আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি। আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য নতুন টিউন নিয়ে।
আজকের টিউনটি একটু ভিন্ন রকম, আজকে আমরা ফেসবুকে ব্যবহৃত সব গুলো Symbol নিয়ে আলোচনা করব। অনেক Symbol গুলো বুঝতে পারলেও এমন ইউজারও থাকতে পারেন যাদের এগুলো বুঝতে অসুবিধা হয়। তো তাদের জন্যই আজকের এই টিউনটি।
প্রথমে আমরা সোশ্যাল ইন্টারেকশন আইকন গুলো দেখব যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি। চলুন আইকন গুলো সম্পর্কে জেনে নেয়া যাক।
ফেসবুকের সবচেয়ে পুরনো রিয়েকশন হচ্ছে লাইক। ফেসবুকের কোন ইমেজ, Post পছন্দ হলে লাইক বাটনে ক্লিক করে লাইক করতে পারেন। ফেসবুক লাইক বাদেও আরও কয়েকটা রিয়েক্ট অপশন রেখেছে।
রয়েছে Love, Care, Haha, Wow, Sad, এবং Angry রিয়েক্ট। এই রিয়েক্ট গুলো দিয়ে আপনি আপনার অনুভূতি প্রকাশ করতে পারবেন। পিসির ক্ষেত্রে লাইকে মাউস রাখলে বাকি আইকন গুলো শো করবে, মোবাইলের ক্ষেত্রে লাইকে কিছুক্ষণ ট্যাপ করে রাখলে রিয়েক্ট গুলো দেখাবে।
নতুন কোন Post ক্রিয়েট করতে চাইলে আমরা অনেক গুলো আইকন দেখতে পাই। চলুন এই আইকন গুলো সম্পর্কে জেনে নেয়া যাক,
ক্রিয়েট Post এ ক্লিক করার আগে তিনটি আইকন থাকে যেমন, Live Video, Photo/Video, Feelings Activity। Post ক্রিয়েট করতে ক্লিক করলে আরও অনেক আইকন দেখা যাবে।
উপরে উল্লেখিত তিনটি আইকন ছাড়াও সেখানে ফ্রেন্ড ট্যাগ, চেক ইন এর জন্য লোকেশন আইকন, ফ্ল্যাগ আইকন রয়েছে লাইফ ইভেন্ট শেয়ারের জন্য, এবং আরও ফিচারেরও ক্লিক করতে পারেন থ্রিডট আইকনে।
থ্রিডটে ক্লিক করলে বাকি অপশন গুলোও দেখা যাবে। রয়েছে GIFs, Raising Money ইত্যাদি ফিচার। মোবাইলের ক্ষেত্রে রয়েছে মিউজিক আইকন, ক্যামেরা আইকন এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ আইকন।
Post এ ইমুজি যোগ করতে emojis তে ক্লিক করতে পারেন। Feeling/activity এ ক্লিক করে নিজের ইমোশন শেয়ার করতে পারবেন।
বাটনে ক্লিক করে অনেক গুলো আইকন দেখতে পারবেন দুইটি ক্যাটাগরিতে। প্রথম ট্যাবে ক্লিক করে ফিলিংস এড করতে পারবেন এবং দ্বিতীয় ট্যাবে ক্লিক করে এক্টিভিটি শেয়ার করতে পারবেন, মানে কি করছেন।
এক্টিভিটি অপশনটি বেশ চমৎকার, আপনি এই মুহূর্তে কি করছেন সেটা Post এর মাধ্যমে জানাতে পারবেন। এক্টিভিটি এড করলে সেটা নিউজফিডে আপনার নামের পাশে দেখাবে।
Post ক্রিয়েট ফিচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করা। চলুন জেনে নেয়া যাক অডিয়ন্সের কোন আইকন দ্বারা কি বুঝায়,
যেকোনো সময় চাইলে আপনি Post এর প্রাইভেসি চেঞ্জ করতে পারবেন। নোটিফিকেশন আইকনে ক্লিক করে Post সম্পর্কে আইডিয়া পেতে পারেন। এখন পর্যন্ত আপনার প্রোফাইল কে কে ভিজিট করেছে সেটা জানার কোন অপশন রাখা হয় নি।
মোবাইল থেকে Post করলে একটা অতিরিক্ত আইকন হিসেবে ইন্সটাগ্রাম আইকন দেখতে পাবেন। বাটনটি এনেবল করলে একই সাথে Post টি ইন্সটাগ্রামেও শেয়ার হয়ে যাবে।
ফেসবুক Post ক্রিয়েট করতে আরও আইকন আছে তবে গুরুত্বপূর্ণ আইকন গুলো নিয়েই কথা বললাম।
আপনি কোন নতুন Post করার পর সেটি ম্যানেজ কররা বিভিন্ন অপশন পাবেন। Post উইন্ডো থেকে থ্রিডটে ক্লিক করে আপনি যে অপশন গুলো পাচ্ছেন,
অন্যদের Post এ আপনি বিভিন্ন আইকন পাবেন যেখান থেকে Post বা ইমেজ Hide, Snooz, Silence, Unfollow, Reporting, Embedded সহ আরও অনেক কিছু করা যাবে।
ফেসবুকে রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ Symbol যেগুলো পাবেন পেজের টপে এবং সাইডে। মোবাইল ভার্সনেও সেইম অপশন গুলো আছে তবে ভিন্ন ভাবে।
ফেসবুকের টুলবারের রাইট সাইডে আপনি তিনটা শর্টকাট বাটন দেখতে পাবেন। প্রথম আইকনে ক্লিক করে ফ্রেন্ড, ইভেন্ট, স্টোরি, পেজ, এড সহ আরও অনেক অপশন দেখতে পাবেন।
সেকেন্ড শর্টকাটটি হচ্ছে মেসেঞ্জারের। ফ্রেন্ডদের সাথে এবং গ্রুপ চ্যাট করতে এই আইকনে ক্লিক করতে পারেন। এখান থেকে মেসেঞ্জার সেটিংসও পরিবর্তন করতে পারবেন।
তিন নাম্বার আইকনটি হল নোটিফিকেশনের। বেল আইকনটিতে ক্লিক করে আপনি সব ধরনের নোটিফিকেশন দেখতে পারবেন। নোটিফিকেশনে All এবং Unread নামে দুটি ফিল্টার দেখতে পাবেন।
ত্রিডটে ক্লিক করে আপনি সব নোটিফিকেশন রিড করতে পারবেন, সেটিংস চেঞ্জ করতে পারবেন এবং নোটিফিকেশন উইন্ডো ওপেন করতে পারবেন।
ম্যানুবারের সেন্টারে থাকবে চারটি আইকন, Home, Marketplace, Groups, এবং Gaming pages। এর নিচে রয়েছে Stories এবং Reels ট্যাব।
এখন আমরা ফেসবুক ন্যাভিগেশন আইকন গুলো সম্পর্কে জানব এবং তাদের কাজ দেখব। ন্যাভিগেশন আইকন গুলো আপনি পাবেন স্ক্রিনের বামপাশে।
আপনি যখন ফেসবুকের সব গুলো Symbol সম্পর্কে জানবেন তখন ফেসবুক ব্যবহার করে আরও মজা পাবেন। তারপরেও আপনি সব কিছু জানতে অপশন গুলোতে ক্লিক করুন এবং জানুন এর কাজ কি।
তো আজকে এই পর্যন্তই, কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।