Wimax এর খবর কেউ জানেন কি?

বাঙলা লায়ন এর উ্পর মেজাজটা খুব খারাপ হয়ে রইছে। ওরা সারা বিশ্বে প্রচার করল পহেলা জুন হতে তারা Wimax নিয়ে আসছে।আর এখন এদের কোন খবরই নেই ।২৭ ই মে এদের ওয়েবে দেখলাম ১লা জুন হতে এরা আসছে এই লেখাটা মুছে দিয়েছে তখনই বুঝলাম জনপ্রিয় কোন নাটক শুরু হচ্ছে (অ্যাড বেশী নাটক কম)।তবুও আশা নিয়ে আছে খুব তাড়াতাড়ি আসবে ............... আপনারা কেউ কিছু জানলে দয়া করে জানান

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মেজাজ খারাপ করে লাভ নাই। আরো এক বছর লাগব

wimax নিয়ে এত লাফালাফি করে কোন লাভ হবে না।এটি কখনোই Broadband এর ধারে কাছে আসতে পারবে না। কারন আমার জানামতে পৃথিবীর কোথা ও wimax সফলতা লাভ করতে পারেনি। ইন্টারনেটের উচ্চ দামের জন্য সরকার দায়ী। প্রতি mbps এর মুল্য 32,000/- টাকা, সে হিসেবে 128kbps এর মুল্য দাড়ায় 4000/-

সফিকুর ভাই ভালই কইছেন, কথাটা সত্য.

@ সফিক এবং শহীদ: আপনারা কিছু জানেন না। আমি আজকে এ.টি.এন বাংলার খবরে দেখলাম সরকার ঘোষনা দিয়েছে পয়েলা জুলাই থেকে Wimax চালু হবে। এটা নিশ্চত। বুঝলেন?

সবই সম্ভব কারন আমরা ডিজিটাল বাংলাদেশের মানুষ।

কেন ভাই জানেন না,১০ টার বাস ১২ টায় ছাড়ে?

@সফিকুর রহমান সম্ভবনা আছে বলেই ওরা 250 কোটি টাকা দিয়ে লাইসেন্স নিয়েছে ।আর হাবিবুর ভাই ধন্যবাদ তথ্যটা শেয়ার করার জন্য

আমি ও সফিকুরের সাথে এক মত

Bangladesh is a country where everything can possible.Corruption, cheating,……………….Everything.

কথা েবশী কাজ কম…

Level 0

এইয়া তো পুরান কাসুন্দি।

অপেক্ষায় থাকি….

মােজদা েনটওয়ার্ক রকস্ ! 🙂

Level 0

@ মুন্না, মাজেদা নেটওয়ার্ক-এর কোন ঠিক নাই, রাইত-বিরাতে ফোন করা লাগে লাইন ঠিক করে দেয়ার জন্য ( এইটা অবশ্য আপনেই বলছেন) 😉

ব্রডব্যান্ড ইউজ করি অফিসের খরচে। নো চিন্তা।

ভাই মামুন, আমিও এটা নিয়ে অনেক আশাবাদি….একাধিকবার ফোন করেছি তবুও জানতে পারিনি……….

Level 0

2 জুন দুপুর 12 টার দিকে Banglalion এর Helpline এ কল করেছিলাম।
এক লোক ঘুমু ঘুমু স্বরে জবাব দিল ভাই পরে কল দেন।
wimax নিয়ে জানতে চাওয়া মাত্র বলে উঠল ভাই আরো কয়েক মাস দেরি হবে ।
তবে কথাটা শুনে মনে হল এই কয়েকমাস মানে প্রায় 1 বছর।
কথাগুলো শুনে হতাশ হওয়া ছাড়া আর কিছুই করার ছিলনা।
এই হল ওয়াইম্যাক্স
এই হল ডিজিটাল বাংলাদেশ।

আরো 100 বছর লাগবে মনে হইতাছে।

Level 0

Dear all,

We are very sorry that we became late but we tried for a good service. Now all of you become happy that we reached more then 80% of coverage in dhaka. now anybody can use our connection at a lower price. 128 kbps- 600 TK.256-1000tk, 512- 2150 tk per month and special student package 256 (5 GB)- 800 Tk per month

all of the price are excluding VAT and VAT will be 15%

If anybody need connection or for any query call

Rubel
01811454060