যেভাবে এডসেন্স কে রক্ষা করবেনঃ

নিম্ন লিখিত কোড গলো কপি করে নোটপেডে পেস্ট করে নিন

$ips=array(’xxx.xx.xx.x’,'yyy.yy.yy.y’);
if (!in_array($_SERVER[’REMOTE_ADDR’],$ips))
{$adsense_file=”adsense.txt”;
$file = fopen($adsense_file, “r”);
$adsense = fread($file, filesize($adsense_file));
fclose($file);
}
else
{$adsense=”";}

এখানে  xxx.xx.xx.x’,'yyy.yy.yy.y এর স্থলে যে আইপি দিয়ে এডসেন্স এ লগ ইন করেছেন সে  আইপি গুলো দিয়ে পরিবর্তন করে দিন। তারপর adsense.txt এর স্থলে আপনার এডসেন্স কোড পেস্ট করুন। এই বার আপনার ওয়েব পেজে যেখানে এড দেখাতে চান সেখানে পুরু কোড পেস্ট করুন। ব্যাস হয়ে গেল। এখন আপনি যদি অন্য কন আইপি তে এড দেখাতে না চান তাহলে সেটিও লিখে দিতে পারেন। তাহলে ঐ আইপি তে এড দেখাবে না।

টিউনার ভাইয়েরা কিছু মনে করবেন না আমার সিম কার্ড টা কাল সন্ধ্যা থেকে রেজিস্ট্রেসন ফেইলড দেখাচ্ছিল তাই কাল টিউন করতে পারি নাই। আজ নতুন সিম তুলে তারপর টিউন করতে বসলাম। ভাইয়েরা অনিচ্ছাকৃত দেরির জন্য দুঃখিত।

Level 0

আমি Tunemaster। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Very good brother

এটাতো আইপি ব্লক করাই হল।

আসলে এটিউনটি আগের যে সমস্যার কথা বলেছেন তার সমাধান না, প্রতিদিনইতো আপনার পিসির আইপি বদলাবে, কত হাজার আইপি লিখবেন কোডে?
আর একদুটা ক্লিক আপনার পিসির আইপির হলে সমস্যা হওয়ার কথা না। আসলে এই কারনে একাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা খুবই কম,কল্পনাতীত কম। শুধু বাংলাদেশ নয় DHCP এর মাধ্যমে নেটওয়ার্কের আইপি ভেরি হচ্ছে সব জায়গায়। তাইকি ব্যান হচ্ছে? আইপি ছাড়াও কম্পিউটারের ইউনিক নাম, ম্যাক ইত্যাদি রিড করার ক্ষমতাও আছে গুগলের। সততার সাথে কাজ করলে ….সমস্যার কথা না।

Level 0

Salam,
Bai apni balo-i lekchen ip block niya .. Ami ai site a nuton . ami akta problem ni apnader Help chaichi.
Problem holo :
I have many pages in my website . its a directory site . there may have some adult/spam words in some pages .
I am using google adsense and all pages showing google ads . is there any filter/adsense plugin to disable google adsense only for those pages where adult/spam word found in page .
jay page a adult / spam word pabe sudu oi page ar jonno google ads disable hoya jabe .

ভাল লাগেনি।

আমার মনে হয় জিনিস টা আর Clear করা দরকার।

Level 0

উনার মত আমার ও প্রশ্ন এটা কিভাবে সম্ভব যে adult/spam যে page সেখানে এড আসেবনা

Level 0

ভুলের কারনে আবার নিখলাম. আমি এখনে নতুন তাই ভুল হচ্ছে
উনার মত আমার ও প্রশ্ন এটা কিভাবে সম্ভব যে adult/spam শব্দ যে page থাকবে সেখানে এড আসেবনা

Level New

ভাই শুধুমাত্র বাংলাদেশের জন্য এড শো বন্ধ রাখা যাবে যাবে কি। WordPress এ বিভিন্ন Plug in দিয়ে Try করছি । But কাজ হয় না।