আসসালামু আলাইকুম, আশা নয় বিশ্বাস করি আল্লাহ সবাই কে ভালো রেখেছেন (যার যার অবস্থানে)। আমি টেকটিউনস এ একজন নিয়মিত পাঠক কিন্তু টিউন করি কম। তাই আজ আমি একটি টিউন আপনাদের সবার উদ্দেশ্য উপস্থাপন করলাম(যদি এই টিউন টি কেউ করে থাকেন তবে আমাকে তা জানাবেন এবং যারা জানেন তারা আবাল জালাই করে নিন)।
এবার শুরু করা যাক। আজ আমি দেখাবো এক্সেল এ কোন প্রটেক্ট সীট কে কিভাবে আনপ্রোট্রেক্ট করা যায়। যেই সীট টি প্রোট্রেক্ট করা সেটি সিলেক্ট করে নিচের ছবির মত কপি করুন।
এরপর এই ফাইলেই একটি নতুন সীট নিন। তারপর নিচের ছবির মত করুন
এখন দেখবেন কপিকৃত সীটি এর মত হুবহুব নতুন সীটে পেষ্ট হবে। এখন আপনি যা কিছু আগে প্রোট্রেক্ট করা ছিল এখন সব কিছু সংযোজন ও বিয়োজন করতে পারবেন।
আজকে এই পযর্ন্ত। ভালো থাকেবন সবাই। ভুল হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন।
*****ও একটি কথা বলতে ভুলে গেলাম টিউন টি কেমন লাগলো তা জানাতে ভুলবেনা কিন্তু।
আমি Md. Nur Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 150 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সত্যি দারুন। অনেক দিন ধরেই খুঁজতেছিলাম। অনেক ধন্যবাদ।