Graphics Competition করে টাকা উপার্জন করুন (শেষ পর্ব )

১ম ২য় পর্বে আলোচনা করেছি 99designs এ কেমন করে Graphics Competition করতে হয় , কিভাবে লোগো বা ডিজাইন সাবমিট বা উইটড্র করতে হয় । আজকের শেষ পর্বে আমি অর্থ উতোলন ও 99designs এ win করার কিচ্ছু টিপ ও ট্রিকস নিয়ে আলোচনা করবো।

অর্থ উতোলন :

প্রতিযোগিতা শেষে বিজয়ী ডিজাইনার তার তৈরিকৃত ডিজাইনারের মূল ফাইল সাইটে আপলোড করে দেয়। আয়োজক কাজটি গ্রহণ করার সাথে সাথে পুরষ্কারের সম্পূর্ণ অর্থ ডিজাইনারের একাউন্টে জমা হয়ে যায়। মোট আয় ৫০ ডলারের অধিক হলেই ওয়েবসাইটটি থেকে ৪টি পদ্ধতির যে কোন একটি ব্যবহার করে অর্থ উত্তোলন করা যায়। পদ্ধতিগুলো হচ্ছে - পেপাল, অল্টারপে, মানিবুকারস এবং ওয়েস্টার্ন ইউনিয়ন। বাংলাদেশী ফ্রিল্যান্সারা মানিবুকারস এবং ওয়েস্টার্ন ইউনিয়ন পদ্ধতির মাধ্যমে সহজেই অর্থ উত্তোলন করতে পারবে।

টিপ ও ট্রিকস :

এখন 99designs এ win করার কিচ্ছু টিপ ও ট্রিকস নিয়ে আলোচনা করবো।

  • ১ম আমি যে কথা টি আপনাদের বল  তা হল আপনাদের নিজের উপর কনফিডেন্ট/সিরিয়াস হতে হবে। আমি ১ম এও বলেছি অনেকে ভাবেন Competition মানে , অনেকের মধ্যে বিজয়ী অনেক কঠিন ব্যপার । কিন্তু 99designs এ প্রতি দিন ২০০ বা ৩০০ প্রজেক্ট নিয়ে Competition হয়। তাই আপনার লোগো বা ডিজাইন ভালো মানের হয় তাহলে অবস্যই আপনার win করার চান্স ত্থাকে।
  • আপনারা 99designs এ Recent winning designers নামে একটি বক্স থাকে , সেখান ত্থেকে winning designer দেখেন তারা কিধরনের ডিজাইন করে উইন হছে । তাদের designer কে ফোলো করে কিছু ভালো মানের ডিজাইন করে রাখেন।
  • আপনি দেখবেন সাবমিট কৃতলোগো বা ডিজাইন এর উপর Cliant রেটিং করে থাকে। ফলে এসব ডিজাইন দেখে ভালো ডিজাইন করার মানিসিকতা তৈরী হয়।আপনারা যে ডিজাইন টি র রেটিং বেশী , তার চেয় ভালো মানের ডিজাইন তৈরী করার চেস্টা করেন।
  • আর একটি ভালো Tip হচ্ছে আপনি ১ম সময় হয় তো ভালো লোগো বা ডিজাইন তৈরী করতে না পারেন , তাহলে প্রোফশনাল দের কাজ থেকে কিচ্ছু লোগো তৈরী করে নিন আমরা জানি বাংলাদেশ একটি ভালো লোগো বা ডিজাইন তৈরী করতে বেশি টাকা লাগার কথা না । মাত্র ৩০০ বা ৪০০ টাকায় ভালো লোগো বা ডিজাইন তৈরী করা যায়। এর পর দুই, একটি প্রজেক্ট এ উইন করলে আপিনি বড় একটি টিম নিয়ে কাজ করতে পারবেন।

দক্ষ  ডিজাইনারদের জন্য 99designs সাইটটি ইন্টারনেট থেকে অর্থ উপার্জন করার একটি চমৎকার মার্কেটপ্লেস। এই সাইটে যেহেতু একজনের ডিজাইন অন্য আরেকজন দেখতে পারে ফলে নতুন ডিজাইনারা এই পদ্ধতিতে ডিজাইনের নতুন নতুন আইডিয়া শিখতে পারবে। একটি ডিজাইন জমা দেয়ার সাথে সাথেই যেহেতু ক্লায়েন্টের মতামত ও রেটিং পাওয়া যায়, তাতে ডিজাইনার জানতে পারে তার ডিজাইন কতটকু গ্রহণযোগ্য এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারে। এই সাইটের অন্য আরেকটি ভাল দিক হচ্ছে এখানে অন্যান্য সাইট থেকে তুলনামূলকভাবে বেশি মূল্যের কাজ পাওয়া যায়। উদাহরণসরূপ এই সাইটে একটি ছোট্ট লোগো ডিজাইন করার জন্য প্রায়ই 100 ডলারের গ্যারান্টেড পুরষ্কার প্রদান করা হয়, যা সত্যি অভাবনীয়।

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধণ্যবাদ!

Level 0

ভাই,
আমি 99 designs.com থেকে বহু দিনের জন্য স্থগিত আছে. কিন্তু আমি নতুন একাউন্ট তৈরি করতে চান. কিন্তু নিষিদ্ধ করা হয় …………………..

Is it possible to detect me through ip address…….. I am afraid of that