আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি। আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য নতুন টিউন নিয়ে।
ফেসবুকের প্রথম দিন গুলো আসলেই দারুণ ছিল। আমরা ইচ্ছা মতো ছবি আপলোড করতাম, যেকোনো ধরনের ইনফরমেশন নিশ্চিন্তে শেয়ার করতাম। দেশ বিদেশের চেনা অচেনা বন্ধু বানাতাম। তখনো ভাবি নি প্রাইভেসি ইস্যুর মত ভয়াবহ কিছু আমাদের জন্য অপেক্ষা করছে।
আর এই প্রাইভেসির বিষয় চিন্তা করে ফেসবুক নিয়ে এসেছে প্রোফাইল লক বা প্রাইভেট প্রোফাইল ফিচার। প্রাইভেসির এই যুগে প্রাইভেট প্রোফাইল আপনার আইডেন্টেকটিউনস, ডাটা, এবং বন্ধুদের নিরাপদে রাখতে সাহায্য করবে।
ফেসবুকের প্রোফাইল লক অপশন থাকলেও মানুষ খুঁজে বের করার চেষ্টা করে কীভাবে লক প্রোফাইল দেখা যায়। অনেকে আবার সফলও হয়। আজকের এই টিউনে আমরা দেখব কীভাবে লক করা ফেসবুক প্রোফাইল দেখা যায়, যা আপনাকে নিরাপদ রাখতে সাহায্য করবে।
প্রাইভেট প্রোফাইল ফেসবুকের এমন একটি প্রোফাইল যার কোন তথ্য বন্ধু ছাড়া কেউ দেখতে পাবে না। যখন আপনার প্রোফাইল লক করবেন তখন প্রোফাইল কোন তথ্যও দেখা যাবেই না, এমনকি কখনো প্রোফাইল পিকচারও দেখা যাবে না। সেটিংস থেকে ইউজার কন্ট্রোল করতে পারবে কী দেখা যাবে কী দেখা যাবে না।
শুরুর দিন গুলোতে বিভিন্ন ট্রিকসের মাধ্যমে লক প্রোফাইলের অনেক কিছু দেখা যেতো। প্রোফাইল লিংক মোডিফাই করে প্রোফাইল ইমেজ এবং অন্যান্য আপলোড করা ছবি দেখা যেতো। থার্ড পার্টি কিছু অ্যাপ দিয়েই বিভিন্ন প্রাইভেসি সেটিংস বাইপাস করা যেতো।
সৌভাগ্যবশত ফেসবুক এই সমস্ত ব্যাকডোর বন্ধ করে দিয়েছে। একাধিকবার ইউজার প্রাইভেসি ইস্যুতে তদন্তের মুখোমুখি হয়ে এখন ফেসবুক যথেষ্ট কঠোর। এর প্রাইভেট প্রোফাইল এক্সেস করা অত্যন্ত জটিল।
ফেসবুক কর্তৃপক্ষ থেকে প্রাইভেসি নিরাপত্তা কঠোর হলেও এখনো আপনার লক প্রোফাইল কেউ চাইলেই দেখতে পারে। সেটা কীভাবে? প্রযুক্তি যত উন্নতই হোক না কেন কিছু বিষয় আছে যা সব সময়ই ঝুঁকিপূর্ণ যেমন, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, দুর্বল পাসওয়ার্ড, ব্যক্তির সিকিউরিটি সচেতনতার অভাব।
ফেসবুক লক প্রোফাইল ফিচার থাকার পরেও মানুষ সেটা দেখার চেষ্টা করবেই। চলুন কিছু মেথড সম্পর্কে জেনে নেয়া যাক যেগুলো ব্যবহার করে কেউ আপনার প্রোফাইল দেখতে পারে।
কেউ আপনার লক প্রোফাইল দেখতে ফেক আইডির মাধ্যমে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারে। সে এমন করে প্রোফাইল সেটআপ করবে আপনার মনে হবে সে আপনার পরিচিত। একই বয়স, হোম টাউন, প্রাইমারি স্কুল, হাই স্কুলের নাম দিয়ে একাউন্ট খুলতে পারে। আপনি পরিচিত ভেবে হয়তো রিকুয়েস্ট একসেপ্ট করে ফেলবেন।
সে সম্পর্কে তথ্য কালেক্ট করতে আপনার ফ্রেন্ড লিস্টের কারো ইনফরমেশন ব্যবহার করতে পারে। এমন একাউন্ট ডিটেক্ট করা কঠিন নয় যদি আপনার ফেসবুক ফ্রেন্ড খুব কম থাকে এবং খুবই কম মানুষকে ফ্রেন্ড হিসবে এড করার অভ্যাস থাকে। ফেক রিকুয়েস্ট থেকে নিরাপদে থাকতে আপনার ফ্রেন্ডলিস্ট প্রাইভেট রাখতে পারেন এবং সেটিংস থেকে নির্ধারণ করে দিতে পারেন কারা কেবল মাত্র আপনাকে রিকুয়েস্ট পাঠাতে পারবে।
ফেসবুকের লক সিস্টেম শক্তিশালী এবং সুরক্ষিত হলেও কেউ যদি আপনার ডিভাইসে স্পাইওয়্যার অ্যাপ ইন্সটল করে দেয় তাহলে সে সব কিছুই দেখতে পারবে। বর্তমানে Stalkerware ইন্সটল করেও ভিক্টিমের লক প্রোফাইলে এক্সেস নেয়া যায়।
বিভিন্ন ভাবে স্পাইওয়্যার ইন্সটল করা হতে পারে আপনার ডিভাইসে যেমন ইমেইলে আসা কোন লিংক কে ক্লিক করে, অথবা কোন এটাচমেন্ট ডাউনলোড করে।
আপনার ডিভাইসে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার এর আভাস পেলে এন্টিম্যালওয়্যার সফটওয়্যার দিয়ে যত দ্রুত সম্ভব সেগুলো রিমুভ করুন।
আপনার ফেসবুক পাসওয়ার্ড জেনে গিয়েও আপনার প্রোফাইলে এক্সেস করতে পারে কেউ। ফেসবুক সব সময় স্ট্রং পাসওয়ার্ড সাজেস্ট করে। আপনি যদি দুর্বল পাসওয়ার্ড দেন তাহলে কেউ গেস করে একাউন্টে এক্সেস নিতে পারে।
মনে রাখার জন্য সহজ পাসওয়ার্ড দেয়া উচিৎ নয় আবার এক পাসওয়ার্ড বারবার ব্যবহার করাও ঠিক নয়। সব অনলাইন একাউন্টে এক পাসওয়ার্ড দেয়া থেকে বিরত থাকুন। পাসওয়ার্ড ম্যানেজার দিয়ে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করুন, ক্রোমের পাসওয়ার্ড সাজেশনও ব্যবহার করতে পারেন।
আপনার লক প্রোফাইল দেখার আরেকটা ওয়ে হতে পারে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আপনার কোন ফ্রেন্ডের একাউন্ট হাতিয়ে নিয়ে আপনার লক প্রোফাইল দেখতে পারে। এটি অনেক দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। আপনি যখন কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন এবং যেকোনো ভাবে প্রোফাইল দেখা প্রয়োজন তখন অনেক কিছুই করা হতে পারে।
আপনার কোন ফ্রেন্ডের একাউন্ট যদি বার বার হ্যাক হয় তাহলে তাকে আনফ্রেন্ড, রেস্ট্রিকশন বা ব্লক লিস্টে রাখুন।
আপনি লক প্রোফাইল ভিজিট করার জন্য অনলাইনে অনেক টুল পেয়ে যাবেন। তাদের তাদের ফিচার গুলো আপনার কাছে লোভনীয় মনে হলেও এগুলা একেকটা ফাঁদ। এই টুল গুলোতে স্ক্যামে ভর্তি, লিংকে ক্লিক করে আপনার অনলাইন একাউন্ট হ্যাক হতে পারে বা পিসিতে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে। এই সমস্ত টুল ব্যবহার করতে গেলে অন্য জনের প্রোফাইল দেখতে গিয়ে, নিজে বিপদে পড়বেন তাই সাবধান।
অনলাইনে কিছু APK অ্যান্ড্রয়েড অ্যাপও আছে যেগুলো দাবী করে তারা লক প্রোফাইল ভিজিটের সুযোগ তৈরি করে দেবে। এই অ্যাপ গুলোও ক্ষতিকর, এগুলো ইন্সটল করলেন মানে ফোনে ম্যালওয়্যার ইন্সটল করলেন।
ফেসবুকের প্রাইভেসি নিয়ে অনেক বিতর্ক আছে। লক অপশন থাকলেও সব সময় অন্যরা আপনার একাউন্ট ভিজিট করতে চাইবেই। এমনকি প্ল্যাটফর্মটিতেও আছে প্রাইভেসি ইস্যু। ফেসবুকে কি করছেন, কোন পেজে লাইক দিচ্ছেন সব কিছু ফেসবুক ট্র্যাক করে। এ নিয়ে একাধিকবার মামলায় পড়তে হয়েছে ফেসবুককে। সুতরাং ফেসবুক প্রোফাইল অন্য কারো থেকে নিরাপদ রাখার পাশাপাশি নিজের প্রাইভেসিকে প্ল্যাটফর্ম থেকেও নিরাপদ রাখুন।
তো আজকে এই পর্যন্তই, কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।