ফ্রীল্যাংন্সিং এ 99Desgin প্লাটফরম(পর্ব-০১)
ফ্রীল্যাংন্সিং এ 99Desgin প্লাটফরম(পর্ব-০২)
সবাইকে সালাম দিয়ে আমার টিউনটি শুরু করছি।
আজ আমার আলোচনার বিষয় 99 Design এর পেমেন্ট পদ্ধতি নিয়ে।
প্রথমেই পেমেন্ট পদ্ধতি নিয়ে আলোচনা করলাম কেননা যেকোন ফ্রীলেংন্সিং সাইটে কাজ শুরু করবার পুর্বে তার পেমেন্ট সিস্টেম সম্পর্কে জেনে নেওয়া উচিত।
এহ্মেত্রে 99 একটি বিশস্ত সাইিট। এরা মানিবুকারস,ওয়ের্স্টান ইউনিয়ন, এ চারটি পদ্ধতিতে পেমেন্ট করে থাকে।
মানিবুকারস
আমাদের দেশের জন্য মানিবুকারস সবচেয়ে উপযোগী পদ্ধতি। এরা দুটি পদ্ধতিতে পেমেন্ট করে থাকে।একটি credit card অন্যটি bank transfer .
আমাদের দেশের জন্য ব্যাংক ট্রান্সফার উন্মুক্ত।
ওয়ের্স্টান ইউনিয়ন
http://www.westernunion.com থেকে বিস্তারিত জানতে পারবেন।
Paypal
বর্তমানে আমাদের দেশে সার্ভিসটি না থাকলেও ইনশাল্লাহ আগামী অর্থবছরের প্রথমে আমরা paypal পাবো।
Alertpay
এটি বর্তমানে আমাদের দেশেও আছে। ব্যাংক ওয়্যার এর মাধ্যমে অর্থ ট্রেন্সফার করে।
আগামী পর্বে কিভাবে moneybookers এ রেজিঃ ও ডলার withdraw এর পদ্ধতি নিয়ে লেখার চেষ্টা করবো।
আশা রাখি আগামীতে সাথে থাকবেন ও ঊৎসাহ দিবেন।
আমার সম্পুর্ন ফ্রীল্যাংসির এর উপর তৈরী করা ব্লগটি দেখতে পারেন।যা বাংলায় করা হয়েছে।
কমেন্টস দিলে ভাল লাগবে।
ধন্যবাদ ৫ মিনিট সময় বিনিয়োগ করে আমার লেখাটি পড়ার জন্য।
আমি আরাফাত আহমেদ রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দেশের একজন সাধারণ নাগরিক এবং অসাধারণ হবার জন্য আপ্রান পরিশ্রম করছি।
ভালো লাগলো।