এক সাথে যত খুশি ততো ই-মেইল চেক করুন ডেস্কটপ থেকে! প্রয়োজনীয় না হলে মূল্য ফেরত

টিউন বিভাগ নির্বাচিত
প্রকাশিত
জোসস করেছেন

কেমন আছেন সবাই? আপনাদের দোয়ায় আমি ভাল আছি। আজকে আপনাদের জন্য বেশ কাজের একটা সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি। তবে আগেই বলে নিচ্ছি মুল্য ফেরত কিন্তু ভার্চুয়ালি কারন লাখ লাখ টাকার সফটওয়্যার আপনারাও পাচ্ছেন মাগনা আর আমরা যারা এগুলা দিচ্ছি তাও কিন্তু মাগনা! মানে সব কিছুই ভার্চুয়ালি। মুল্যের কথাটা প্রদর্শনী ব্যতীত অন্য কিছু নয়।

এবার কাজের কথায় আসি। যে সফটওয়্যারটির কথা বলছি তার নাম হলো Multi Email Notifier। নাম দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এর কাজ কি। তারপরেও বলছি এটির কাজ হলো আপনার বিভিন্ন ইমেইল আইডিতে নতুন ইমেইল আসা মাত্রই শব্দ এবং ডেস্কটপ এলার্টের মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণ করা। অর্থাৎ আপনার যদি একাধিক আইডি থাকে তাহলে বারবার কষ্ট করে লগ ইনের ঝামেলা করতে হবে না।

এই সফটওয়্যারটি আপনার সকল ইমেইল আইডির নতুন ইমেইল গুলো শো করবে। আর এর জন্য আপনাকে কিছুই করতে হবে না। শুধু প্রথমে একবার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রাখলেই হবে। তারপর অটোমেটিক ১০ মিনিট পর পর চেক করে আপনাকে জানিয়ে দিবে আপনার কোন নতুন মেইল এসেছে কিনা।

আরও যেসব সুবিধা পাবেন

জনপ্রিয় সব ইমেইল প্রভাইডারের সাপোর্ট। যেমনঃ

  1. Gmail
  2. Hotmail
  3. Live
  4. Yahoo
  • অটোমেটিক ১০ মিনিট পর পর ইমেইল চেক।
  • সাব্জেক্ট, প্রেরক এবং সময় দেখার সুযোগ সাথে সাথেই।
  • পছন্দ অনুযায়ি সাউন্ড সিলেক্ট করা।
  • আনলিমিটেড ইমেইল আইডি যুক্ত করার সুবিধা।
  • সর্বোচ্চ নিরাপদ সিকিউরিটি সিস্টেম।
  • ইমেইল বেক আপ রাখার সুবিধা।

এছাড়াও আরো কত কি!

অপারেটিং সিস্টেমঃ

Windows ME, 2000, XP, 2003, Vista, Windows 7

ডাউনলোড

প্রোডাক্ট পাতা: http://www.multiemailnotifier.com

আশাকরি সবার কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হাসান ভাই কি কমু !

জট্টিল……………….. 😛

ভাই অনেক ধন্যবাদ

Level 0

দারুন জিনিষতো রে ভাই, ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

অসাধারণ হয়েছে!!!! অনেক অনেক ধন্যবাদ 😀

কি জিনিস দিলেন ভাই ভাষায় প্রকাশ করতে পারব না । ধন্যবাদ আপনাকে ।

ধারুন একটা জিনিস দিলা আগে ডাউনলোড দিয়া তারপর কমেন্ট করলাম,তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন।

    প্যাচ কিভাবে কাজ করতে হবে এবং কোথায় চেক করব রেজিষ্টেশন হইছে।

    প্যাচ করার আগে সফটওয়্যারটি ক্লোজ করে নিন। তারপর যেখানে exe ফাইলটা আছে তা দেখিয়ে দিন। এরপর প্যাচ করুন।
    ধন্যবাদ।

Level New

ধন্যবাদ হাসান যোবায়ের ভাই, অসাধারন টিউন 😛

ভাই আমি কিন্তু নিচেরটি দিয়ে কাজ করি —-
https://www.techtunes.io/internet/tune-id/14821/
আপনারটা মজা এবার উপভোগ করে দেখি কেমন লাগে….

Level 0

তবে আমি মনে করি থার্ড পার্টি সফট তাই পাশয়ার্ড চুরি স্কোপ খুব বেশি
ধন্যবাদ আপনার টিউন্টির জন্য

ভাল হাসান ভাই, চালিয়ে জান

সবার জন্যই প্রয়োজনীয় একটি টিউন । শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ 🙂 🙂

হাসান যোবায়ের ভাই , আমাকে কি প্যাচ ফাইল সম্পকে বিস্তারিত লিখবেন – কিভাবে প্যাচ ফাইলটি শেয়ার করিয়ে দিব প্লিজ আমাকে একটু জানান-
আমারটা কাজ করছে না । ধন্যবাদ আপনাকে ।

    প্যাচ করার আগে সফটওয়্যারটি ক্লোজ করে নিন। তারপর যেখানে exe ফাইলটা আছে তা দেখিয়ে দিন। এরপর প্যাচ করুন।
    ধন্যবাদ। 😀

    Thanks a lot.

এক কথায় জটিল!!!!!!!!!!! 🙂

খুব কাজের একটা সফ্টওয়্যার ভাই আপনাকে অশেষ ধন্যবাদ।

Level 0

অশেষ ধন্যবাদ আপনাকে খুব কাজের একটা সফ্টওয়্যার ।

Level 0

হাসান ভাইয়া আপনাকে অশেষ ধন্যবাদ।

Level New

Mozilla Thunderbird is way more flexible and secure

জটিল হইছে হাসান ভাই। 🙂 🙂

টেকটিউনস কর্তৃপক্ষ কে অশেষ ধন্যবাদ নির্বাচিত করার জন্য।

থ্যাঙ্ক ইউ। আমার খুব কাজে লাগবে। কিন্তু এটা কি শুধু নোটিফায়ার? মানে বিস্তারিত ই-মেইল পড়া যায় না?

Ami lucky fm ar sathe akmot,
1.Q.Ai software ta ki verify?
2.Q.Password churi hole ke dai e thakbe?
3.Q.3rd party software ta kotodin amader seba dibe ?

    এটা সম্পূর্ন আপনার উপর নির্ভর করছে। সফটওয়্যারটা কতটা নিরাপদ তা আপনি প্রডাক্ট পেজ দেখে খুব সহজেই বুঝতে পারেন।
    আপনি যতদিন ব্যবহার করবেন ততোদিন সেবা দিবে।
    ধন্যবাদ।

    Darun ans diasen…Apnar tulona hoy na…Thanks..

Level 0

কি ব্যাপার ভাই কাজ তো করে না
zamil ভাইর প্রশ্ন গুলোর উত্তর দিয়েন ।

যোবায়ের ভাই আপনি কি আপনার firfox bookmarks টা শেয়ার করবেন?
আমি আমার bookmarks গুলো হারিয়ে ফেলেছি কারণ, আমাকে আমার computer কে format মারতে হয়েছে। দিলে উপকার হতো।
আমার email: [email protected]

হাসান ভাই অনেক ধন্যবাদ আপনাকে।চমৎকার টিউন হয়েছে।

খুবই ভাল একটা সফট এই রকম সফট আমি অনেক দিন থেকেই খুজছিলাম,ধন্যবাদ সুন্দর একটা টিউন করার জন্য

josh একটা সফটওয়্যার। অনেকটা মোবাইলের মতো। কল আসলেই রিংটোন বাজে 😀 😀 😀

আনেক টুলস বারেই মেইল নোটিফিকেশন থাকে, যেমন 1) goongoon toolsbar 2) brothersoft toolsbar ইত্যাদি। আমার কাছে (Radio ) goongoon toolsbar টা খুবই পছন্দ, কারন অনেক কম ইনটারনেট স্পিডে গাঁন শোনা যায়, বারটির সাথে মিডিয়া প্লেয়ার, ক্যালকুলেটর, নোটপ্যাড, এম.এস.ওয়াড ইত্যাদি যুক্ত করা যায় আনেক ছোট একটি সফট, আর একটিভ সিস্টেমটা অনেক সহজ। আপনার টিপস টায় আছে এত গুন ! তার পরও Downlode করব, আর ভাল লাগলে নিস্চই বলবো।………আপাদত thanks……..

    ধন্যবাদ মুরাদ ভাই।
    ঐ টুলবারে কি ৫টা মেইল যোগ করা যায় একসাথে?
    আর এখানে যত খুশি মেইল যোগ করা যায়।

    Downlode করে ব্যবহার করতেছী আপনার ৫.৫ মে.বা. এর সফটটি। সবকিছু পারছি সমস্য করেনী। আপনাকে ১০০% থ্যাংকস।

    Internet Explorer ব্যবহার না করেকি Mozilla Firefox ব্যবহার করা যায় ?

    আপাতত মজিলা দিয়ে করা যাচ্ছে না।

হ্যাকারদের সাথে যারা নিত্য সংগ্রাম করেন তাদের জন্য এই সফ্টওয়্যার ব্যবহার করা উচিত কি না জানাবেন???

Level 0

ভাই এত সুন্দর সুন্দর জিনিষের খোঁজ পান কই?

Level 0

আমি ফায়ারফক্স ব্যাবহার করি । আমি কোন মেইলই চেক করতে পারিনি । ভাই একটু কষ্ট করে সমাধান দিবেন।

Level 0

ভাইয়া, আপনি এসবের খুজ পান কোথা থেকে। ধন্যবাদ আপনাকে

নাইচ ১ টা চুম্মা নেন

It was so Informative

Wow, Really You Are Providing Very Good Information If you want to get education and trending updates! Thank You For This Information.