তৈরী করুন নিজেই নিজের একটা রোবট (পর্ব এক)

যন্ত্রপাতি :-

  • স্ক্রু এবং স্ক্রু ড্রাইভার।
  • ইউএসবি ক্যাবল।
  • প্রোগ্রামিং এডিটর।
  • 5 ভোল্ট রেগুলেটর।
  • বাম্পার সুইচ।
  • 9 ভোল্ট ব্যাটারী।
  • Soldering Iron এবং Led.
  • কিছু ইলেকট্রিক তার, গ্লু, স্কচ টেপ, একটি টেবিল টেনিস বল ও ছুরি।
  • কয়েকটি মোটর চাকা সহ।

তবে এই রোবটটি মাত্র 128 বাইট প্রোগ্রাম ও 8 টি পিনের দ্বারা তৈরী হবে। কিন্তু এটির শুধু সামনে বাম্পার সেন্স আছে। আর এর মেমরীও থাকবে সীমিত।untitled8.JPG

  • এটা বানানোর পর এর সঙ্গে Easy Radio Serial Wireless Input করবেন। যে একটা পিন বাকী থাকবে তাদিয়ে এই রোবট দ্বারা অন্য রোবট কন্ট্রোল করা সম্ভব হবে। এটা নতুন উইন্ডো ওপেন করতে সহযোগীতা করবে।
  • তিন নাম্বার চাকার জন্য একটি কাঠি , কিছু Smitch ও স্লাইস করা টেবিল টেনিস সাইজের বল।
  • 9 ভোল্ট থেকে 5 ভোল্টে নামাতে একটি ভোল্টেজ রেগুলেটর ব্যাবহার করুন।
  • জিনিস গুলো ঠিকজায়গায় রাখার জন্য আঠা ব্যাবহার করুন।
  • Angle grinder ব্যাবহার করুন এটাকে টার্ন অন করার জন্য।
  • এরপর এখানে কিছু লাগান যা Vanishing, সুন্দর এবং Smooth কিছু ছোট টুকরা কাটার জন্য (Acrylic এজন্য সবচেয়ে ভাল)।
  • বোঢর্র ইন্সট্রাক্টর গুলো দেখুন। এটি মোটর হূক আপ করা, দ্রুত ও শক্তশালী। তাদের জন্য 3.5V Feed করুন মোটর ড্রাইভারের 1.5 drop থেকে। Tale-Bumper তৈরী করুন যার সামনে কিছুটা ছোট ছিল। যখন বাম্পার On করা হবে তখনএটা ঠান্ডা হবে যা শুধু পেছনের চাকাগুলো চালাতে সক্ষম সামনে মাথা ছাড়া আর কিছু থাকবে না। এখন ব্যাটারী আর কোডটি ব্যাবহার করার পালা।
  • অবশ্যই রিচার্জেবল ব্যাটারী ব্যাবহার করতে হবে।

(চলবে)আরো বিস্তারিত জানতে http://www.bdweb.ucoz.com

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অপেক্ষায় রইলাম ……..

খুব ভালো টিউন। ধন্যবাদ শাকিল ভাই।

টিনটিন ভাই আমরা সবাই আপনার আসল নাম জানার অপেক্ষায় আছি কিন্তু।

আমিও অপেক্ষায় রইলাম……….[img]http://fc17.deviantart.com/fs6/i/2005/116/7/b/_by_imperfect_illusions.gif[/img]

গতকাল অন্য আরেকটি ব্লগে এ লেখাটি দিয়েছিলাম তাতে না বুঝে অনেকেই বলছে এটা নাই সেটা নাই। আসলে এটা তো মাত্র প্রথম পর্ব আমি প্রোগ্রাম সহ পুরো প্রসেসটাই দেব পরবর্তীতে। আর আমার মনে হয় টেকটিউনের ব্লগাররা অনেক মেধাবী তারা ওরকম বোকার মত কমেন্ট করবে না। আর যদি ভুল হয় ধরিয়ে দিন কোন অশ্লীল কমেন্ট করবেন না। যদিও আমি জানি অন্য ব্লগের ব্লগারদের মত এখানে কেউ অশ্লীল কমেন্ট করবেও না কারন এখানকার সকলে অনেক রুচিশীল।

Level New

এত দিন পর শাকিল ভাই শাকিল ভাইয়ের মত টিউন করেছেন।
আমিও অপেক্ষায় রইলাম…

টিনটিন ভাইয়ের নাম আমি জানি ???

JoTIl Hocca…………chalajan…………

আপনার সেই টিউনটি ও আমি পড়েছি..।ধন্যবাদ আপনাকে এই ধরনের ব্যতিক্রম ধর্মি টিউনের জন্য । আশা করি চালিয়ে যাবেন ।আর ঔ ব্লগের মন্তব্য কারীরা অনেকেই বাঝে প্রকৃতির এবং অসুস্থ । এর তুলনায় techtunes এর মন্তব্য কারীরা এবং ব্লগার রা ও অনেক ভদ্র ।

আমি টিউন বাড়ানোর জন্য টিউন করি না। কারন আমি প্রায় সপ্তাহ খানেক পর করলাম এটা। আর এটা আমার করা অবশ্যই। তবে এর প্রাথমিক সুত্র বিদেশী একটি সাইট। আমি সেটা সংগ্রহ করে মডিফাই করে নিজে করেছি এই টিউন। আর অন্য ব্লগের অসুস্থ ব্লগারদের তারা আক্রান্ত হবেন না। ঐ সব ব্লগে তারা নিজেদের পন্ডিত ( যদিও তারা !!!) মনে করে আর পরস্পরকে সম্মান দেয় না। আর আল্লাহর রহমতে আমার যা সামর্থ্য আছে তাতে আমার আরেকজনের টা কপি করার দরকার নাই।

সোয়ান??? কারো সোয়াইলেন ভাই?? আমার নাম “সোহান”

হা হা হা ! তাহলে আপনার নাম আউট করেই ছারলাম।

Level 0

salam sakil vi kemon ashen? khub valo tune korsen tnx ami try korbo dekhi pari kina apnar de a kaj kore robot bana te,,,,, opekhai roilam next ta tara tari dern

টেকটিউনসের সূচনালগ্নে টিনটিন ভাই এর নাম ছিল ‘ সুপেরিয়র সোহান ‘

আরো বিস্তারিত জানতে আপনার ওয়েবসাইটে হিট করতে বলছেন…. কিন্তু সেখানে কিছুই পেলাম না ……… আপনার মূল উদ্দেশ্য কি? ……..

আমার সাইটের একটা লিংকে এ ব্যাপারে বিস্তারিত আছে। অনেক গুলো লিংক দেখে আপনি হয়তো খুজে পাননি। আমার কোন উদ্দেশ্য নাই। শুধু একটা বিষয় সবার সাথে শেযার করতে চেয়েছি।