আফটার ইফেক্টস টিউটোরিয়াল [পর্ব-০৮] :: প্রয়োজনীয় প্লাগীন ১

আফটার ইফেক্টস টিউটোরিয়াল

আজকে কোন ভিডিও টিউটোরিয়াল নয়। আমাদের পরবর্তি টিউটোরিয়ালগুলোতে কাজ লাগতে পারে এমনকিছু প্লাগীন নিয়ে আলোচনা করব আজ।

3D Extrude

কেমন হয় যদি আপনি আফটার ইফেক্টস এর যেকোন 2.5D লেয়ারকে যদি মূহুর্তেই full 3D লেয়ার বানিয়ে ফেলা যায় ?
অর্থাত্‍ 2.5D এর মত X,Y,Z রোটেশন তো থাকবেই সাথে থাকবে 3D ডেপথ। এটাকে অনেকটা থ্রিডিস ম্যাক্সের Extrude মডিফায়ার এর সাথে তুলনা করতে পারেন। যাহোক এ কাজটা যেটা দিয়ে করতে পারবেন তার নামঃ 3D Extrude এটা অবশ্য প্লাগীন নয় , Script.
ডাউনলোড করুন

ডাউনলোড করে After Effects এর 'Script' ফোল্ডারে রাখুন। এবার আফটার ইফেক্টস চালু করে যে লেয়ারটিকে Extrude করবেন সেটাতে সিলেক্ট থাকা অবস্থায় File থেকে Script এ গিয়ে স্ক্রিপটি রান করুন ।

Optical Flares

আফটার ইফেক্টস এর একটা অত্যাবশ্যকীয় একটি প্লাগীনের মধ্যে অন্যতম। নাম শুনেই হয়তো এর সম্পর্কে একটা ধারণা করতে পারছেন। এটা মূলত লাইটিনিং এর জন্য একটা প্লাগীন। বিশেষ করে আলোক রশ্নি এবং এধরনের কাজ ইফেক্টস এটি দিয়ে খুব সহজেই তৈরী করা যায় । চমত্‍কার এ প্লাগীনটি ডাউনলোড করে রাখতে পারেন।

Trapcode Particular

আফটার ইফেক্টসের ডিফল্ট পার্টিক্যালগুলো  সম্পর্কে তো জানেনই । যদি না জানেন তাহলে http://vfxbd.net এ গিয়ে পার্টিক্যাল ইফেক্টস সংক্রান্ত বাংলা ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে নিন। এবার আসুন আজকের প্লাগীন নিয়ে আলোচনায়। আজকের প্লাগীনটির নামঃ Trapcode Particular এ প্লাগীনটিতে আপনি পাবেন আরও চমত্‍কার একটি প্লাগীনসেট ,অনেক রকমের কাস্টমাইজ সেটিং এবং একঝাক পার্টিক্যাল ইফেক্টস প্রিসেট !

প্লাগীনটি ডাউনলোড করে নিন।The Foundry CameraTracker যারা VFX সম্পর্কে ধারনা রাখেন তারা নিশ্চয় থ্রিডি ক্যামেড়া ট্র্যাকার শব্দটির সাথে পরিচিত !
থ্রিডি ক্যামেড়া ট্যাকিং মূলত এমন একটি প্রযুক্তি তার মাধ্যমে কোন বাস্তব ভিডিও ক্লিপে ঐ ক্লিপটির গতি ,স্কেল ,রোটেশনের সমান গতিতে থ্রিডি মডেল ,অবজেক্ট ও এনিমেশন প্রয়োগ করা যায় ।
আফটার ইফেক্টস CS6 ভার্সন থেকে ডিফল্টভাবেই একটি চমত্‍কার থ্রিডি ক্যামেড়া ট্যাকার দেয়া আছে কিন্তু যারা তার আগের ভার্সন ব্যবহার করেন কিংবা CS6 এর ডিফল্ট ক্যামেড়া ট্যাকারটির পাশাপাশি যে প্লাগীনটা ব্যবহার করতে পারেন তার নাম হচ্ছেঃ
The Foundry CameraTrackerডাউনলোড লিংকযদিও এটি CS4 এর জন্য তৈরী তারপরও এটি আফটার ইফেক্টস এর সব ভার্সনেই চমত্‍কারভাবে কাজ করে।
যারা এটি দিয়ে কিভাবে কাজ করবেন ভেবে পাচ্ছেন না তারা একটু অপেক্ষা করুন ,দুএকদিনের মধ্যেই এর উপর বাংলা টিউটোরিয়াল আসছে ..
Particleillusion
আরেকটি পার্টিক্যাল লাইব্রেরী প্লাগীন
বিঃদ্রঃ http://vfxbd.net এর After Effects এর Beginner Level 4 থেকে আমরা যে টিউটোরিয়ালগুলো দেব তাতে এই প্লাগীনগুলো কাজে লাগবে। তাই ডাউনলোড করে প্রিপেয়ার হয়ে নিন ।

Level 0

আমি জাবেদ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

TnX

Level 0

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ. খুবি প্রয়োজনীয় তথ্য

টিউনে স্কিন শর্ট যুক্ত করলে টিউন আরো সুন্দর হতো।

ভাই Optical flares তো কোনমতেই ডাউনলোড দিতে পারছিনা। তিনবার আধা করে ডাউনলোড হয়ে fail মারলো। একটু সাহায্য করুন।

Level 2

Optical flares download hoy na… abar aktu link ta share koren vai.

ভাই Optical flares তো ডউনলোড দিলাম কিন্তু ফাইলটা extract করার পর সব খালি দেখায়। শুধুমাত্র Folder তৈরী হয়ে থাকে। একটু সাহায্য করুন। ধন্যবাদ।

    @Kinetic multimedia: কোন এরর দেখায়?
    archive corrupted এই জাতীয় ?
    কিংবা পাসওয়ার্ড চায় ?

পাসওয়ার্ড চায়।

ভাই Password দেওয়ার পরও কাজ হচ্ছেনা। সেই আগের সমস্যা। Extract হওয়ার সময়‍ ‌‌‌‌Winrar diagonostic massage এ প্রতিটা ফাইলের পর Wrong password লেখা থাকে। একটু সাহায্য করুন। ধন্যবাদ।

via download link kaj kore na kano