আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে।
আপনি যদি টরেন্টিং করতে ভালবাসেন তাহলে এই টিউনটি আপনার জন্য। এখন আপনি চাইলে অ্যান্ড্রয়েড ফোনেও টরেটিং করতে পারবেন চমৎকার ভাবে। আজকের এই টিউনে দারুণ একটি অ্যাপ নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আপনি টরেন্ট ফাইল সার্চ করতে পারবেন।
MagnetX একটি ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপ যা আপনার টরেন্টিং এ দারুণ অভিজ্ঞতা দিতে পারবে। MagnetX একটি টরেন্ট সার্চ ইঞ্জিন এখানে আপনি সার্চ দিয়ে সিনেমা, গেমস, সফটওয়্যার সার্চ দিয়ে খুঁজে বের করতে পারবেন।
MagnetX এর মাধ্যমে বিভিন্ন সোর্স থেকে আপনি টরেন্ট পাবেন। দারুণ ব্যাপার হচ্ছে এখানে কিছু সোর্স আছে যেগুলো ভেরিফাই করা। ভেরিফাই সোর্স গুলো থেকে আপনি নিশ্চিন্তে ডাউনলোড করতে পারবেন।
প্লে-স্টোর লিংক @ MagnetX
চলুন দেখে নেয়া যাক কীভাবে MagnetX অ্যাপ ব্যবহার করা যায়,
প্রথমে অ্যাপটি ইন্সটল দিয়ে ওপেন করুন
Start Search এ ট্যাপ করুন
সার্চ দেয়ার অপশন পেয়ে যাবেন
সার্চ আইকনের ডানের বাটমে ক্লিক করে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন
সার্চ দেয়ার পর সব গুলো রেজাল্ট দেখাবে
উপরে ডানে সার্চ ফিল্টার করার অপশন পাবেন
আপনি নির্দিষ্ট টরেন্ট শেয়ার করতে পারবেন এবং পাবেন কপি লিংক অপশন
নিচের সোর্স গুলো খেয়াল করুন এগুলো ভেরিফাই সোর্স।
MagnetX শুধু মাত্র একটি টরেন্ট সার্চ ইঞ্জিন এটি দিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারবেন না। লিংকটি দিয়ে অন্য টরেন্ট ডাউনলোডারের মাধ্যমে আপনি ফাইল ডাউনলোড করতে পারবেন।
তো কেমন হল এই টিউনটি জানাতে টিউমেন্ট করুন। আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।