আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে।
স্মার্ট-ফোন হোক দামী বা বাজেটের মধ্যে ব্যাটারি কিন্তু আমরা চাই সেরাটি। ফোনের পারফরম্যান্স কেমন হবে কতক্ষণ স্ট্যান্ডবাই থাকবে এই সব কিছু যেহেতু ব্যাটারির উপর নির্ভর করে সেহেতু ফোন নির্বাচনে ব্যাটারির প্রতি আমরা প্রায়ই সবাই সতর্ক থাকি। প্রথম দিকে স্মার্ট-ফোনের ব্যাটারি ব্যাকআপ ভাল থাকলেও সময়ের সাথে সাথে কিছু কমে আসবে এটা স্বাভাবিক তবে আমাদের অবহেলার কারণ কয়েক মাসের মধ্যেই সমস্যা দেখা দিতে পারে।
ব্যাটারির দীর্ঘমেয়াদী সেরা পারফরম্যান্স পেতে আপনাকে মেনে চলতে হবে কিছু নিয়মকানুন যেমন কতক্ষণ চার্জে রাখবেন, চার্জ অবস্থায় ফোন ব্যবহার করবেন কিনা ইত্যাদি৷ আর এই সব কিছু আলোচনা হবে এই টিউনে। আমরা আজকে জানব কীভাবে ব্যাটারির প্রতি যত্নশীল হয়ে সেরা পারফরম্যান্স বের করে আনবেন এবং কীভাবে বিভিন্ন অপ্রয়োজনীয় অ্যাপ আনইন্সটল বা ডিজেবল করে ব্যাটারি ব্যাকআপ বাড়াবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মুল আলোচনায় চলে যাওয়া যাক
ব্যাটারি হেলথ বলতে বুঝায় ফোনের ব্যাটারির লাইফ স্প্যানকে। ঠিক কখন ব্যাটারি রিপ্লেস করতে হবে সেটা নির্ধারণ করে ব্যাটারি হেলদ। নতুন ফোন কেনার সময় ব্যাটারি লাইফ হেলদ ১০০% থাকে, সময় অতিক্রান্ত হবার সাথে সাথে এটি কমতে থাকে। ব্যাটারি হেলদ নির্ভর করে চার্জ সাইকেলের সাথে, কি ধরনের অ্যাপ ইন্সটল করছেন, কতক্ষণ ফোন ব্যবহার করছেন ইত্যাদি বিষয়ের উপর। ব্যাটারি হেলদ খারাপের দিকে যাচ্ছে এটা তখন বুঝবেন যখন দেখবেন দ্রুত ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে বারবার চার্জ করা লাগছে।
অন্যদিকে ব্যাটারি লাইফ হচ্ছে ফোনে কত পার্সেন্ট চার্জ আছে এবং ঠিক কতক্ষণ পরে চার্জ শূন্য হয়ে বন্ধ হয়ে যাবে সেটা বুঝার পরিমাপ৷ আমরা স্ট্যাটাস-বারে ব্যাটারি আইকনের সাথে যে ইনডিকেটর দেখি সেটাই সাধারণত ব্যাটারি লাইফ নির্দেশ করে।
আইফোনে ডিফল্ট ভাবে ব্যাটারি হেলদ চেক করার অপশন থাকে কিন্তু এন্ড্রয়েডের ক্ষেত্রে এত সহজে সেটা দেখা যায় না। Samsung ফোনে Member অ্যাপের মাধ্যমে হেলদ স্ট্যাটাস দেখা যায়, তবে অন্য ফোনের ক্ষেত্রে থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করতে হয়। নির্দিষ্ট কোড ডায়েল করেও কিছু ফোনে ব্যাটারি হেলদ যাচাই করা যায়।
Samsung তার ইউজারদের কমিউনিটি মেইনটেইন করতে Member নামে একটি অ্যাপ রেখেছে যেখানে বিভিন্ন নিউজ, সাপোর্ট ইনফরমেশন ইত্যাদি পাওয়া যায়। এই অ্যাপে কিছু ডায়াগনোসিস টুলও রয়েছে যার মাধ্যমে ফোনের হার্ডওয়্যার চেক করা যায়৷ এই অ্যাপের মধ্যমে পারসেন্টেজ দেখা যাবে না তবে Good, Weak স্ক্যালে ব্যাটারির হেলদ সম্পর্কে জানা যাবে।
এখনকার ফোন গুলোতে আগে থেকেই আপনার ফোনে Member অ্যাপ ইন্সটল করা থাকতে পারে তবে না থাকলেও সমস্যা নেই আপনি Galaxy store থেকে এটি ডাউনলোড করে নিতে পারেন।
প্রথমে Member অ্যাপে যান এবং স্ক্রিনের নিচে Support ট্যাবে ট্যাপ করে Phone diagnostics এ ক্লিক করুন।
নিচের দিকে স্ক্রল করে Battery Status এ ট্যাপ করুন
যদি Normal স্ট্যাটাস এবং ব্যাটারি Life এ Good থাকে তাহলে চিন্তার কিছু নেই আপনার সব কিছু ঠিক আছে তবে এখানে Action required এবং ব্যাটারি লাইফ Bad মার্ক করা থাকলে ব্যাটারিটি কেয়ার থেকে রিপ্লেস করিয়ে আনতে হবে।
আপনি চাইলে যেকোনো অ্যান্ড্রয়েড ফোনে থার্ডপার্টি অ্যাপের মাধ্যমে ব্যাটারি হেলদ যাচাই করতে পারেন। এই ক্যাটাগরিতে AccuBattery অ্যাপটি ভাল কাজ করে। এই অ্যাপটির মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন আপনি জানতে পারবেন যেমন কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ দেবে, কত পার্সেন্ট চার্জ আছে এবং ব্যাটারির টেম্পারেচার কেমন। তবে ব্যাটারি হেলদ ইনফরমেশন পেতে এই অ্যাপটি কিছুদিন আপনার ফোনকে পর্যবেক্ষণ করবে। তথ্য উপাত্ত সংগ্রহ হয়ে গেলে আপনি ব্যাটারি পার্সেন্টেজ দেখতে পাবেন।
এই ক্যাটাগরির আরেকটা চমৎকার অ্যাপ হচ্ছে BatteryGuru। এর মাধ্যমে আপনি ব্যাটারির ভোল্টেজ, টেম্পারেচার, স্ট্যাটাস চেক করতে পারেন। তবে এই অ্যাপের ফাংশনালিটিতে কিছু লিমিটেশন রয়েছে আপনি ডিটেইলে তথ্য এখানে পাবেন না।
এই অ্যাপ দিয়ে ব্যাটারি হেলদ চেক করা বেশ সহজ। অ্যাপটি ইন্সটল করে ওপেন করলে আপনি ব্যাটারি পার্সেন্টেজ এবং ব্যাটারি হেলদ দেখতে পাবেন। এই অ্যাপটিতে আপনি ব্যাটারি হেলদ ডিটেইলস এ পাবেন না। Good, Bad, এবং Weak স্ক্যালে আপনি ব্যাটারি হেলদ বুঝতে পারবেন।
প্লে-স্টোর লিংক @ AccuBattery
প্লে-স্টোর লিংক @ BatteryGuru
ফোনের ব্যাটারি হেলদ এবং ব্যাটারি লাইফ দুটি আলাদা বিষয় হলেও তারা কিন্তু ইন্টারকানেক্টেড। ব্যাটারি হেলদ যখন খারাপ হয়ে যাবে তখন ব্যাটারি লাইফও প্রভাবিত হবে, দ্রুত ফোনের চার্জ শেষ হয়ে আসবে। ফোনে হাই কোয়ালিটি ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হলেও, অনিয়মিত ফোন চার্জ, দীর্ঘসময় স্ক্রিন অন থাকা, চার্জ অবস্থায় ফোন ইউজ করার মত ঘটনায় দ্রুত ব্যাটারি হেলদ খারাপ হয়ে যেতে পারে। ব্যাটারি দীর্ঘমেয়াদে ভাল রাখতে ফোনের ডার্ক মুড অন রাখুন, একটু পর পর চার্জ না দিয়ে চার্জ ২০% এর কম আসলে ফোন চার্জ দিন এবং ফুল করে চার্জ থেকে আনপ্লাগ করার চেষ্টা করুন। ফোনে অব্যবহৃত অ্যাপ রিমুভ করুন এবং যে সমস্ত অ্যাপ অহেতুক ব্যাকগ্রাউন্ডে একটিভ থাকে সে সমস্ত অ্যাপ স্লিপ মুডে নিয়ে যান।
ফোনের ব্যাটারি একটা সময় পরে ড্যামেজের দিকে যাবেই এটা আপনি আটকাতে পারবেন না তবে সঠিক ভাবে ব্যবহারের ফলে চাইলে ব্যাটারি হেলদ দীর্ঘদিন ভাল রাখতে পারেন।
আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।