ইন্টারনেট থেকে PDF সার্চ করুন আরও এডভান্সড লেভেলে

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি। আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য নতুন টিউন নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

আমরা ইন্টারনেট থেকে কোন কিছু খোঁজে পেতে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করি যেমন ওয়েবপেজ, ইমেজ, ভিডিও ইত্যাদি। তবে আপনি জেনে খুশি হবেন চাইলে PDF ফাইল সরাসরি ইন্টারনেট থেকে সার্চ করতে পারবেন। আপনি চাইলে গুগল এর বিভিন্ন সার্চ অপারেটর ব্যবহার করে PDF সার্চ দিতে পারবেন।

Google search operator আরেক নাম সার্চ প্যারামিটার, হচ্ছে মূলত কোন কিছু সার্চ করতে স্পেশাল কমান্ড। কমান্ড গুলো সার্চকে ফিল্টার করে দিতে পারে, প্রাসঙ্গিক রেজাল্টের মাধ্যমে ইউজার সন্তুষ্ট হতে পারে। চলুন স্পেশাল কিছু কমান্ড দেখে নেয়া যাক,

গুগলে PDF সার্চ করতে আমরা প্রথমে যে সার্চ অপারেটর ব্যবহার করব সেটা হচ্ছে filetype:। আমরা এখন বিভিন্ন  অপারেটর ব্যবহার করা দেখব। এগুলো ব্যবহার করে শুধু মাত্র PDF ফাইলই নয় আপনি অন্যান্য ফাইলও সার্চ দিতে পারবেন।

filetype:

গুগলে পিডিএফ সার্চ দিতে filetype:pdf লিখে এবং কীওয়ার্ড লিখে সার্চ দিতে পারবেন। নিচের মত করে সার্চ দিতে পারে৷

filetype:pdf seo audit

আপনি এভাবে লিখে SEO Audit সম্পর্কে PDF পেতে পারেন। আপনি চাইলে আরও স্পেসিফিক ভাবে কোন কিছু খোঁজে পেতে আরও কীওয়ার্ড ব্যবহার করতে পারেন, যেমন

filetype:pdf seo audit example technical

আপনি নিচের ফাইল ফরমেট গুলো লিখেও একই ভাবে সার্চ করতে পারেন।

PDF, DOC, DOCX, XLS, XLSX, TXT, PPT, PPTX,

এই অপারেটর গুলো Bing সার্চের সাথেও কাজ করে।

filetype:pdf এর সাথে  – এবং  “”

আপনি সার্চ রেজাল্ট থেকে কোন কিছু Exclude করতে -, অথবা "" ব্যবহার করতে পারেন। আপনি কোন বাক্য সার্চ থেকে Exclude করতে filetype:pdf এক সাথে "" and/or - ব্যবহার করতে পারেন। নিচের উদাহরণটি দেখুন।

filetype:pdf seo audit -local

এইভাবে কমান্ড দেয়ার ফলে SEO Audit সম্পর্কিত PDF সার্চ হবে এবং লোকাল SEO, Exclude হয়ে যাবে।

পুরো বাক্য বা Phrase বাদ দিতে নিচের মত করে লিখতে পারেন।

filetype:pdf seo audit guide -"olga zarzeczna"

এভাবে সার্চ দিলে SEO Audit Guide পাওয়া যাবে এবং এই নামের গুলো বাদ যাবে৷

নির্দিষ্ট ডোমেইন থেকে PDF খোঁজা

আপনি নির্দিষ্ট কোন ডোমেইন থেকে PDF ফাইল খুঁজে বের করতে নিচের কমান্ড ব্যবহার করতে পারেন।

filetype:pdf site:moz.com

moz.com ওয়েবসাইটের সব গুলো PDF দেখাচ্ছে।

ধরুন এই ওয়েবসাইটে অনেক PDF আছে এবং আপনি এখানে আরেকটু ফিল্টার করতে চান সেক্ষেত্রে নিচের কমান্ড ব্যবহার করতে পারেন।

filetype:pdf site:moz.com -audit

এই কমান্ডটি এই সাইটের সব PDF খুঁজে বের করবে কিন্তু Audit নামের PDF গুলোকে বাদ দেবে।

নির্দিষ্ট নামের PDF পেতে নিচের কমান্ড লিখতে পারেন।

filetype:pdf site:seosly.com "seo consultant olga zarzeczna"

এটি olga zarzeczna এই নামের PDF কেই বুঝে বের করবে।

নির্দিষ্ট ডোমেইন বাদ দিয়ে PDF খুঁজে

আপনি চাইলে নির্দিষ্ট একটি ডোমেইন বাদ দিয়ে PDF ফাইল খুঁজতে পারেন।

আপনি filetype:pdf এবং site: এর সাথে - ব্যবহার করে নির্দিষ্ট ডোমেইন থেকে PDF সার্চ দেয়া স্কিপ করতে পারবেন।

filetype:pdf seo audit example -site:seosly.com

এই কমান্ডটি দিলে seosly.com এর কোন ওয়েবসাইট থেকে PDF গুগল সার্চে দেখাবে না।

আপনি যদি মাল্টিপল ডোমেইন এড করতে চান তাহলে নিচের মত লিখতে পারেন।

filetype:pdf seo audit example -site:seosly.com -site:moz.com -site:ahrefs.com

আপনার PDF কোথায় আছে?

কখনো কখনো আপনি জানতে চাইতে পারেন আপনার ওয়েবসাইটের PDF অন্য কোন ওয়েবসাইটেও আছে কিনা। অথবা গুগল অন্য ওয়েবসাইটে থাকা আপনার কন্টেন্ট ইনডেক্স করে রেখেছে কিনা। "" and -site: with filetype:pdf এর মাধ্যমে এটি আপনি যাচাই করতে পারেন। এক্ষেত্রে আপনার PDF এ থাকা ইউনিক কোন বাক্য অপারেটরে এড করে দিতে পারেন নিচের মত করে,

"If you’ve been following me for some time, you know that I’m a big fan of SEO podcasts." -site:seosly.com filetype:pdf

এর মানে Seosly ওয়েবসাইটে এই কন্টেন্টটি আছে কিন্তু সেটা আমাদের দরকার নেই, আমরা জানতে চাই অন্য ওয়েবসাইটেও আছে কিনা

শেষ কথা

গুগলে সাধারণ ভাবে সার্চ দিলে নির্দিষ্ট টপিকের PDF পেতে বেশি সময় লাগতে পারে, কখনো আপনার চাহিদামত ফাইল নাও পেতে পারেন। আশা করছি এই টিউনটি ফলো করে আপনি এডভান্সড লেভেলে PDF সার্চ দিতে পারবেন।

তো আজকে এই পর্যন্তই, কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস