সেরা দশ থেকে বেছে নিন আপনারটি [পর্ব-১১] :: বিশ্বসেরা সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার, কম্পিউটারের স্পিড এবার বাড়তেই হবে!

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন
Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

সেরা দশ থেকে বেছে নিন আপনারটি

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সফটওয়্যার সমুদ্রে লাখো কোটি সফটওয়্যারের ভিড়ে সেরা সফটওয়্যার খুঁজে পাবার নিমিত্তে আমার চেইন টিউনের ১১ তম পর্ব।

কম্পিউটার সুপার ফাস্ট থাকুক এটা প্রত্যেক কম্পিউটার ব্যবহারকারীর সব সময়ের প্রত্যাশা। এ কারনে কম্পিউটারকে ফাস্ট করার জন্য বিভিন্ন সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করার একটা হিড়িক পড়ে যায়। কিন্তু দুঃখের কথা হলো সিস্টেম ইউটিলিটি সফটওয়্যারের চাপে অনেক কম্পিউটার আরও বেশি স্লো হয়ে পড়ে। ইউটিলিটি সফটওয়্যারগুলো মুলত এমন সফটওয়্যার যেগুলো পিসির পারফরমেন্স বাড়ানোর জন্য মাল্টিপারপাস কাজ করে থাকে। মানে একটি সফটওয়্যার একাধিক সফটওয়্যারের কাজ করে। সফটওয়্যারের দুনিয়ায় অসংখ্য ইউটিলিটি সফটওয়্যার পাওয়া যায়। যাদের কোনটাই পূর্ণাঙ্গভাবে সব কাজ করতে পারে না। সবগুলোরই কিছুনা কিছু লিমিটেশন থাকে। আমি এই সিরিজটি যখন শুরু করি তখন আমার একটাই উদ্দেশ্য ছিলো বিভিন্ন বিষয়ে বিশ্ব সেরা সফটওয়্যারগুলো আপনাদের সামনে তুলে ধরা। টিউনের ১১ তম পর্বে এসেও আমার সেই ইচ্ছের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। তাই হাজারো ইউটিলিটি সফটওয়্যারের ভিড়ে সেরা দশটি সফটওয়্যারের সাথে পরিচিত করানোর পাশাপাশি সেরাদের সেরা সফটওয়্যারটি আপনারকে উপহার দিতেই আমার আজকের সব আয়োজন। আশা করছি এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারের জন্য সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার সম্পর্কে ধারনা পাল্টে দিবে।

২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা সফটওয়্যারগুলোর নাম

২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা ইউটিলিটি সফটওয়্যারগুলোর নাম নিচে দেওয়া হলো। ব্যবহারকারীদের অভিজ্ঞতার আলোকে এবং সফটওয়্যারগুলোর ফিচারের ভিত্তিতে নিচের লিস্টটি করা হয়েছে। সব মনে রাখবেন দামে বেশি হলেই কিন্তু সেটা কাজে ভালো নাও হতে পারে। দাম দিয়ে পণ্যের বিচার করাটা সব সময় ঠিক নয়।

  • 01. System Mechanic | $29.95
  • 02. Fix-It Utilities Pro | $29.95
  • 03. WinOptimizer | $39.99
  • 04. Advanced System Optimizer | $29.95
  • 05. Advanced SystemCare PRO | $29.99
  • 06. TuneUp Utilities | $49.95
  • 07. System Utilities Suite | $24.95
  • 08. WinUtilities | $29.99
  • 09. Norton Utilities | $49.99
  • 10. Uniblue PowerSuite | $59.95

উপরের তালিকাটি থেকে নিশ্চয় বুঝতে পারছেন যে তালিকার শীর্ষে থাকা System Mechanic সফটওয়্যারটিই সবার সেরা সফটওয়্যার। তাহলে সফটওয়্যারটি ডাউনলোড করার পূর্বে চলুন সফটওয়্যারটি সম্পর্কে সংক্ষেপে কিছু জেনে নিই। ফিচারের সাথে চাহিদা মিলে গেলেই তো ডাউনলোড করতে মন চাইবে, তাইনা?

System Mechanic Pro | Price $59.95

উপরে বর্ণিত লিস্টে বেসিক লেভেলের System Mechanic সফটওয়্যারের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু আমি আজ আপনাদের জন্য সেরাদের সেরাটাই উপহার দিবো। সফটওয়্যারটির সবগুলো ভার্সনই অনেক মূল্যবান হলেও সবচেয়ে বেশি সুবিধা রয়েছে এর প্রোফেশনাল ভার্সনটিতে। ৫৯.৯৫ ডলার মূল্যের সফটওয়্যারটির সবগুলো ফিচার সম্পর্কে জানতে তাদের অফিশিয়াল সাইট হতে একবার ঘুরে আসতে পারেন (নিচের ছবিতে ক্লিক করে)।

আপনারা নিশ্চয় ফিচারগুলো দেখেছেন। তারপরেও গুরুত্বপূর্ণ কিছু ফিচার আমি নিচে উল্লেখ করছি।

  • সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে পিসি স্টার্টআপ প্রোগ্রাম নিয়ন্ত্রন করবে। ইন্টারনেট, প্রোগ্রাম অপারেশন এবং গেইমিং পারফরমেন্স বৃদ্ধি করবে।
  • কম্পিউটারের প্রায় ৩০, ০০০ টিরও বেশি সমস্যা নিজে নিজেই সমাধান করবে।
  • ৫০ টিরও বেশি ধরনের জাঙ্ক ফাইল ক্লিন করবে এবং পিসির পারফরমেন্স বৃদ্ধিতে ব্রাউজারের হিস্ট্রি, ক্যাশ ইত্যাদিও পরিচ্ছন্ন রাখবে।
  • ক্ষতিকর প্রোগ্রামগুলোকে ব্লক করে দিবে, সিস্টেমে কোন উল্টাপাল্টা সেটিংস থাকলে সেটা নির্ণয় এবং রিপেয়ার করবে।
  • কম্পিউটারের অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড প্রোগ্রামগুলোকে অটোমেটিক বন্ধ করে রাখবে।
  • কম্পিউটারে যে সমস্ত প্রোগ্রাম ইনস্টল থাকার পরেও আপনি ব্যবহার করেন না সেগুলো রিমুভ করে দিবে।
  • কম্পিউটারের চালু হওয়ার সময়কে কমিয়ে দিবে। মানে এখন খুব দ্রুত পিসি স্টার্ট হবে।
  • কম্পিউটারের সার্বিক কর্মদক্ষতা বৃদ্ধির জন্য ড্রাইভারগুলো অটোমেটিক আপডেট করবে। বাড়তি সফটওয়্যারের প্রয়োজন হবে না।
  • অটোমেটিক পিসির র‍্যাম ডিফ্রাগমেন্ট হবে, যার ফলে পিসির প্রোগ্রামগুলো দ্রুতগতিতে চলবে।
  • এছাড়াও এন্টিভাইরাস সুবিধা সহ সবগুলো ফিচারের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আশা করছি টাস্কি খেতে বেশি বাকি থাকবে না।

গুরুত্বপূর্ণ ফিচারগুলো তো এক নজরে নিয়েছেন। এবার চলুন সফটওয়্যারটির অন্দর মহল থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। কথায় আছে প্রথমে দর্শনধারী তারপরে গুন বিচারী। দেখতে ভালো লাগলেই তো ডাউনলোড করতে মন চাইবে।

System Mechanic - ডাউনলোড

সফটওয়্যারটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনার প্রয়োজনের সাথে মিলে যায় তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে মেডিসিন ফাইল সহ ১০৫ মেগাবাইটের জিপ ফাইলটি ডাউনলোড করে নিন। ডাউনলোড সাইজ আপাততো সাধ্যের মধ্যে থাকায় এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করতে হবে না। ফাইলটি সম্পূর্ণ নিরাপদ এবং এভিজি এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করা। তারপরেও কারও সমস্যা হলে ইগনোর করতে পারেন।

System Mechanic Pro - ইনস্টলেশন এবং একটিভেশন প্রক্রিয়া

সফটওয়্যারটির ইনস্টলেশন এবং একটিভেশন প্রক্রিয়া খুবই সহজ। এই সিরিজের প্রত্যেকটি সফটওয়্যারের ইনস্টলেশন এবং একটিভেশন প্রক্রিয়া জটিল প্রকৃতির হলেও এটা পানির মতো সহজ। মাত্র কয়েকটি বিষয় খেয়াল রাখলেই সফল ভাবে সব প্রক্রিয়া শেষ করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক।

System Mechanic – ইনস্টলেশন প্রক্রিয়া

  • জিপ ফাইলের ভেতরে থাকা সফটওয়্যারটির এক্সিকিউটেবল ফাইলটি রান করুন। তারপর স্বাভাবিক ভাবে ইনস্টল করতে থাকুন। তবে নিচের চিত্রের মতো একটিভেশন মোড জানতে চাইলে দেখানো পদ্ধতিতে টাইম লিমিটেড ট্রায়াল হিসাবে রান করুন।

  • এবার আপনার কাছে একটিভেশন ইমেইল জানতে চাইবে। নিজের মেইল (একটিভেশন কোড পাবেন) অথবা যেকোন একটি মেইল দিয়ে নেক্সট চাপুন। এবং যথারীতি ইনস্টলেশন প্রক্রিয়া স্বাভাবিক নিয়মে শেষ করুন।

  • ইনস্টলেশন শেষ হলে সফটওয়্যারটি রান হতে চাইবে এবং পিসি রিস্টার্ট নিতে চাইবে। কাউকেই অনুমতি দেওয়ার দরকার নেই। আপনি শুধু নির্দেশনা অনুসরণ করুন।

System Mechanic – ফুল ভার্সন একটিভেশনঃ

  • ফুল ভার্সন হিসাবে একটিভেট করতে চাইলে মেডিসিন ফোল্ডারে থাকা ফাইলগুলো কপি করুন এবং সফটওয়্যারটির ইনস্টলেশন ডাইরেকটরিতে পেস্ট করে দিন। ফাইল ওভার রাইট করতে চাইলে করুন। তারপর পিসি রিস্টার্ট দিন এবং সফটওয়্যারটি ফুল ভার্সন হিসাবে ব্যবহার করতে থাকুন।

আশা করি আপনারা প্রত্যেকটা ধাপ খুব মনযোগ সহকারে দেখেছেন এবং সফলভাবে সফটওয়্যারটি একটিভেট করতে পেরেছেন। যদি কোন প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে প্রথম থেকে আবার চেষ্টা করুন। সফটওয়্যারটি অধিক নিরাপদে ব্যবহার করতে চাইলে মেইন ফাইলটিকে ফায়ালওয়্যাল দিয়ে ব্লক করে দিন। ফায়ালওয়াল বিষয়ক বিস্তারিত জানতে আমার নিচের টিউনটি এক নজরে দেখে নিতে পারেন।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবান আপনাকে মূল্যবান টিউন উপহার দেওয়ার জন্য ।

ভাই, বার্সার মেসি যদি ভিনগ্রহের হয় তাহলে টেকটিউনে আপনি ও ভিনগ্রহের…………

    থাক থাক, আর বলতে হবে না। আপনার কথা শুনে আমি তো পাকা টমেটোর মতো লাল হয়ে গেলাম 🙂

নাইস টিউন, সফটওয়্যার টাও ভালো লাগলো System Mechanic Pro ধন্যবাদ ।

    আরে রিদম দত্ত যে, বহুদিন পর! টিউন করা কি ছেড়ে দিলে নাকি ভাই? তোমাকে আর দেখায় যায় না!

      কিছু পার্সোনাল কারনে টিউন করা হয় নাই,সামনে থেকে প্রত্যেক সপ্তাহে ২ টা করে মাসে ৮ থেকে ১০ টা টিউন করার চেষ্টা করব । ভুল বুঝবেন না, ধন্যবাদ ।

অমেক ধন্যবাদ ভাইয়া, আমি advaanced system care, baidu pc faster, austologiscs boost speed এই ৩ তা সফটওয়্যার ব্যবহার করি কম্পিউটার ফাস্ট রাখার জন্য, তো আমি অনেক ধরনের pc utilies সফটওয়্যার ইন্সটল করে একি সাথে চেক করে দেখেছি জাঙ্ক ফাইল সহ ইত্যাদি কন সফটওয়্যার বেশি ডিটেক্ট করে, সেক্ষেত্রে সবচাইতে বেশি কার্যকারী পেয়েছি BAIDU PC FASTER, দেখি SYSTEM MECHANIC ব্যবহার করে, অনেক ধন্যবাদ আবারও, এমনি ভাবে আর সফটওয়্যার পাব বলে আসা করি ,

    ব্যবহার করে জানাবেন আপনার অন্য সফটওয়্যারগুলোর থেকে এটা ভালো না খারাপ। তবে আশা করছি নাম্বার ওয়ান সফটওয়্যার হিসাবে এটি তার মর্যাদা অক্ষুন্ন রাখবে। সুন্দর টিউমেন্টের জন্য অনেক ধন্যবাদ লিমন ভাই 🙂

    Level 2

    baidu cleaner Ta kemon????

      আমি কোনদিন ব্যবহার করিনি, তাই সঠিক বলতে পারছি না। তবে ব্যবহারকারীদের ভাষ্যমতে সেটা নাকি অনেক ভালো 🙂

Level 2

Nice post ফাহাদ ভাই।

Superb bhaia… U just awsome. 🙂

Level 0

আসলে কি ভাই আমি টেকটিউন এ অনেক দিন ধরেই আছি । আজকাল টিটি তে টিউনারদের সংখ্যা এতোই বেড়েছে যে কারটা দেখবো বা কারটা প্রয়োজনীয় বুঝতে পারি নাহ কিন্তু সবার মাঝে আপনার টিউন গুলো সব সময় ই দেখি । কারন সত্যি বলতে কখনো টিউন গুলো দেখে নিরাশ হই নি ।

    এতোটা আস্থা রাখার জন্য অনেক ধন্যবাদ ভাই। আশা করি এরকম বিশ্বাস শেষদিন পর্যন্ত ধরে রাখবেন।

Level 0

ভাই সফটওয়্যার টা ইন্সটল করার সময় আমার প্রবলেম হচ্ছে, ইন্সটল এর পর ক্র্যাক না করলে সফট ওপেন হয় কিন্তু ক্র্যাক করার পরে আর সফট ওপেন হয়না। আপনি চাইলে আমি স্ক্রীন শট দিতে পারি। দয়া করে বলবেন সমস্যাটা কোথায় হচ্ছে।

    আপনি ক্র্যাক করার আগে ওপেন করতে গেছেন কেন? আমি তো টিউনে বলেছি ক্র্যাক করার আগে ওপেন না করতে।

Level 2

আরেকটি ভাল টিউন।। 😀

Level New

দারুন টিউন ধন্যবাদ। আরো সুন্দর কিছু চাই।

লিমন ভাই এর মতই আমিও Advanced System Care Ultimate, Baidu pc faster, Auslogics Disk defrag Professional ব্যবহার করি। Advanced System Care Ultimate এর Sister Concern-Iobit Uninstaller যে Leftover file গুলো Detect করতে পারেনা, তা আবার Baidu করতে পারে। এখন দেখতে হবে এটি কেমন। সর্বোপরি সুন্দর টিউনার এর জন্য শুভকামনা আর সুন্দর টিউন এর ধন্যবাদ।

    এতো সুন্দর টিউমেন্টের জন্য অনেক ধন্যবাদ মধু ভাই। ব্যবহার করে দেখবেন কেমন লাগে।

      এক কাজ হয়ে গেল সানিম মাহবীর ফাহাদ ভাই- Medicine File এর থেকে GvrMgr.dll ফাইল টি Copy করে Paste করাইতে পারলাম না। এমন কি System Mechanic Professional থেকে Exit ও হতে পারছিনা। Exit হতে পারলে মনে হয় Copy/Paste Successful হবে। কি করবাম আমি অহন ফাহাদ ভাই, পরামর্শ দেন তো।

        সিস্টিম ট্রে থেকে এক্সিট করতে পারেন অথবা প্রোসেস ম্যানেজার থেকে ক্লোজ করে দেন। সফটওয়্যারটি ওপেন থাকার কারনে ক্র্যাক করা যাচ্ছে না। এছাড়াও কম্পিউটার সেইভ মোডে অন করেও কাজটি করতে পারবেন।

আপনার নির্বাচিত সফটওয়্যার,অসাধারন হবেই !
ব্যবহার করে দেখি…
ধন্যবাদ,ভাই…

এইসব “ইউটিলিটি সফটুর” ইউটিলিটি নিয়াই আমার ঘোরতর সন্দেহ আছে……মুনডায় চায় ইগুলারে শিরিষ কাগজ দিয়া তলায়…………………………..থাক আর কলাম না!! 😈 পিসির কলকব্জা নিয়া নাড়াইতে নাড়াইতে আমার কলকব্জাই নড়বড়ে কইরা ফেলে!!

এটার ওপর ভরসা করতে পারব কিনা বুঝতেছি না….দেখি স্থাপন করে দেখি 😕

ভাগাভাগির জন্য ধইন্যা 🙂

    ইউটিলিটি সফটওয়্যারের উপর ভরসা উঠে গেলে কিছু করার নাই। তবে অন্যন্য ইউটিলিটি সফটওয়্যারগুলোর তুলনায় এটার ফিচার অনেক বেশি। স্থাপন করলে শেকড় গজানোর সমূহ সম্ভাবনা আছে।

    সুন্দর টিউমেন্টের জন্য ধইন্যা 🙂

Level New

Download link কই ভাই? আমি তো দেখতে পারতাছি না 🙁

Level New

পেয়েছি ভাই! ছবির মধ্যেই লিঙ্ক !!!!!!! অস্বাভাবিক !!!!

কাজের সফটওয়্যার তবে অনেক বড় সাইজে।

Vai ” SystemGuardAlerter.exe ” ai tate click/double-click/run-as-adminis… korle to kono kaj e hoy na !!!! Akhon ki korbe ?????

    Vai Amar replay paowa ta khub jo ru ri .

    কয়েক জনের এই সমস্যাটা হয়েছে। তবে আমি এখনো কারন উদঘাটন করতে পারিনি। আমার ব্যর্থতার জন্য দুঃখিত 🙁 কিছু পিসিতে এটা কাজ করছে না।

অনেক ধন্য বস্তা (আপনার কাছ থেকেই শেখা্) । আর আপনার টিউনের অপক্ষোয় থাকি তবে ব্যস্ততার জন্য দেরিতে দেখলাম। . পর্য়াপ্ত ডাটা থাকলে সব নামাইতাম।অনেক ধন্য………

বহু কিছু ইউস করেছি বাট এরকম একটা জিনিস আগে দেখি নাই । Thanks a lot . এটা আমার ৭ এ কাজ করছে । No Problem .

সানিম মাহবীর ফাহাদ: আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। : আপনি নিজেই তো একটা কপি পেস্টার । এই সফটওয়্যার কি আপনি নিজে তৈরি করছেন ? এটা তো অন্যের তা কপি করেই দিছেন । সরাসরি নয় নিজের ভাষায় লিখে ।

    কপি পেস্ট কাকে বলে বুঝেন? পড়াশোনা করেছেন কোনদিন? মনে তো হয় না। আপনার যে মানুষিকতা দেখালেন তাতে মনে হচ্ছে পাঠ্য বই জীবনে পড়েন নাই। কারন সেটাতো নিজে তৈরী করেন নাই! নেগেটিভ কিছু খুঁজে না পেয়ে বেহুদা মন্তব্য করে বসে রইলেন, আবাল আর কাকে বলে।

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

খুব দরকারি পোষ্ট, খুব উপকার হলো ভাই

download dite parsi na,,plzz help

file not found. please update the download link.