আসসালামু আলাইকুম।
হ্যালো। সবাই কেমন আছেন?
আমি হলাম শাহরিয়ার আবিদ (নাম তো সুনাই হোগা 😁) আর আজ আপনাদের মাঝে আরো একটি টিউন নিয়ে হাজির হয়েছি। আপনি মুসলিম হলে পোস্টটি একবার হলেও পড়ুন। এবং আপনার বন্ধু – বান্ধব, আত্মীয়-স্বজনের কাছে পোস্টটি শেয়ার করুন।
বর্তমানে আমরা যে ফিতনার যুগে বসবাস করছি তা নিয়ে কারো আপত্তি নেই। আমরা এখন ইন্টারনেট ছাড়া এক মুহূর্তও চলতে পারি না। আর এই ইন্টারনেট এখন পুরো হারাম কন্টেন্ট এ ভরপুর। আমরা ইচ্ছা করলেও আমাদের সামনে থেকে এই হারাম জিনিস সরাতে পারি না। কারণ আপনি ইন্টারনেট ব্যবহার করতে হলে আপনাকে অ্যাড দেখতেই হবে। এডাল্ট অ্যাড দেখালে অনেক বেশি আয় হয় বলে অনেক ওয়েবসাইট এ এডাল্ট অ্যাড দেখায়। এই ইন্টারনেট ব্যবহারের কারণে আমরা আমাদের চোখের গুনাহ দিন দিন বাড়িয়েই যাচ্ছি।
এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে আমাদের জন্যে চলে এসেছে Kahf Guard.
🔶 প্রথমে আপনার ফোনে থাকা সেটিংস এ চলে যেতে হবে।
🔶 তারপর More Connections এ ক্লিক করতে হবে।
🔶 তারপর Private DNS এ ক্লিক করতে হবে।
🔶 ডিফল্ট অবস্থায় DNS Automatic থাকবে। আপনাকে Private DNS Provider Hostname এ ক্লিক করতে হবে।
🔶 তারপর DNS টি এখানে Paste করে দিতে হবে।
sp-dns-dot.kahfguard.com
🔶 Paste করার পর সেভ করতে হবে।
🔶 দেখুন ডিএনএসটি কানেক্ট হয়ে গেছে।
🔶 DNS টি সফলভাবে কাজ করছে কি না তা চেক করার জন্য আমার চলে যাব নিচের ওয়েবসাইট এ :
check.kahfguard.com
🔶 অবশেষে আমরা এখন হারাম কন্টেন্ট থেকে মুক্ত।
🟥 শয়তানে নাড়া দিলে আবার যেনো DNS টি ডিসকানেক্ট করে না ফেলেন 😁। আপনি চাইলে তাদের অ্যাপও ব্যবহার করতে পারেন।
App Link: Kahf Guard
আজ এ পর্যন্তই। ভালো লাগলে পোস্টটিতে একটি লাইক দিয়ে আপনার মহামূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। Bye
আমি শাহরিয়ার আবিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।