আমি যখন গ্রামীনফোনের P3(রাত 12 থেকে সকাল 8টা) প্যাকেজ ব্যবহার করতাম তখন আমি ঘুমাবার আগে ডাউনলোড দিয়ে তারপর ঘুমাতাম, কিন্তু বড় বড় ফাইল ডাউনলোড দিতে একটা ভয় থাকত। যদি ডাউনলোড শেষ হতে সকাল আটটার উপর বেজে যায়??তখনই আমি অটো সেট বন্ধ করার সফ্ট খুজে বের করি।
আমি বর্তমানে এই সফ্ট ব্যবহার করি নামাজের সময় মসজিদে যেন মোবাইল বেজে না উঠে তার জন্য! আমি কতটার দিকে মসজিদে যাই তা তো আমি জানিই। ঐ সময় আমি সেট করে রাখি ব্যাস, মোবাইল অটো বন্ধ হয়ে যায়।
অনেক কথা বলা হল আসুন এবার শিখে নেয়া যাক।ডাউনলোড করে সফ্টটা আপনার মোবাইলে ইন্সটল করে নিন।
এবার আপনি Option থেকে Set এ ক্লিক করুন।
এবার আপনার সেট কতটায় বন্ধ হবে তা লিখুন।
এবার Ok চাপুন।
ব্যাস্ কাজ শেষ। এবার Back চাপুন দেখবেন সফ্টটা অটো মিনিমাইজ হয়ে যাবে।এবং সময়মতো ঠিকই আপনার সেট বন্ধ হয়ে যাবে।
যেহেতু এটা একটি সিস্ সফ্ট তাই এটা সকল S60 V2 সেটে চলার কথা। আমি আমার নকিয়া এন70 এবং নকিয়া 7610 তে চালিয়েছি।
না চললে জানাবেন। আর লেখাটা আপনার কাজে দিলে কমেন্ট করবেন কিন্তু!!!!
আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!
কিছুটা ঐ টাইপের সফ্টই। লেখাটা প্রকাশ করলেই আপনি জানতে পারবেন। লেখা শেষ এখন কেবল ছবি আপলোড বাকি।
আমার পরবর্তী লেখা হচ্ছে-
‘
“জাভা সেটের যেকোনো File Hide করুন, এবং Delete করুন নকিয়ার Undeletable রিংটোনস,ইমেজ,থিমস সহ আরও অনেক কিছু।”