্ভাব্য সবগুলো উপায় আলোচনা করার চেষ্টা করেছি। আপনার যদি 2D মোশান ট্র্যাকিং সম্পর্কে কোনো ধারণা নাও থাকে তাহলেও সমস্যা নেই। কারন এই টিউটোরিয়ালটিতে আমি বেসিক লেভেল থেকে এডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করেছি। আশা করি টিউটোরিয়ালটি দেখলে আপনারা খুব সহজেই মোশান ট্র্যাকিং এর ব্যাপারটি বুঝতে পারবেন।

আসুন তাহলে টিউটোরিয়ালটি দেখে নেই।

টিউটোরিয়ালের একটি জায়গায় আমি মোশান ট্র্যাকিং এর একটি উদাহরন দিয়েছি তবে সেখানে মোশান ট্র্যাকিং ছাড়াও আরেকটি ইফেক্ট রয়েছে যেটি আমি আমার পূর্ববর্তী টিউটোরিয়ালেই আলোচনা করেছি। তাই যারা আমার আগের টিউটোরিয়ালটি দেখেননি তারা এখান থেকে দেখে নিতে পারেন।

যারা আমার আগের VFX ভিডিওগুলো দেখেছেন ও পছন্দ করেন তাদের জন্যে একটি সুখবর, আমি আমার নতুন ভিডিও এর শুটিং এর কাজ শেষ করেছি এবং এই মুহূর্তে এডিটিং করছি। আশা করি আগামি কয়েক সপ্তাহের ভিতরেই আপনাদের ভিডিওটি উপহার দিতে পারবো এবং ভিডিওটি অবশ্যই আপনাদের পছন্দ হবে 😉
টিউটোরিয়াল নিয়ে যদি কারও কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে প্রশ্ন করতে পারেন অথবা আমাকে মেইল করতে পারেন। আর ভবিষ্যতে আরও আকর্ষণীয় টিউটোরিয়াল ও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন।

Facebook Page: https://www.facebook.com/AnExceptionalFilm
YouTube: https://www.youtube.com/user/badhon92

Level New

আমি বাধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 237 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ বাধন ভাই

Vai Apnare Ki r Pamu na Amra ?