আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি। আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য নতুন টিউন নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।
হেলদ কেয়ার ইন্ডাস্ট্রিতে ব্লকচেইন টেকনোলজি ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনা সম্ভব। ব্লকচেইন টেকনোলজি ব্যবহার করে মেডিকেল রেকর্ড ম্যানেজ করা, মেডিক্যাল রিসার্চ করা, রোগীদের সেবা প্রদান ইত্যাদি কাজ করা সম্ভব।
এই টিউনে আমরা হেলদ কেয়ার ইন্ডাস্ট্রিতে ব্লক চেইনের ৯ টি ব্যবহার নিয়ে আলোচনা করব।
মেডিকেল রেকর্ড নিরাপদে স্টোর করতে এবং ম্যানেজ করতে ব্যবহৃত হতে পারে ব্লক চেইন। ব্লক চেইন ব্যবহারের ফলে পেশেন্ট এবং মেডিকেল প্রফেশনালরা তথ্য আরও সহজ ভাবে এক্সেস করতে পারবে। মেডিকেল রেকর্ডের সিকিউরিটি এবং প্রাইভেসি আরও বৃদ্ধি পাবে। MedRec এক ধরনের ব্লকচেইন বেসড সিস্টেম যা মেডিক্যাল ইনফরমেশন ম্যানেজে ব্যবহৃত হয়। MIT গবেষকেরা এটি তৈরি করেছে।
ব্লকচেইন একটি স্বচ্ছ এবং অপরিবর্তনীয় ট্রায়াল ডেটা রেকর্ড নিশ্চিত করতে পারে। এটি ক্লিনিক্যাল ট্রায়েলের স্বচ্ছতা বাড়াতে পারে। Clinical Trials Reporting and Results (CTRR) একটি ক্লিনিক্যাল ট্রায়েল প্ল্যাটফর্ম যা ব্লকচেইন ব্যবহার করে ক্লিনিক্যাল ট্রায়েল ডাটা স্টোর করে।
CTRR প্ল্যাটফর্মটি ডেভেলপ করেছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি Pfizer। Pfizer এর সাথে IBM এরও কোলাবোরেশান ছিল। ব্ল্যাকচেইন প্রযুক্তি ব্যবহারের ফলে রিসার্চার এবং নীতিনির্ধারকরা সহজে ট্রায়েল ডাটার এক্সেস পাবে এবং ভেরিফাই করতে পারবে। ক্লিনিক্যাল ট্রায়েল রেজাল্টের কোয়ালিটি এবং বিশ্বস্ততা বৃদ্ধি পাবে।
ব্লকচেইন প্রযুক্তি সহজেই প্রেসক্রিপশন ড্র্যাগ, ম্যানুফেকচারার থেকে ফাইনাল কাস্টমার পর্যন্ত ট্রেস করতে পারে। ফলে ব্লকচেইনে ফেক মেডিসিন প্রবেশের সম্ভাবনা কমে যায়। এর একটি উদাহরণ MediLedger, যার মাধ্যমে প্রেসক্রিপশন ড্র্যাগ ফ্লো সহজে ট্র্যাক করা যায়।
ব্লকচেইন প্রযুক্তি গ্রহণ করার মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের দক্ষতা ও স্বচ্ছতা বাড়তে পারে। মেডিকেল সাপ্লাই এবং সরঞ্জামের সরবরাহ আরও স্মুথ হয়৷ ফার্মাসিউটিক্যাল শিল্পে ব্যবহৃত একটি ব্লকচেইন ভিত্তিক সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম এর উদাহরণ হল VeChain।
স্বাস্থ্যসেবা খাতে ব্যবহৃত বিভিন্ন ডিভাইসের ডাটা, লগ, ইউজেস স্ট্যাটিস্টিক্স ইত্যাদি দক্ষতা ও নিরাপদে ম্যানেজ করতে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করা যায়। এটি রোগীর নিরাপত্তা বাড়াতে এবং ত্রুটির সম্ভাবনা কমাতে কাজ করে৷ মেডিক্যাল ডিভাইস ম্যানেজ করার একটি ব্লকচেইন প্ল্যাটফর্ম হচ্ছে Chronicled।
টেলিমেডিসিন ব্যবস্থার বিভিন্ন ডাটা, ভিডিও পরামর্শ, ইলেক্ট্রনিক প্রেসক্রিপশন সহজে ও নিরাপদে ব্ল্যকচেইনের মাধ্যমে। যেগুলো সহজেই পেশেন্টরা এক্সেস করতে পারে। এমন একটি টেলিমেডিসিন প্ল্যাটফর্ম হচ্ছে Solve.Care।
ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে ড্র্যাগ ডেভেলপমেন্ট প্রক্রিয়ায় দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করা যায়৷ গবেষকেরা সহজে একে অপরের সাথে কাজ করতে পারে এবং তথ্য শেয়ার করতে পারে। এমন এক ধরনের প্ল্যাটফর্ম হচ্ছে Clinical Research Blockchain।
জিনোমিক ডেটা, ব্লকচেইন ব্যবহার করে আরও নিরাপদে সংরক্ষণ এবং শেয়ার করা যেতে পারে। যা পারসোনালাইজড মেডিক্যাল ট্রিটমেন্টে সহায়তা করতে পারে। জেনেটিক ডেটা আদান-প্রদান এবং ব্যাখ্যা করার একটি প্ল্যাটফর্ম হচ্ছে Shivom।
হেলদ ইনস্যুরেন্সের স্বচ্ছতা, দক্ষতা নিশ্চিত করতে পারে ব্লকচেইন প্রযুক্তি। এটি প্রতারণা অনেকাংশে কমিয়ে আনতে পারে। MetLife এমন এক ধরনের ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে যা বীমা সহজে ক্লাইম করা থেকে শুরু করে এবং ওভারঅল কাস্টমার এক্সপেরিয়েন্স উন্নত করতে পারে৷
বলা যায় ব্লকচেইন পুরো স্বাস্থ্যসেবা খাতে ব্যাপক অগ্রগতি নিয়ে আসতে পারে। দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করে মেডিকেল রেকর্ড ম্যানেজমেন্ট, ড্র্যাগ ডেভেলপমেন্ট এর মত কাজ গুলো করা যেতে পারে। যেহেতু বিষয়টি নতুন তাই বলা যায় এখনো অনেক ইস্যু সলভ করার মত আছে। আশা করা যাই আস্তে আস্তে এটি নিজেকে উন্নত করে সঠিক সেবা দিতে পারবে।
তো আজকে এই পর্যন্তই, কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।