এটি একটি ধারাবাহিক টিউন। এটি এই ধারাবাহিকের ৪র্থ পর্ব
এই ধারাবাহিক টিউনটির অন্য পর্ব - ১ম পর্ব, ২য় পর্ব,৩য় পর্ব
আধুনিক কম্পিউটারের প্রধান সাংগঠনিক অংশগুলো হলো -
১* ইনপুট ইউনিট (Input unit)
২* কেন্দ্রীয় প্রক্রিয়াকরন অংশ বা CPU (Central Processing Unit )
৩* আউটপুট ইউনিট (Output Unit)
ইনপুট দিয়ে কম্পিউটার সমস্যা সমাধানের জন্য কাজের নির্দেশ প্রদান করা হয় এবং নির্দেশ পালনের জন্য প্রয়োজনীয় ডেটা দেয়া হয়। এ ইউনিটে বিশেষ মাধ্যম হতে ডেটা ও প্রোগ্রাম গ্রহন করে বৈদ্যুতিক তরঙ্গে রুপান্তরের পর কম্পিউটারের মেমোরিতে সংরক্ষণ করে।
কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU) বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরন অংশ,যা কম্পিউটারের মস্তিষ্কস্বরুপ।কম্পিউটারের এ অংশ যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ,হিসাব - নিকাশ ও নিয়ন্ত্রণের কাজ করে।
সিপিইউ`র মধ্যে তিনটি প্রধান ইউনিট থাকে। যেমন -
ক * অ্যারেথমেটিক লজিক্যাল ইউনিট () বা গাণিতিক যুক্তি অংশ :
খ * কন্ট্রোল ইউনিট বা নিয়ন্ত্রণ অংশ:
গ * মেমোরি বা স্মৃতিভান্ডার।
আউটপুট ইউনিট ইনপুট ইউনিট হতে প্রাপ্ত নির্দেশ ও ডেটাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রাপ্ত ফলাফলকে মানুষের অনুধাবনযোগ্যরুপে উপস্হাপন করে।
চলবে ........
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
খারাপ না……।। চালিয়ে জান……।। অনেকের এই টিউন গুলি কাজে আসবে।।