হ্যালো সবাই ভালো তো ? আশাকরি সবাই ভালো, জি হ্যাঁ আমিও ভালো ।
আজকে আমি আপনাদের অসাধারণ একটি সফটওয়্যার উপহার দেব যা একসঙ্গে তিনটা কাজ করে, আপনি যদি গেমার হন তাহলে আপনার প্রিয় গেমটি খেলার সময় তা রেকর্ড করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন বা YouYube এ আপলোড করতে পারবেন, এছারাও স্ক্রীন রেকর্ড করে ভিডিও টিউটোরিইয়াল বানাতে পারবেন এবং স্ক্রীন শট নিতে পারবেন তো হল কি না ৩ ইন ১ সফটওয়্যার ।
সফটওয়্যার টির নাম Bandicam, অবশ্যই ফুল ভার্সন দেব । সাইজ মাত্র ১০ এমবি তাই চিন্তা করার কোন কারন নেই।
যে কোন উইন্ডোজ ভার্শন এ কাজ করে উইন্ডোজ ৭, ৮, ৮.১, তবে XP তে টেস্ট করতে পারিনি আশা করি চলবে ।
গেম এবং স্ক্রীন HD ১০৮০p AVI আর MP4 এই দুটি ফর্মেট এ সেভ করা যায় । স্ক্রীন শট JPG, PNG, BMP ফর্মেট এ সেভ করতে পারবেন।
তো চলুন ডাউনলোড করা যাক,
ডাউনলোড শেষ এবার ইন্সটল,
ইন্সটল প্রক্রিয়া অন্য সব সফটওয়ারের মতই প্রথমে "bdcamsetup2.1.1.exe" ফাইল এ ডাবল ক্লিক করেন এবং স্ক্রীন এ দেখান প্রসেস ফলো করুন, Finish এ ক্লিক করার আগে "Run Bandicam" বক্সটি আনচেক করে দিন, নিচের স্ক্রীন শর্ট টি দেখুন ।
এবার ডাউনলোড করা ফাইল এর "Crack" ফোল্ডার থেকে "Bandicam.Crack.exe" ফাইল টি রান করে Crack Bandicam এ ক্লিক করুন ।
**Crack ফাইল টি কে কোন কোন অ্যান্টিভাইরাস ভাইরাস হিসেবে ধরতে পারে তাই কিছুক্ষন এর জন্য অ্যান্টিভাইরাস Disable করে দিন, কিন্তু এটা কোন ভাইরাস নয় চিন্তা করার কোন কারন নেই ।
নীচের মত ম্যাসেজ দেখতে পাবেন Ok করে দিন ।
এবার Crack টিতে Register Bandicam এ ক্লিক করুন
নিচের মত একটি উইন্ডো আসবে Register Bandicam এ ক্লিক করে দিন ।
Bandicam register successfully দেখালে ফুল ভার্সন হয়ে যাবে, ওকে তে ক্লিক করে দিন এবং Crack টি ক্লোজ করে দিন ।
এবার ডেস্কটপ আইকন থেকে Bandicam রান করান, দেখুন ফুল ভার্সন Bandicam
সফটওয়্যার টি মিনিমাইজ করে গেম চালু করে কিবোর্ড থেকে F12 কী প্রেস করলে রেকর্ডিং শুরু হবে Shift+F12 চাপলে পস হবে ।
ভিডিও কোয়ালিটি পরিবর্তন করতে ভিডিও ট্যাব এর Settings এ ক্লিক করুন ।
কোন প্রবলেম হলে জানাবেন।
পোষ্ট টি পড়ার জন্য ধন্যবাদ ।
আজকে এ পর্যন্ত পরের পোষ্ট এ আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন।
আমি Chirantan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
debut is best