আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি। আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য নতুন টিউন নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।
ডার্ক ওয়েব নিয়ে সবার মধ্যেই একটু কৌতূহল থাকে। অনেকে আগ্রহের বশেও দেখতে চায়। তাছাড়া সব সময় মন্দ কাজের জন্য নয়, ভাল কাজেও ডার্ক ওয়েব ব্যবহৃত হয়। আজকের এই টিউনে আমরা সেরা ১৫ টি ডার্ক ওয়েবসাইট নিয়ে আলোচনা করব যেগুলো আপনি ২০২৪ সালে ভিজিট করতে পারেন।
প্রথমেই বলে নেয়া ভাল এই টিউনে উল্লেখিত ডার্ক ওয়েব সাইটের লিংক গুলো আপনি রেগুলার ব্রাউজার যেমন ক্রোম, ফায়ার ফক্স দিয়ে ভিজিট করতে পারবেন না। ডার্ক ওয়েবসাইট ভিজিট করতে আপনাকে Tor ব্রাউজারের সাহায্য নিতে হবে। ডার্ক ওয়েবসাইটের লিংক গুলোর এক্সটেনশন হয়. Onion। সুতরাং লিংক গুলোতে এক্সেস করার আগে পিসিতে Tor ব্রাউজার ইন্সটল করে নিন।
ডার্ক ওয়েবের লিংক গুলো কিছু দিন পর পর বন্ধ হয়ে যায়। আপনি যদি একটিভ. Onion ওয়েবসাইট পেতে চান তাহলে প্রয়োজন হবে ডার্ক ওয়েবের লিংক ডিরেক্টরির। এমনই একটি লিংক ডিরেক্টরি হচ্ছে The Hidden Wiki। এই ডিরেক্টরিতে থাকা কিছু ওয়েবসাইট বৈধ এবং কিছু ওয়েবসাইট আপনার দেশের জন্য নিষিদ্ধ হতে পারে। অপরাধমূলক কাজ কর্ম হয় এমন ওয়েবসাইটও আছে সুতরাং লিংকে ক্লিক করার আগে সতর্ক থাকুন।
ডার্ক ওয়েবসাইট লিংক @ The Hidden Wiki
আমরা জানি ফেসবুক আমাদের সম্পর্কে অনেক তথ্য জানে। প্রাইভেসি নিয়েও অনেক বিতর্ক আছে। যেহেতু এত বড় সোশ্যাল মিডিয়া সুতরাং এর একটা ডার্ক ওয়েব লিংক থাকতেই পারে৷ তবে মনে রাখবেন এই ডার্ক ওয়েব ফেসবুকে আপনি ইচ্ছেমতো যা ইচ্ছে করতে পারবেন এমন নয়। Anonymous একাউন্ট খুলে অনৈতিক কাজ করবেন এই ব্যবস্থাও নাই।
ডার্ক ফেসবুকের উদ্দেশ্য হচ্ছে যেকোনো দেশ থেকে এক্সেসের ব্যবস্থা। যেহেতু অনেক দেশে ফেসবুক ব্যবহার করা নিষিদ্ধ, সেহেতু সেই সমস্ত দেশ গুলো থেকে ফেসবুক ব্যবহার করতে পারবেন এই লিংক দিয়ে।
ডার্ক ওয়েবসাইট লিংক @ Facebook
রেগুলার সার্চ ইঞ্জিন গুলো আপনার সার্চিং এ নজরদারি করতে পারে। আপনি যদি প্রাইভেটলি কোন কিছু সার্চ করতে চান তাহলে গুগলের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন DuckDuckGo। এখানে আপনার কোন ডাটা সেভ করে রাখা হবে না।
DuckDuckGo এর রেগুলার একটি ভার্সনও আছে যা ক্রোম দিয়েও এক্সেস করা যায় তবে ডার্ক ওয়েব ভার্সন আপনাকে বেশি সুবিধা দেবে।
ডার্ক ওয়েবসাইট লিংক @ DuckDuckGo
ইমেইল সার্ভিস কখনোই শত ভাগ নিরাপদ ছিল না। প্রাইভেসি ইস্যুতে প্রায় ইমেইল এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠে। এমনকি জিমেইলও ইউজারের ইমেইল স্ক্যান করে এবং কীওয়ার্ড অনুযায়ী বিজ্ঞাপণ দেখায়৷ নিরাপদে ইমেইল ব্যবহার করতে Mil2Tor ব্যবহার করতে পারেন।
আপনি Anonymously মেসেজ রিসিভ এবং সেন্ড করতে পারবেন Mail2Tor দিয়ে। ওয়েবমেইল এবং ইমেইল ক্লাইন্ট উভয় মাধ্যমেই ব্যবহার করতে পারবেন। এটা পুরো এনক্রিপশন সার্ভিস সুতরাং এখানে আপনার আইপি বা কোন তথ্য স্টোর হবে না।
ডার্ক ওয়েবসাইট লিংক @ Mail2Tor
পাঁচবার পুলিৎজার পুরষ্কার পাওয়া জনপ্রিয় অনলাইন পাবলিকেশন হচ্ছে ProPublica। ProPublica এর উদ্দেশ্য হচ্ছে সরকার ও ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে বঞ্চিত করাকে, সবার সামনে এক্সপোজ করা।
এর ডার্ক ওয়েব ভার্সনও রয়েছে। অমুনাফাভোগী এই এই নিউজ পাবলিকেশনকে সাহায্য করে Sandler Foundation। প্রাইভেসি এবং বাক স্বাধীনতায় প্রতিষ্ঠানটির অবদান অনেক।
ডার্ক ওয়েবসাইট লিংক @ ProPublica
The Hidden Wiki এর একটি সেরা বিকল্প হচ্ছে TorLinks। এখানে আপনি অনেক ক্যাটাগরির. Onion লিংক পাবেন। কিছু লিংক একই হলেও এটা The Hidden Wiki থেকে আলাদা। কিছু দিন পর পর যেহেতু ওয়েবসাইট গুলো অফলাইনে চলে যায় তাই একাধিক বিকল্প থাকা ভালো।
ডার্ক ওয়েবসাইট লিংক @ TorLinks
বর্তমান সময়ে মিডিয়ার উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে। মূলধারার সংবাদ মাধ্যম গুলো প্রায়ই বিভিন্ন পক্ষের জন্য পক্ষপাতিত্ব মূলক সংবাদ প্রচার করে। এই জন্য ওপেন সোর্স এবং কমিউনিটি ভিত্তিক সংবাদ মাধ্যম প্রয়োজন। SoylentNews এমনই একটা প্ল্যাটফর্ম, এখানে ইউজাররা তাদের স্টোরি শেয়ার করতে পারে এবং রয়েছে পাবলিক ডিসকাশনের ব্যবস্থা আছে।
ডার্ক ওয়েবসাইট লিংক @ SoylentNews
Tor তৈরি করেছিল মার্কিন নৌবাহিনী। উদ্দেশ্য ছিল বিদেশী তথ্যদাতারা যেন নিরাপদে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদান করতে পারে। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ), ও তাদের.onion সাইট প্রকাশ করেছে যাতে সারা বিশ্ব থেকে মানুষজন তাদের রিসোর্স নিরাপদে এবং বেনামে ব্রাউজ করতে পারে৷
তারা তাদের ডার্কওয়েবে নরমাল ওয়েবসাইটের মতই, সার্ভিস, কন্টাক্ট এবং ইনফরমেশন রেখেছে। তারপরেও ডার্ক ওয়েবের ব্যবস্থা রেখেছে যাতে মানুষজন Anonymously গুপ্তচর সংস্থাদের কাছে তথ্য সরবরাহ করতে পারে।
The CIA
ডার্ক ওয়েবসাইট লিংক @ The CIA
SecureDrop একটি সফটওয়্যার প্ল্যাটফর্ম যা NGO এবং মিডিয়া প্ল্যাটফর্ম গুলো ইন্সটল করে যাতে করে তারা বিভিন্ন পক্ষ থেকে লিক তথ্য সংগ্রহ করতে পারে। এখানে এমন ফাংশনালিটি আছে যার মাধ্যমে সাংবাদিকরা তাদের সোর্সদের সাথে নিরাপদে যোগাযোগ করতে পারে। The Washington Post, ProPublica, The Guardian এর মত নিউজ সাইট গুলো SecureDrop ব্যবহার করে।
ডার্ক ওয়েবসাইট লিংক @ SecureDrop
Reddit এবং Quora এর মতো ডার্ক ওয়েবের একটি ওয়েবসাইট হচ্ছে Hidden Answer৷ এটা ডার্কওয়েবের অন্যতম জনপ্রিয় একটি ওয়েবসাইট। এখানে ইউজাররা বিভিন্ন টপিকে পরামর্শ চাইতে পারে অন্যরা উত্তর দিতে পারে এবং এই সব কিছু হয় Anonymously।
ডার্ক ওয়েবসাইট লিংক @ Hidden Answers
The dark Lair ইমেজ হোস্টিং প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে আস্তে আস্তে সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম হয়ে যায়। আপনি এখানে রেজিস্ট্রার ইউজার অথবা Anonymous ইউজার হিসেবে ইমেজ, Post, Comment শেয়ার করতে পারেন, একই সাথে অন্যের সাথে যোগাযোগ করতে পারেন।
ডার্ক ওয়েবসাইট লিংক @ The dark Lair
ডার্ক ওয়েবের ফেসবুককেও আপনার বিশ্বাস না হলে ব্যবহার করতে পারেন Galaxy3। এখানে আপনি স্বাভাবিক ভাবেই রিয়েল লাইফ ফ্রেন্ড পাবেন না। তবে পেতে পারেন কম্পিউটার এক্সপার্ট সহ আরও অনেককে।
ডার্ক ওয়েবসাইট লিংক @ Galaxy3
ডার্ক ওয়েবের পরিচিত এবং পুরনো একটি সার্চ ইঞ্জিন হচ্ছে Torch। এখানে ১ মিলিয়নের বেশি Onion লিংক ইনডেক্স করা আছে। এটা মাল্টিপারপাস সার্চ ইঞ্জিন সুতরাং এখানে অনেক কিছু আপনি পাবেন।
এখানে আপনার সার্চের কোন Log থাকবে না এবং সার্চ সম্পর্কে অতিরিক্ত কিছু ইনফরমেশন পাবেন যেমন পেজের সাইজ কত ইত্যাদি।
ডার্ক ওয়েবসাইট লিংক @ Torch Search Engine
Sci-Hub তৈরি করেছে Alexandra Elbakyan। উদ্দেশ্য বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের সমস্ত বাধা দূর করতেই এর উৎপত্তি। এটা ৫০ মিলিয়নেরও বেশি রিসার্চ পেপার হোস্ট করেছে। আর এই সব রিসার্চ পেপার বিনামূল্যে যেকোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি ডাউনলোড করতে পারে।
ডার্ক ওয়েবসাইট লিংক @ Sci-Hub
Smartmixer একটি বিটকয়েন মিক্সার। আপনি অনলাইনে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে কোন কিছু কিনবেন তখন থার্ডপার্টি, ট্রানজেকশনের সাথে আইডেন্টেকটিউনস লিংক করতে পারে। SmartMixer.io আপনার বিটকয়েনকে অন্যান্য ক্রিপ্টো ব্যবহারকারীদের সাথে স্ক্র্যাম্বল করবে ফলে আপনি থাকবেন সম্পূর্ণ Anonymous।
ডার্ক ওয়েবসাইট লিংক @ Smartmixer.io
অনেকে ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েবের মধ্যে পার্থক্য খুঁজেন। ইন্টারনেটে যে সব ডেটা সার্চ ইঞ্জিনের মাধ্যমে এক্সেস করা যায় না তাই ডিপ ওয়েব। যেমন মেইলের ইনবক্স, সোশ্যাল মিডিয়া মেসেজ, ফেসবুকের প্রাইভেট ফটো। এসব ডাটা কেবল মাত্র অনুমোদিত ব্যক্তিই দেখতে বা ব্যবহার করতে পারে।
অন্যদিকে, ডার্ক ওয়েবকে ডিপ ওয়েবের উপবিভাগ হিসাবে সংজ্ঞায়িত করা হয়। নির্দিষ্ট ব্রাউজার দিয়ে বেনামি ভাবে এক্সেস করতে হয় ডার্কওয়েবে, আর যেখানে বেশিরভাগ কাজ অপরাধমূলক। অস্ত্র কেনাবেচা, পর্নোগ্রাফি ইত্যাদি থাকায় ডার্কওয়েব থেকে দূরে থাকাই ভাল। তবে ব্যবহার করতে পারলে ডার্কওয়েবের সুবিধাও আছে।
ডার্ক ওয়েবে এক্সেস করার জন্য Tor ব্রাউজারের গুরুত্ব অনেক। এটি আপনার আইপি ট্র্যাক হওয়া প্রতিরোধ করবে। Tor ব্রাউজার ম্যাজিকের মত কাজ করলেও মনে রাখবেন এটা কখনো কখনো অনেক স্লো কাজ করে।
ডার্ক ওয়েবের সার্চ ইঞ্জিন গুলো গুগল বা bing এর মত আধুনিক নয়। সার্চ ইঞ্জিন গুলো দেখতে সেই ১৯৯০ সালের ওয়েব এক্সপেরিয়েন্স দেবে। সার্চ রেজাল্ট গুলোও রিপিট দেখাতে পারে এবং কখনো অপ্রাসঙ্গিক রেজাল্ট ও আসতে পারে৷
Tor ব্রাউজার দিয়ে ডার্ক ওয়েবে এক্সেস করা অবৈধ নয় তবে সেখানে অপরাধমূলক কাজ কর্ম করা অবৈধ। যেমন ডার্ক ওয়েবে গিয়ে অস্ত্র কেনাবেচা করা অবৈধ এবং আপনি এর জন্য দায়ী থাকবেন।
Tor ব্রাউজার একধরনের ওয়েব ব্রাউজার যা আপনার প্রাইভেসি সম্পূর্ণ গোপন রেখে ইন্টারনেট ব্রাউজ করার সুযোগ করে দেয়৷ এটি একাধিক রিলে এর মাধ্যমে অনলাইন ট্র্যাফিক এনক্রিপ্ট এবং রুট করতে টর নেটওয়ার্ক ব্যবহার করে, ফলে আপনার লোকেশন এবং আইডেন্টেকটিউনস সম্পূর্ণ গোপন থাকে।
টর ব্রাউজারের মাধ্যমে আপনি প্রাইভেটলি ইন্টারনেট ব্রাউজ, সেন্সর বাইপাস, এবং ব্লক ওয়েবসাইটে এক্সেস করতে পারবেন। তবে মাল্টিপল লেয়ারে এনক্রিপশন হবার কারণে ব্রাউজিং স্পীড স্লো হবে।
মার্কিন সরকার তাদের গুপ্তচরদের যোগাযোগ ও তথ্য আদান-প্রদানে সাহায্য করার উপায় হিসেবে ডার্ক ওয়েব তৈরি করেছিল। মুল উদ্দেশ্য ছিল যাতে তাদের পরিচয় বা আইডেন্টেকটিউনস গোপন থাকে। The Onion Router (Tor) প্রযুক্তি ডেভেলপ করেছিল কম্পিউটার বিজ্ঞানী নিক ম্যাথিউসন এবং রজার ডিংলেডাইন। এটি ২০০২ সালে সাধারণ মানুষের জন্য এভেইলেবল করা হয়।
না! আপনি যদি কিছু বিষয় মেইনটেইন করেন তাহলে ডার্ক ওয়েবে আপনি কখনোই ট্র্যাক হবেন না। তবে আপনি যদি বড় ধরনের কোন অপরাধ করেন তাহলে CIA আপনাকে ট্র্যাক করার জন্য যা করার করতে পারে।
ডার্ক ওয়েব ভিজিট করা নিরাপদ যদি আপনি বৈধ কাজ করেন। কখনো অবৈধ কাজ করতে গিয়ে ম্যালওয়ার ডাউনলোড করে ফেলতে পারেন। হ্যাকারের ফাঁদে পড়তে পারেন। তাই কোন কিছু ডাউনলোড করা থেকে বিরত থাকুন, পিসিতে অবশ্যই এন্টিভাইরাস ইন্সটল করে রাখুন এবং VPN ব্যবহার করুন। .onion সাইট কী?.onion এক ধরনের ওয়েবসাইট এক্সটেনশন যেগুলো রেগুলার ওয়েবসাইটের মাধ্যমে এক্সেস করা যায় না। গুগল বা রেগুলার সার্চ ইঞ্জিনেও খুঁজে পাওয়া যায় না। এই ওয়েবসাইট গুলোতে ঢুকতে Tor ব্রাউজারের প্রয়োজন হয়৷
এটার সঠিক কোন পরিমাপ নেই যে ডার্ক ওয়েব কত বড় তবে অনুমান করা যায় পুরো ইন্টারনেটের ৫% হতে পারে ডার্ক ওয়েব। .onion সাইট গুলো কি বিপদজনক?.onion ওয়েবসাইট গুলো বিপদজনক হতে পারে। এগুলো Tor নেটওয়ার্কে অপারেট হয় যেখানে ইউজার এবং সাইট অপারেটর উভয়ের আইডেন্টিটিই গোপন থাকে। ভাল কন্টেন্ট এর পাশাপাশি নিষিদ্ধ কন্টেন্টও আছে। সুতরাং সতর্ক থাকতে হবে। এক্সট্রা লেয়ারে সিকিউরিটি পেতে VPN ব্যবহার করতে পারেন।
গবেষণামূলক কাজে ভাল উদ্দেশ্যে ডার্ক ওয়েব ব্যবহার করতে পারেন। যখন অবৈধ কোন কাজ করতে যাবেন তখন আপনিও কিছু ঝুঁকিতে থাকবেন। সুতরাং ডার্ক ওয়েবসাইট ব্যবহারের পূর্বে সতর্ক থাকুন।
তো আজকে এই পর্যন্তই, কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।