আস সালামু আলাইকুম
টেক বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। অনেক দিন পর নতুন একটি টিউন নিয়ে আসলাম। আশা করি কাজে লাগবে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ mCash মোবাইল ব্যাংকিং চালু করছে আগামী ২৭ দিসেম্বর থেকে। DBBL Mobile Banking
ও Bikash হতে অনেক সাশ্রয়ী।
Islami Bank mCash এর সুবিধা সমুহঃ
ñ দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন ও ৩৬৫ দিন ব্যাংকিং সুবিধা
ñ শাখাবিহীন ব্যাংকিং সুবিধা
ñ দেশের যেকোন স্থান হতে ব্যাংকিং সেবা গ্রহন সম্ভব
ñ বিদেশ হতে অল্প সময়ে সরাসরি মোবাইল একাউন্টে অর্থ প্রেরণ
ñ ব্যাংকিং সুবিধা বঞ্চিতদের জন্য ব্যাংকিং সুবিধা গ্রহনের ব্যবস্থা
ñ সর্বাধিক ও অধিকতর নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা
ñ প্রায় সকল কার্যক্রমে ব্যাংক লেনদেনের সুযোগ সৃস্টি করা
Islami Bank mCash এর সেবা সমুহঃ
ñ স্বল্প সময়ে গ্রাহকের একাউন্ট খোলা
ñ বিদেশ হতে অর্থ প্রেরণ ও গ্রহণ
ñ নগদ টাকা জমা
ñ নগদ টাকা উত্তোলন
ñ এক একাউন্ট হতে অন্য একাউন্টে অর্থ স্থানান্তর
ñ একাউন্টের ব্যালান্স জানা
ñ বেতন/ভাতা প্রেরণ ও গ্রহণ
ñ মোবাইল টপ-আপ (রিচার্জ)
ñ পণ্য ক্রয়-বিক্রয়
ñ যেকোন মোবাইল ফোন ও সিম ব্যবহার করে এই সুবিধা গ্রহণ
ñ শুধুমাত্র ২০ টাকা জমা দিয়েই একাউন্ট খোলা যায়
ñ ব্যাংকের অন্যান্য একাউন্টের সাথে লেনদেনের (জমা, উত্তোলণ, হস্তান্তর) ব্যবস্থা
Islami Bank mCash এর একাউন্ট খোলা ও লেনদেনঃ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ মনোনীত যেকোন এজেন্ট, ব্যাংকের যেকোন শাখা এবং mCash চুক্তিবদ্ধ মোবাইল ফোন কোম্পানী কর্তৃক
মনোনীত যেকোন এজেন্ট এর কাছে একাউন্ট খোলা ও লেনদেন করা যাবে। এজেন্টের কাছে খোলার ফরম পাওয়া যাবে। এই একাউন্ট খোলার
ফরম পূরণ করে ২০ টাকা জমা দিয়ে একাউন্ট খোলা যাবে। একাউন্ট খোলার জন্য যা লাগবেঃ
ñ ১ কপি পাসপোর্ট সাইজের ছবি
ñ জাতীয় পরিচয় পত্র/ নাগরিক সনদ পত্র/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্ট এর ফটোকপি
এজেন্ট/ কর্মকর্তা গ্রাহকের তথ্যাবলীর মাধ্যমে গ্রাহকের মোবাইল একাউন্ট খুলবেন এবং গ্রাহকের মোবাইলে সাথে সাথে একটি SMS যাবে।
গ্রাহকের মোবাইল নাম্বারটির সাথে একটি Cheek ডিজিট যুক্ত হয়ে মোট ১২ সংখ্যার একটি মোবাইল একাউন্ট হবে।
এরপর গ্রাহকের মোবাইল ফোনে একটি ফোন আসবে এবং গ্রাহককে গোপন ৪ ডিজিটের PIN দিতে বলবে। গ্রাহক তার নিজসব চার ডিজিটের
PIN দিবেন এবং এই PIN ই পরবর্তীতে তার লেনদেনের জন্য গোপন PIN হিসেবে কাজ করবে। এই অবস্থায় গ্রাহক তার মোবাইল
একাউন্টে টাকা জমা দিতে পারবে।
মোবাইল একাউন্টে লেনদেনের সীমাঃ
* দৈনিক জমা | : | সর্ব্বোচ্চ ৫ বার |
* দৈনিক উত্তোলন | : | সর্ব্বোচ্চ ৫ বার |
দৈনিক অর্থ স্থানান্তর | : | সর্ব্বোচ্চ ১০ বার |
দৈনিক জমার পরিমাণ | : | ৫০-২৫,০০০ টাকা |
দৈনিক উত্তোলণের পরিমাণ | : | ৫০-২৫,০০০ টাকা |
দৈনিক স্থানান্তরের পরিমাণ | : | ১০-৫,০০০ টাকা |
মাসিক মোট জমা | : | সর্ব্বোচ্চ ৩০ বার |
মাসিক মোট উত্তোলন | : | সর্ব্বোচ্চ ১৫ বার |
মাসিক মোট অর্থ স্থানান্তর | : | সর্ব্বোচ্চ ১০০ বার |
মাসিক জমার পরিমাণ | : | ৩,০০,০০০ টাকা |
মাসিক উত্তোলণের পরিমাণ | : | ১,৫০,০০০ টাকা |
মাসিক স্থানান্তরের পরিমাণ | : | ১,০০,০০০ টাকা |
মোবাইল একাউন্টে লেনদেনের সার্ভিস চার্জঃ
ñ একাউন্ট খোলাঃ ফ্রি
ñ বৈদেশিক অর্থ জমাঃ ফ্রি
ñ বেতন ভাতা গ্রহনঃ ফ্রি
ñ মোবাইল টপ-আপ (রিচার্জ)- ফ্রি
ñ একাউন্ট ব্যালান্স চেকঃ ফ্রি
ñ অর্থ জমাঃ ফ্রি
ñ অর্থ উত্তোলনঃ ১০-১০০০ টাকা পর্যন্ত ১০ টাকা ১০০১-২৫,০০০ টাকা পর্যন্ত ১% হারে
ñ মার্চেন্ট পেমেন্টঃ ফ্রি
আরো বিস্তারিত জানতে নিকটস্থ ইসলামী ব্যাংক এর যেকোন শাখা অথবা এজেন্টের নিকট যোগাযোগ করুন।
আমি শফিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
mCash এ অন্যদের থেকে এখন আরেকটু সাশ্রয় হবে। ধন্যবাদ টিউনার ভাইকে।