খেলুন – মারিও ফরএভার

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

নিনটেন্ডডো গেম নির্মাতা প্রতিষ্ঠানের ক্ল্যাসিক গেম হল মারিও। ছোট বেলায় টিভিগেম-এ  বসে কত শতবার যে এই গেমটি উপভোগ করেছি। তবে আজকের এই গেমটি শুধুমাত্র পিসিতে চলবে। পুরো গেমটি বেশ কিছু স্টেজ এ ভাগ করা। প্রতিটি স্টেজ এর বিভিন্ন রাউন্ড এ আপনাকে যা করতে হবে তা হল, নর্দমার কিট এবং অন্যান ফাঁদ গুলো অতি সাবধানে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিটগুলোর উপর লাফ দিলেই সেগুলো কুপোকাত। ভালভাবে সামনে এগিয়ে যাওয়ার জন্যে দুটি পাওয়ার আপনাকে সংগ্রহ করতে হবে। এছাড়াও ১০০ টি কয়েন কালেকশন করতে পারলে একটি করে লাইফ (ওয়ানআপ) বৃদ্ধি পাবে। প্রতি স্টেজ এর ফাইনাল রাইন্ড এ কুমির আকৃতির বস কে পরাজিত করতে হবে।

সিস্টেম রিকোয়ারমেন্ট:

  • মিনিমাম পেন্টিয়াম-৩
  • মেমোরী ১২৮ এমবি
  • ভিভিজিএ ৮ এমবি

ডাউনলোড

Level 0

আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি আগে খেলেছি দারুন মজা। আপনারা খেলে দেখুন।

Level 0

এটি কি অনলাইন গেম ?

Level 0

না এটা আপনাকে পিসিতে ডাউনলোড করে খেলতে হবে।

কাতার ভাই, গেম ফাইলটাতো ভাইরাস ইনফেক্টেড। বহু কষ্টে অনেক সময় ধরে ডাউনলোড হল কিন্তু সেট-আপ দেওয়ার সাথে সাথে ভইরাস ইনফেক্টেড দেখাচ্ছে, ট্রোজেন টাইপ। ডীপ ফ্রীজ ইনস্টল থাকায় ভাইরাস ভল্ট হতে ভাইরাস ইনফরমেশন হারিয়ে গেছে তাই পুরো ইরফেরমেশন দিতে পারলাম না। উল্লেখ্য যে আমি AVG 8.0 .0176 free edition ব্যবহার করি। এর কোন সমাধান আছে কী?

Level 0

এভিজি তে এই সমস্যা কেন করে বুঝলাম না। আমি তো ক্যাসপারস্কাই এর অরজিলাণ ভাশর্ন ব্যবহার করি। কই উক্ত ফাইলে কোন ট্রোজান তে পেলাম না।

Level 0

কাতার ভাই আমার কম্পিউটারে এই ম্যাসেজ দেয় আমি Avast 4.8 Home Edition ব্যাবহার করি
File Nmae :C:\Program Files\Mario Forever Toolbar\v3.2.0.0\MarioForever_Toolbar.dll
Maleware :Win32:Trojan-gen {Other}
Maleware Type:Virus/Worm