কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রোগ্রামিং: ২০২৫-এ টিকে থাকতে কীভাবে পাইথন শিখবেন?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ.আই(AI) প্রতি মহূর্তে বদলে দিচ্ছে গোটা বিশ্বকে। এ. আই (AI) আপনার যে কোনো প্রশ্নের সুন্দর গোছালো উত্তর দিতে পারে, আপনার জন্য ব্লগ লিখতে পারে, আপনার কথা মতো ছবি, ভিডিও, অডিও তৈরি করতে পারে। এমনকি আপনার সাথে আপনার প্রিয় বন্ধুর মতো কথা বলতে পারে। বুঝতেই পারছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা সম্ভাবনাময়। তবে সবকিছু ছাড়িয়ে এ.আই (AI) যেন এক আতঙ্কের নাম।

তথ্য প্রযুক্তি তো বটেই, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, পরিবহন এমন কোনো খাত নেই যেখানে AI প্রভাত বিস্তার করছে না। সাথে সাথে তৈরি করছে লক্ষ-লক্ষ মানুষের কাজ বা চাকরি হারানোর ভয়। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, তাদের গবেষণায় বলেছে, সারা বিশ্বে প্রচলিত পদ-পদবী গুলোর মধ্য থেকে ৬.৪ শতাংশ হারিয়ে যাবে। তাহলে কেমন করে টিকে থাকবেন? এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে!

দুই মাস পরেই ২০২৫, ধীরে ধীরে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করছি। এ সময়ে অটোমেশন ও ডিজিটাইজেশনের দ্রুত অগ্রগতি হচ্ছে। বিশ্ব শ্রমবাজারের কর্মক্ষেত্রের দিকে তাকালে যেসব পেশার সম্ভাবনা দেখতে পায়- তার প্রথম সারিতে অবস্থান করছে প্রযুক্তি ও ডেটা নির্ভর পেশা। যেমন, মেশিন লার্নিং, deep learning, এ.আই ডেভেলপমেন্ট, অটোমেশন (automation), রোবোটিক্স এবং ডেটা সায়েন্স এর ক্ষেত্রে দুঃখ পেশাদারদের চাহিদা বাড়ছে। সকল দেশেই ডেটা বিশেষজ্ঞ সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং সাইবার বিশেষজ্ঞদের মতো পেশা গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এবার আসি, আজকের ব্লগের মূল টপিকে।

মেশিন লার্নিং, অটোমেশন, রোবটিক্স, ডেটা সায়েন্স, এই চারটি ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা হলো পাইথন(Python)। কেন পাইথন? পাইথনের সিনট্যাক্স অনেক সহজ। যার ফলে বিগিনাররা (BEGINNER) দ্রুত ও সহজে প্রোগ্রামিং ভাষাটি শিখতে পারেন। তার ওপর পাইথনের জন্য বিভিন্ন ধরনের লাইব্রেরী আছে, যেমন, NumPy, Pandas, Matplotlib, Scikit-learn, Tensorflow ইত্যাদি। লাইব্রেরীগুলো মেশিন লার্নিং, অটোমেশন ও ডেটা সায়েন্স এর জন্য বিশেষভাবে ডিজাইন করা, যার ফলে কাজ করা অনেক সহজ হয়ে যায়। এছাড়াও, পাইথনের একটি বিশাল বড় কমিউনিটি আছে, যার ফলে সমস্যা হলে সহজে সাহায্য পাওয়া যায়। পাইথন শুধু এই ক্ষেত্রেগুলোতেই নয়, ওয়েব ডেভেলপমেন্ট, ব্লক চেইন, ডেটা এনালাইজের ক্ষেত্রেও ব্যবহৃত হয়।

কখনো কি জানতে চেয়েছেন Artificial intelligence বা এ.আই তৈরিতে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে? এক্ষেত্রেও উত্তর হবে পাইথন। অর্থাৎ কৃত্তিম বুদ্ধিমত্তা বা artificial intelligence এর সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে হলে, আপনাকে পাইথন শিখতেই হবে।

এতক্ষণে অনেকেই পাইথন শেখার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আর কোথা থেকে শিখবেন এই চিন্তা করছেন। তাদেরকে বলছি, যদি ফ্রিতে শিখতে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আমার ইউটিউব চ্যানেল Kochu Programmer কে সাবস্ক্রাইব করুন। চ্যানেলের প্লেলিস্ট সেকশনে যান, সেখানে দেখবেন, পাইথনের উপর আমার একটি প্লেলিস্ট (Python programming Bangla tutorial for beginners) রয়েছে।

আমার চ্যানেল: https://youtube.com/@kochu-programmer

উল্লেখ্য, প্লেলিস্ট এর প্রথম ৩৩-৩৪ টা ভিডিওতে অ্যান্ড্রয়েড ফোনে কোডিং করে দেখানো হয়েছে, যেগুলো খুবই বেসিক, পরবর্তীতে আমি কম্পিউটার এ শিফট হয়েচি। আপনি চাইলে, কম্পিউটারে পাইথন এবং ভিজুয়াল স্টুডিও কোড (visual studio code) ব্যবহার করে প্র্যাকটিস করতে পারেন।

আর পেইড কোর্স করতে চাইলে, সবচেয়ে বেশি ভালো হবে Udemy থেকে Dr. Angela Yu এর 100 days of python এই কোর্সটি করা। এছাড়াও বিভিন্ন মোবাইল অ্যাপ, যেমন প্রোগ্রামিং হিরো (Programming Hero) থেকেও শিখতে পারেন।

টেকটিউনস এ আমাকে ফলো করতে ভুলবেন না।

Level 0

আমি মোহাম্মদ জাকারিয়া হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 সপ্তাহ 6 দিন যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Learn For Teach


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস