গেস্ট টিউন ব্যাকলিংক কি? কিভাবে করে?

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

টেকটিউনস এ আমার ১ম টিউন-এ স্বাগতম। আশাকরি আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন। ওয়েবসাইট Rank করাতে ব্যাকলিংকের গুরুত্ব সম্পর্কে অনেকেই জানেন। ব্যাকলিংকের মধ্যে সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন ব্যাকলিংক হলো গেস্ট টিউন ব্যাকলিংক। আগে সংক্ষেপে  জেনে নেই ব্যাকলিংক কি? ব্যাকলিংক হলো একটি ওয়েবসাইটকে  অন্য কোন  ওয়েবসাইটের সাথে Link করিয়ে দেওয়া। আপনার যদি একটি ওয়েবসাইট থাকে আর তাতে অন্য ওয়েবসাইটের লিংক থাকা মানে আপনি ব্যাকলিংক দিলেন অন্য ওয়েবসাইটকে। আর অন্য কোন ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের লিংক থাকা মানে তারা আপনাকে ব্যাকলিংক দিল। ব্যাকলিংক করার ফলে ওয়েবসাইটের Rank বৃদ্ধি পায়। আর্টিকেলগুলো ভালো পজিশনে স্থান দখল করে নেয়। ফলে আপনার ওয়েবসাইটের Traffic বৃদ্ধি পায়। ব্যাকলিংক ব্যতীত ভাল পজিশনে বেশিদিন টিকে থাকা যায় না। ব্যাকলিংক করার জন্য কেউ দৌড়ের উপর থাকে। আবার কেউ বসে থেকেই এমনিতেই ব্যাকলিংক পেয়ে যায়। আপনার যদি নতুন ওয়েবসাইট হয় তাহলে দৌড়ের উপর থাকতে হবে। নতুন সাইটকে কেউ ব্যাকলিংক সহজে দিতে চায় না। কিন্তু টেকটিউনস এর মত ওয়েবসাইটগুলো যেগুলোতে অসংখ্য হাই কোয়ালিটির কনটেন্ট থাকায় এবং Rank, জনপ্রিয়তার দিক দিয়ে শীর্ষ স্থান থাকায় রেফারেন্স হিসেবে এইসব ওয়েবসাইটগুলো এমনিতেই ব্যাকলিংক পায়। Backlink এর  মধ্যে সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন ব্যাকলিংক হলো গেস্ট টিউন ব্যাকলিংক যা আপনাকে অর্জন করতে হবে।

গেস্ট টিউন ব্যাকলিংকঃ

অতিথি হিসেবে অন্য ওয়েবসাইটে নিস রিলেটেড আর্টিকেল লিখে সেই আর্টিকেলের মাধ্যমে নিজের ওয়েবসাইটের লিংক করাই হলো  গেস্ট টিউন ব্যাকলিংক। যেসব নিস রিলেটেড ওয়েবসাইটে গেস্ট বা অতিথি হয়ে আর্টিকেল লিখবেন; ঐ আর্টিকেলের মধ্যে আপনার ওয়েবসাইটের লিংক করিয়ে দিবেন ১ বার। এভাবেই গেস্ট টিউন ব্যাকলিংক করা হয়। কোন কোন ওয়েবসাইটে ফ্রীতে আবার কোন কোন ওয়েবসাইটের মালিকের সাথে কনটাক্ট করে টাকা দিয়ে গেস্ট টিউন ব্যাকলিংক করতে হয়।

গেস্ট টিউন ব্যাকলিংকের মাধ্যমে ওয়েবসাইট  Rank করবে দ্রুত। তাই বলে কি যেমন তেমন ওয়েবসাইটের থেকে ব্যাকলিংক নিবেন? ভুলেও একাজ করবেন না। কোরবানির হাটে যেমন মোটাতাজা, রোগমুক্ত, শক্তিশালি পশু বাচাই করে ক্রয় করি ; ঠিক তেমনি যে ওয়েবসাইটের ব্যাকলিংক নিবেন তাকে ভাল করে যাচাই বাছাই করবেন। যেমন ওয়েবসাইটের DA, PA চেক করবেন। যে ওয়েবসাইটের DA স্কোর আপনার ওয়েবসাইটের চেয়ে কম তার থেকে লিংক নিয়ে কি কোন লাভ আছে?

গেস্ট টিউন করার সময় অস্থির হবেন না। ১ম আর্টিকেল লেখাতেই যে ব্যাকলিংক নিতে হবে তা কিন্তু নয়। কয়েকটি আর্টিকেল লিখে ভালো কনটেন্ট উপহার দিয়ে আস্থা অর্জন করুন। পরে ব্যাকলিংক পেতে সহজ হবে।

গেস্ট টিউন লিখার সময় এটা মনে রাখবেন আপনার আর্টিকেল যেন নিস রিলেটেড হয়। আপনার ওয়েবসাইট যেসব বিষয়ে কথা বলে আপনার গেস্ট টিউন আর্টিকেলও যেন সেই বিষয়ে হয়।

যেমন তেমন ২০ টা ওয়েবসাইট থেকে ব্যাংকলিংক না নিয়ে ১ টা ভালো কোয়ালিটির বড় ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নেয়া অনেক ভালো। গেস্ট টিউন ব্যাকলিংক সম্পর্কে আরোও জানতে নিচের লিংকে ক্লিক করুন। আশাকরি ভালো লাগবে এবং উপকৃত হবেন।

 Guest posting backlink

Level 2

আমি মোঃ আমির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস