আজকে কোন ভিডিও টিউটোরিয়াল নয়। আমাদের পরবর্তি টিউটোরিয়ালগুলোতে কাজ লাগতে পারে এমনকিছু প্লাগীন নিয়ে আলোচনা করব আজ।
3D Extrude
কেমন হয় যদি আপনি আফটার ইফেক্টস এর যেকোন 2.5D লেয়ারকে যদি মূহুর্তেই full 3D লেয়ার বানিয়ে ফেলা যায় ?
অর্থাত্ 2.5D এর মত X,Y,Z রোটেশন তো থাকবেই সাথে থাকবে 3D ডেপথ। এটাকে অনেকটা থ্রিডিস ম্যাক্সের Extrude মডিফায়ার এর সাথে তুলনা করতে পারেন। যাহোক এ কাজটা যেটা দিয়ে করতে পারবেন তার নামঃ 3D Extrude এটা অবশ্য প্লাগীন নয় , Script.
ডাউনলোড করুন
ডাউনলোড করে After Effects এর 'Script' ফোল্ডারে রাখুন। এবার আফটার ইফেক্টস চালু করে যে লেয়ারটিকে Extrude করবেন সেটাতে সিলেক্ট থাকা অবস্থায় File থেকে Script এ গিয়ে স্ক্রিপটি রান করুন ।
Optical Flares
আফটার ইফেক্টস এর একটা অত্যাবশ্যকীয় একটি প্লাগীনের মধ্যে অন্যতম। নাম শুনেই হয়তো এর সম্পর্কে একটা ধারণা করতে পারছেন। এটা মূলত লাইটিনিং এর জন্য একটা প্লাগীন। বিশেষ করে আলোক রশ্নি এবং এধরনের কাজ ইফেক্টস এটি দিয়ে খুব সহজেই তৈরী করা যায় । চমত্কার এ প্লাগীনটি ডাউনলোড করে রাখতে পারেন।
Trapcode Particular
আফটার ইফেক্টসের ডিফল্ট পার্টিক্যালগুলো সম্পর্কে তো জানেনই । যদি না জানেন তাহলে http://vfxbd.net এ গিয়ে পার্টিক্যাল ইফেক্টস সংক্রান্ত বাংলা ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে নিন। এবার আসুন আজকের প্লাগীন নিয়ে আলোচনায়। আজকের প্লাগীনটির নামঃ Trapcode Particular এ প্লাগীনটিতে আপনি পাবেন আরও চমত্কার একটি প্লাগীনসেট ,অনেক রকমের কাস্টমাইজ সেটিং এবং একঝাক পার্টিক্যাল ইফেক্টস প্রিসেট !
বিঃদ্রঃ http://vfxbd.net এর After Effects এর Beginner Level 4 থেকে আমরা যে টিউটোরিয়ালগুলো দেব তাতে এই প্লাগীনগুলো কাজে লাগবে। তাই ডাউনলোড করে প্রিপেয়ার হয়ে নিন ।
আমি জাবেদ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
TnX