আসসালামুআলাইকুম, আশা করি সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আমিও আলহাদুলিল্লাহ ভালো। চলুন আমরা আমাদের কম্পিউটারের মাদারবোর্ড ড্রাইভার কিভাবে আপডেট করতে হয় তা জেনে নিই। আপডেট কেন করবো এটাও জানা থাকা দরকার। সাধারনত আমরা কম্পিউটার কেনার পর মাদারবোর্ডের সাথে যে সিডি পাই তা দিয়ে আজীবন চলে যায়। অন্যদিকে মাদারবোর্ড কোম্পানী কিন্তু আপনার আমার জন্যে ঠিকই আপডেট প্রতিনিয়ত বের করছেন আর তা আমরা জানিনা। আমরা যদি সবসময় মাদারবোর্ড ড্রাইভার আপডেট করি তাহলে এর ফলাফল স্বরূপ নতুন নতুন যত সফটওয়্যার বা পুরাতন যত সফটওয়্যারের নতুন ভার্সন বাজারে আসে সবগুলোই পিসিতে কাজ করবে কোন ত্রুটি ছাড়াই।
তাই আমাদের মাদারবোর্ড ড্রাইভার আপডেট করে নেয়া উচিত। উইন্ডোজ এক্স পি বা অন্যান্য অপারেটিং সিস্টেমে মাদারবোর্ডের সিডি প্রয়োজন হলেও উইন্ডোজ সেভেন বা ভিসতা তে মাদারবোর্ডের সিডি প্রয়োজন হয় না তাই বলে এটা ভাববেন না যে সেভেন বা ভিসতার আপডেট বের হয়না। সেভেন এবং ভিসতা সহ অন্যান্য যে সকল অপারেটিং সিস্টেম রয়েছে, সবগুলোরই আপডেট প্রত্যেক কোম্পানীই বের করে থাকে। আসলে আপনার কাছে আপডেট করাটা ঝামেলা মনে হতে পারে। তাই আমি এমন একটি সফট্ওয়্যারের কথা বলবো যা দিয়ে আপনার পিসি বা যে কোন পিসির মাদারবোর্ডের ড্রাইভার সে নিজ থেকে খুজে বের করে দিবে। নিচ থেকে সফট্ওয়্যার টি ডাউনলোড করে নিন (মাত্র ১০ মেগাবাইটের)।
Crack File
Download এবং Install সম্পন্ন হলে Open করুন এবং এখন এটা ৮০০ কিলোবাইটের একটি ডাটাবেজ আপডেট করে নিবে।
এখন Scan করুন।
Scan সম্পন্ন হলে আপনার কিকি আপডেট করতে হবে তা দেখাবে। Fix এ ক্লিক করুন।
এখন Download all ক্লিক করে দিন। Download হওয়ার পর Backup Driver ক্লিক করে Driver ব্যাকআপ রেখে দিতে পারেন অথবা সাথে সাথে Install করে নিতে পারেন। নিচে ছবিতে দেখুন।
বিঃ দ্রঃ Driver_Genius_Pro_10.0.0.761 দিয়ে যদি না হয় তাহলে অন্য ভার্সন দিয়ে দেখতে পারেন অথবা আপনার মাদারবোর্ডের ওয়েব সাইটটিতে গিয়ে দেখতে পারেন। Crack করার জন্যে (Read me First) ডকুমেন্টটি পড়ে নিন।
আমার পরবর্তী টিউন কুরআন ও বিজ্ঞান নিয়ে। কিন্তু এই টিউনটাকে অফটপিক বা অন্যান্য ক্যাটাগরি তে লিখা ঠিক হবে না। তাই টেকটিউন এর কর্তৃপক্ষের কাছে অনুরোধ কুরআন ও বিজ্ঞান নামে একটি ক্যাটাগরি যোগ করার জন্যে। আপনারা আমার এই বিষয়টাকে আশা করি সুন্দর ও গ্রহনযোগ্য করে দেখবেন।
আমি মুহাম্মাদ জিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মুসলিম পরিবারে পাঠিয়ে ধন্য করেছেন। আমি ভালোবাসি বাংলা ভাষাভাষি ইসলামিক ও তথ্য প্রযুক্তি বিষয়ক সাইটগুলোকে। থাকতে চাই জ্ঞানীগুনিদের সাথে যারা এখানে আছেন।
windows daour par sound, vga, driver cd na takla ki karbo ? ? ?