গ্রামীণফোনের নিষিদ্ধ নেট!! ২জি এবং ৩জি (পিসি/এন্ড্রয়েড) ** আপডেটেড**

ফ্রি নেট এবং নিষিদ্ধ নেটের মাঝে অবশ্যই পার্থক্য রয়েছে। ফ্রি নেট হচ্ছে কোনো কোম্পানি থেকে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা, আর নিষিদ্ধ নেট হচ্ছে কোম্পানির ক্ষতি সাধন করে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করা। আরো ভালো ভাবে বুঝিয়ে বলতে হলে এটা বলতে পারি যে, ফ্রি নেট হচ্ছে কোম্পানি নিজ থেকেই তাদের গ্রাহকদের জন্য অফার করে, আর নিষিদ্ধ নেট হচ্ছে আমরা মানে ইউজারাই ফ্রি নেট ব্যবহার করার উপায় বের করি! আর নিষিদ্ধ বা বেআইনি বলেই দু দিন পর পর এইসব পদ্ধতি অকেজো হয়ে যায়!

আড়াই বছর আগে যখন প্রথম গ্রামীণফোনের ফ্রি নেট পিসির জন্য টেকটিউনস এবং অন্যান্য ব্লগে প্রকাশ করি তখন সেটাকে জিপিএমএমএস টিক্স নামেই সবাই পরিচিত করে তোলে। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেটি!! আর ইন্টারনেটে প্রকাশের আগে আমি নিজে তিন মাস ওই জিপিএমএমএস টিক্সের মাধ্যমে নেট ব্যবহার করে দেখেছি, কিন্তু টেকটিউনসে প্রকাশের মাত্র ৮/৯ ঘন্টার মধ্যেই গ্রামীণফোন সেটিকে ৩ মিনিট পর পর নেট ডিসকানেক্ট এর ব্যবস্থা করে দেয়! আমার এখনো মনে আছে সেদিন সকাল বেলা টিক্সটা পোষ্ট করেছিলাম আর রাত থেকেই ওই অবস্থা!

যাই হোক, এবার টিউনে আসি, গ্রামীণফোনের নিষিদ্ধ নেট পদ্ধতি নিয়ে আমি আবারো চলে এলাম, বলতে গেলে বলা যায় যে বাধ্য হয়েই ফিরে এলাম, কারণ এখন জিপির কোনো একটিভ নিষিদ্ধ নেট পদ্ধতি নেই। অনান্য সাইটে ফেসবুক ভিক্তিক পদ্ধতি রয়েছে যেগুলো ফেসবুকের মতোই রাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকে! তবে এবার আর কোনো সমস্যা নয়!

বিঃদ্রঃ

> পিসি, এন্ড্রয়েড, জাভা, সিম্বিয়ান যেই ডিভাইসেই এই পদ্ধতিটা ব্যবহার করেন না কেন, অবশ্যই আপনার জিপি সিমে কোনো ব্যালেন্স এবং মেগাবাইট রাখবেন না অথবা মেগাবাইট এবং ব্যালেন্সযুক্ত সিমে এই পদ্ধতি অনুসরণ করবেন না। কারণ এতে আপনার মেগাবাইট / ব্যালেন্স খেয়ে যাবে!!

এবার মূল টিউনে আসি ; ; ; ;

কম্পিউটারের জন্যঃ

কম্পিউটারে গ্রামীণফোনের নিষিদ্ধ নেট ব্যবহার করতে হলে আপনার দরকার একটি গ্রামীণফোন মোডেম, ব্যালেন্স এবং মেগাবাইট বিহীন একটি জিপি সিম, অথবা আপনার মোডেমের ইন্টারনেট সিমটিও ব্যবহার করতে পারেন। আর ৩জি একটিভ করে নিন উপরের পদ্ধতি অনুসারে।

এবার আপনার মোডেমে একটি কাস্টম কনফিগারেশন করে নিন এভাবেঃ

> APN অপশনে সিলেক্ট করুন Static এবং APN ঘরে লিখুন gpwap (ছোট অক্ষরের)।  এবার এটি GPWAP নামে সেভ করুন।

> এবার GPWAP প্রোফাইল দিয়ে নেট কানেক্ট করুন।

 

>  এবার দুটি সফট ডাউনলোড করে নিনঃ

আপডেটেড লিংকঃ

http://www.mediafire.com/download/psdsj4f02jl9hs3/all+in+one.zip

 

এই ফাইলে সিম্পল সার্ভার এবং প্রোক্সিফায়ার আগে থেকেই কনফিগ করে রাখা আছে। আপনি শুধু ফাইলটি আনজিপ করে সিম্পল সার্ভার এবং প্রোক্সিফায়ার প্রোগ্রাম দুটি মিনিমাইজ করে ইন্টারনেট ব্যবহার করবেন। প্রোক্সিফায়ারের কারণে আপনাকে আর কোনো ব্রাউজারে আলাদা করে প্রোক্সি / পোর্ট বসাতে হবে না।

তবে এন্টিভাইরাস আপডেটিং এবং টরেন্ট ডাউনলোডের ক্ষেত্রে আপনি নিজে থেকে কনফিগ করে নিন। প্রোক্সি দিবেন ১২৭.০.০.১ এবং পোর্ট দিবেন ৮০৮০। তবে আমি প্রোক্সিফায়ার দিয়ে প্রায় সব কাজই করতে পারি । এভাষ্ট এন্টিভাইরাস এবং নরটন এন্টিভাইরাসে আলাদা প্রোক্সি সিস্টেম রয়েছে, সেখানে গিয়ে প্রোক্সি দিবেন ১২৭.০.০.১ এবং পোর্ট দিবেন ৮০৮০ (যদি প্রোক্সিফায়ার কাজ না করে)। আর টরেন্ট নামানোর জন্য Utorrent Plus ব্যবহার করুন। কখনো বেটা বা ফ্রি সংস্করণটি ব্যবহার করবেন না। আর Utorrent Plus য়েও আলাদা করে প্রোক্সি সিস্টেম রয়েছে, সেখানে গিয়ে প্রোক্সি দিবেন ১২৭.০.০.১ এবং পোর্ট দিবেন ৮০৮০ (যদি প্রোক্সিফায়ার কাজ না করে)।

 

 

> এবার নিশ্চিন্তে গ্রামীণফোনের নিষিদ্ধ নেট ব্যবহার করতে থাকুন। প্রোক্সিফায়ার এবং সিম্পল সার্ভার চালু রেখে আপনি এন্টিভাইরাস আপডেট, নেট ব্রাউজিং, আইডিএম দিয়ে ডাউনলোডিং, এবং অনলাইনে গেমস খেলতে পারবেন।

এন্ড্রয়েডের জন্য (২জি):

জিপি ২জি তে এন্ড্রয়েডের জন্য নিষিদ্ধ নেট চালতে হলে প্রথমে আপনাকে আপনার এন্ড্রয়েড সেটে একটি কাস্টম একসেস পয়েন্ট কনফিগ করে নিতে হবে।

> এর জন্য আপনার এন্ড্রয়েড সেটের সেটিং অপশনে যান

আপনার এন্ড্রয়েড সেটের সেটিং অপশনে যান

> Connections ট্যাব থেকে More Networks অপশনে ক্লিক করুন

Connections ট্যাব থেকে More Networks অপশনে ক্লিক করুন

> Mobile Networks অপশনে ক্লিক করুন

> Access Point Names অপশনে ক্লিক করুন

Access Point Names অপশনে ক্লিক করুন

> এখানে একটি নতুন apn তৈরি করুন

একটি নতুন apn তৈরি করুন

> apn দিন gpwap, Proxy দিন 127.0.0.1 এবং Port দিন 8080 এবার এই কনফিগ সেভ করুন এবং এই এপিএনটি একটিভ রাখুন। কখনো একসাথে দুটো apn একটিভ রাখবেন না

> এবার Qpython এপপ টি ডাউনলোড করে ইন্সটল দিন : http://www.appsapk.com/qpython-python-for-android/

> ইন্সটল দেবার পর এই ফাইলটি ডাউনলোড করুনঃ http://www.2shared.com/file/UKecco3F/Android.html

> ফাইল টি আনজিপ করার পর  একটি ফোল্ডার (com.hipipal.qpyplus) এবং একটি ফাইল (SimpleServer.ini) পাবেন। এই দুটোকে আপনার এন্ড্রয়েডের ফোন মেমোরি এবং এসডি কার্ডে কপি পেষ্ট করুন।

> এবার Qpython এপপ টি চালু করুন

Qpython এপপ টি চালু করুন

> চালু করার পর্দার ডান দিকের উপরে তিনটি ব্লক আইকন পাবেন, সেটিতে ক্লিক করুন (ছবি অনুসারে)

ডান দিকের উপরে তিনটি ব্লক আইকন পাবেন, সেটিতে ক্লিক করুন

> সেটিং মেনু আসলে সেখান থেকে Default Program অপশনে ক্লিক করুন

Default Program অপশনে ক্লিক করুন

> নতুন ট্যাব আসবে । সেখান থেকে Set From Projects অপশনে ক্লিক করুন।

Set From Projects অপশনে ক্লিক করুন।

> নতুন ট্যাব আসলে সেখান থেকে “গেমওয়ালা মোড” অপশনে ক্লিক করুন।

“গেমওয়ালা মোড” অপশনে ক্লিক করুন।

> ডিফল্ট ভাবে আমার মোডটি সিলেক্ট হয়েছে। এটা করে নিলাম কারন এরপর থেকে বার বার মোডটি সিলেক্ট করার দরকার হবে না।

ডিফল্ট ভাবে আমার মোডটি সিলেক্ট হয়েছে।

> এবার Qpython এপপ টি রির্স্টাট দিন। আবারো চালু করার পর Qpython আইকনে চাপুনঃ

Qpython আইকনে চাপুনঃ

> কিছুক্ষণের মধ্যে একটি কনসোলে এই লেখা দেখতে পাবেন

এবার Qpython এপপটি মিনিমাইজ করে রাখুন (মোবাইল মাঝের স্পেস বাটনটি চেপে)। আর এবার জিপি নিষিদ্ধ নেট ব্যবহার করুন যেকোনো ব্রাউজারে!

তবে ডাউনলোড করার জন্য UC 8.6 ব্রাউজারটি ব্যবহার করতে পারেন। লিংকঃ http://www.datafilehost.com/d/39899fd2

 এন্ড্রয়েডের জন্য (৩জি):

৩জিতে যেমন স্পিড বেশি তেমনি ঝামেলাও বেশি। কারণ আপনাকে ৫টাকা খরচ করে একটি ৩জি নেট প্যাক নিতে হবে এবং সবসময় ডাটা কানেটশন অন করে রাখতে হবে। কোনো কারণে ডাটা কানেটশন অফ হয়ে গেলে কিংবা মোবাইলের চার্জ শেষ হয়ে সেট অফ হয়ে গেলেই আর নেট কাজ করবে না।

তাই ৩জি স্পিডে নিষিদ্ধ নেট ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে একটি ৩জি প্যাক একটিভ করতে হবে। আর নিচে একটি টিক্স দিয়ে দিচ্ছি যেটার মাধ্যমে ৫টাকা পুরো একমাস ৫১২ কেবিপিএস এর স্পিডে ৩জি প্যাকেজ উপভোগ করতে পারবেন।

৫ টাকায় এক মাস মেয়াদে আনলিমিটেড ৩জি প্যাকেজ (৫১২কেবিপিএস) উপভোগ করতে হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ

>> এ জন্য আপনার মোবাইলে ১০ টাকা রিচার্জ করতে পারেন, কারণ আমার জানা মতে ৫টাকা ফ্রেক্সি কেউ দিবে না :p <<

১। প্রথমে আপনার মোবাইল বা মোডেম থেকে ডায়াল করুন *১১১*৬*১*৩*১*১# । কিছুক্ষণের মধ্যে আপনার ডিভাইসে ৩টি মেসেজ আসবে জিপি থেকে।

২।  মেসেজ আসা শেষ হলে আবারো আপনার ডিভাইস থেকে ডায়াল করুন *১১১*৬*১*৩*১*৪#। আবারো কিছুক্ষণের মধ্যে আপনার ডিভাইসে ৩টি মেসেজ আসবে জিপি থেকে।

৩। মেসেজ আসা শেষ হলে শেষ বারের মতো আপনার ডিভাইস থেকে ডায়াল করুন *১১১*৬*১*১*১*১#। আবারো কিছুক্ষণের মধ্যে আপনার ডিভাইসে ৩টি মেসেজ আসবে জিপি থেকে।

ব্যাস! মেসেজ আসা শেষ হলে আপনার ডিভাইসটি রির্স্টাট দিন। এরপর *৫৬৬*১০# ডায়াল করে মেগাবাইট এবং মেয়াদ দেখুন! পুরো এক মাসের মেয়াদ পেলেন, আর কম মেগাবাইট দেখে মন খারাপ নাকি?? আজকের এই পদ্ধতি ব্যবহার করে পুরো মাস আনলিমিটেড ৩জি নেট চালাতে পারবেন।

বিঃদ্রঃ প্রথম বার ডাটা কানেকশন অন করার পর পরবর্তী এক মাস ডাটা কানেকশন অফ করা যাবে না! তাহলে এই পদ্ধতিটি একটিভ থাকবে না।

এই পদ্ধতিতে আপনাকে এক্সট্রা কোনো Access Point কাস্টমাইজ করতে হবে না। আপনি gpinternet বা ডিফল্ট কনফিগারেশন দিয়েই নেট ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র Qpython প্রোগ্রামটি চালু রাখতে হবে ।

আর ৩জিতে বোনাস সুবিধা হলো, এটি দিয়ে গুগুল প্লে স্টোর সহ এন্ড্রয়েডের সকল এপপ চালাতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। সেখানে ২জি সিস্টেমে শুধু ব্রাউজিং এবং নিদির্স্ট কয়েকটি ব্রাউজার দিয়ে ডাউনলোড করা যায়।

আর ৩জিতে একটিই মাত্র অসুবিধা, মেয়াদ থাকা পর্যন্ত এন্ড্রয়েডের ডাটা কানেক্টশন অফ করা যাবে না।

বর্তমানে আমার হাতে কোনো জাভা এবং সিম্বিয়ান সেট নেই বিধায় ওই ডিভাইসগুলোর জন্য আজ কোনো জিপি নিষিদ্ধ নেট এর টিক্স দিতে পারছি না। তবে কথা দিচ্ছি, সামনে কোনো একদিন জাভা এবং সিম্বিয়ান এবং আইওএস ডিভাইস গুলোর জন্য জিপি নিষিদ্ধ নেট নিয়ে আমি আবারো আসবো!

কার্টেসি :

> Qpython এর জন্য মূল প্রোগ্রামি করেছেন প্রান্ত ভাই।

> Simple Server.ini ফাইলটি শেয়ার করেছেন কবির ভাই।

> UC 8.6 ব্রাউজারটির লিংক এবং Qpython এর লিংক নেওয়া হয়েছে “বুটেবল ইশরাক” এর এই টিউন থেকে : https://www.techtunes.io/internet/tune-id/304977

> ৫ টাকায় এক মাস ৩জি নেট টিক্সটি নেওয়া হয়েছে “গোলাম সারোয়ার শুভ” এর একটি ফেসবুক গ্রুপের পোষ্ট থেকে

নিষিদ্ধ ইন্টারনেটের দুনিয়ায় স্বাগতম!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vaiya, কস্ট কইরা datafilehost এ ফাইল ২ টা আপলোড কইরা দেন । প্লিজ ।আর thank u for this tune

Level 0

ভাই কাজ হয়েছে, কিন্তু Torrent ডাউনলোড করব কিভাবে? বললে ভাল হয়।

Vai link is not working. Datafilehost a dan jodi paren. Ar ss oneket kachei ace. Tai config file ta alada vabe dileo valo hoy

Level 0

vai gpmms trick ki apni ber korsilen?

Level 0

ভাই ব্রাউজার আর IDM ছাড়া আর কোন Software কানেক্ট হয় না (এনটিভাইরাস, গেমস)

অসাধারণ মনে হল টিউন দেখে, যদি কাজ হয় তাহলে একটা BIG Thank you.

ধন্যবাদ ভাই চলে। কিন্তু একটু স্লো মনে হচ্ছে।

Edge Modem ( 2g te) a kaj korbe kina..Bolle khushi hotam..thanks all Bro

    Level 0

    আমার Techno EDGE Modem এ কাজ করে। আপনারটাতেও করার কথা।

https site visit kora jay na

ভাই আমি আপনার সব টিক ফলে করি। 🙂 এটা যদি হয় আপন্কে অনেক ধন্যবাদ

Level 0

vaia tk thakle tk ses hoye jabe confirm??

ভাইয়া 3G ট্রিকসটাতো কাজ করছে না। শুধু লোডিং দেখাচ্ছে। একটু হেল্প করবেন কি?

Level 0

vay android 3g trick kaj kore na.

ডাওনলোড এর জন্য অন্য লিংক দিবেন প্লিজ ।

Level 0

vai, pc er jnno simple serverta download kora jasse na… file nai…

Level 0

vai, simple server er new link den….

vai sob thik moto korlam.kintu kaj hocche na.kichukkhon speed tane erpor abar ekdom zero hoye thake.echara idm & browser’e proxy na bosale kaj hoyna (For PC)

    আগেই বলেছি, সবার ক্ষেত্রে এটা কাজ করবে না।

Level 0

amr to kisu e hosse na vai…

ফাহাদ ভাই কাজ হয়ছে । Download speed 60-80kbps (পিসি)

Level 0

sojib vai, browser e ki proxy set kora lage???

ভাইয়া প্রোক্সিফায়ার সফটওয়্যারটি download করা যাচ্ছে না ।

    @Asaduzzaman Sohel: আমি এই মাএ ডাউনলোড করলাম ডাউনলোড লিংকে গিগে Password টা টাইপ করেন।

“গেমওয়ালা ভাই‍‍” কম্পিউটারের জন্য Mozilla বা অন্য কোন টাতে Proxy code বসাতে হবে না???

    প্রোক্সিফায়ারের কাজই তো এটা, যাতে আপনাকে আর কষ্ট করে কোনো ব্রাউজারে প্রোক্সি বসাতে না হয় 🙂

হ্যা । Morzila and IDM proxy 127.0.0.1 and port 8080 . #
smn vai

ভাই খুব ভাল টিউন মনে হচ্ছে।কাজ করলে ধন্যবাদ।সুন্দর ভাবে লিখার জন্য আবারও ধন্যবাদ।

ভাই প্রক্সি ফায়ার আর সিম্পলি সার্ভার ডাউনলোড করা যাচ্ছে না।
প্লিজ লিংক টিক করেন

কি আর কমু যহন দেখলাম গেমওয়ালা ভাই টিউন করসে মনে করলাম আবার ভাল কইরা ফ্রি চালামু কিন্তু এ কি এইত দেহি অনেক আগের সার্ভারসেই ফ্রন্ট query তে zero.wikipedia মটেও স্পিড পাচ্ছি না আশা করি সেই জিপি এমএমএস এর মত ঐতিহাসিক টিউন করবেন যেইডা সবাই নিজের নামে চালায় দিয়া ক্রেডিট নিচিল আর যা দিয়া দিয়া সেই বাশ দিসিলাম (ও ভি কিয়া টাইম থা 😀 )। ভাই আবার একটা ভাল ট্রিক বের করেন জাহিদ ভাইএর পর আবার কোন বড় ভাইয়ের ফ্রি নেট এর oh sryy নিষিদ্ধ নেট!! এর টিউন দেইক্ষা আশা জাগসিল কিন্তু কাজে দিল না জাক ভাই অনেক কিছু কইলাম dont মাইন্ড

Level 0

ধন্যবাদ গেমওয়ালা ভাই আবারো ফ্রি নেটের জন্য। যারা ডাউনলোড করতে পারছেন এমন এক জায়গায় আপলোড করেন যাতে মোবাইল দিয়ে ডাউনলোড করতে পারি । শুধু .ini দিলেই চলবে । অথবা এই কমেন্ট বক্সেই কনফিগারেশনটা কপি পেস্ট মারেন যাতে আমরা নোটপ্যাড দিয়ে .ini file তৈরি করতে পারি ।

vai pc ar softweare 2ta download hosse na

ডাউনলোড হয় না। লিঙ্কটা মিডিয়া ফাইয়ারে আপলোড করে দেন।

not working …. plz help for pc

    ভালো করে প্রতিটি স্টেপ অনুসরণ করুন। তবে কারো কারো কাজ নাও করতে পারো

Level New

অনেকদিন পর ফ্রি নেন চালানোর জন্য ট্রাই করলাম। android 2g তে সফল হলাম। কিন্তু স্পিডতো ভাই P1।
তবে ধন্যবাদ। কানা মামাই ভাল
তবে দেখার বিসয়
কতদিন চলে

Level New

অনেকদিন পর ফ্রি নেট চালানোর জন্য ট্রাই করলাম। android 2g তে সফল হলাম। কিন্তু স্পিডতো ভাই P1।
তবে ধন্যবাদ। কানা মামাই ভাল
তবে দেখার বিসয়
কতদিন চলে

পিসিতে ট্রাই করলাম proxyfire open করলে চলে না । proxyfire ছাড়া ব্রাউজারে proxy দিলে চলে কিন্তু speed নাই বললেই চলে । আর https site চলে না । একটা সমাধান ভাই @গেমওয়ালা

Level 0

Qpython ki google play theke download korleo kaj hobe?? apnar download link ta kaj korche na

Level 0

ভাই সব ব্রাউজারে কাজ হবে কী।

@গেমওয়ালা ভাই প্রক্সি ফায়ার ওপেন করলে নেট চলে না ব্রাউজার সেটিং করলে চলে তা না চলার মতোই।
সাহায্য চাই।

যারা ভালো speed পাইতেছে তারা কোন প্যাকেজ এ আছেন ?

@গেমওয়ালা ভাই প্রক্সি ফায়ার ওপেন করলে নেট চলে না ব্রাউজার সেটিং করলে চলে তা না চলার মতোই।
সাহায্য চাই।

আর ভাই konta আগে চালু করা লাগবে বলেন proxyfire না simple surver

ভাই পিসির সব কিছু ঠিক আছে। ডাউনলোড ও হয়। কিন্তু কিছুক্ষন পরপর মডেম ডিস্কানেক্ট হয়ে যায়। এটার কি কোন সমাধান আছে???

amar proxifier er e ekta file missing dekhay.ki korbo?

ভাই একটা কথা বলি আপ্নারা যতই try করেন না কেন স্পিড পাবেন কারন এই সার্ভার এর জান ত শেষ । কমেন্ট দেখলেই তের পাবেন যে কার কাজ করলেও স্পিড ড্রপ করে আমার কাসে একটা portable প্রক্সি আসে কিন্তু ভায় সময়ের অভাবে দিতা পারতাসি না টেস্ট পরীক্ষা চলতাসে আর ভয় লাগে টেকটিউন্স এ দিলেই সবাই নিজের নামে চালায় বিভিন্ন সাইট এ আর দুই তিন দিনেই স্পিড শেষ তবে আমার টাতে আশা করা যায় একটা কাহিনি করে সবাই এই আরামে চালাইতে পারবেন এখন অনেকেই বলবেন যে share করি না কেন কারন আপ্নারা উপরে already জাইন্নাই গেসেন তহ ! আমারে একটু সময় দেন ২৯ তারিখ টেস্ট শেষ হইব Till then just wait 😀

Qpython app এর সাথেরর ফাইল টি Download হচ্ছে না।
লিঙ্কটি আবার দেবেন প্লিজ।

GP 2G চালানোর জন্য।