আপনারা অনেকেই হয়ত ভাবছেন cut ,copy,paste করার জন্য আবার কিসের সফটওয়্যার এটাতো এমনই করা যায় ।কিন্তু আপনি যখন জানতে পারবেন এই সফটওয়্যার দিয়ে কি কি করা যায় তখন বুঝতে পারবেনকেন সফটওয়্যার প্রয়োজন।সফটওয়্যার টি দিয়ে কি করা যায় একবার দেখুন :
এই কাজগুলি করার জন্য TERACOPY এবং SUPERCOPIER নামে দুটি অসাধারণ ফ্রী সফটওয়্যার আছে ।নীচের লিংক থেকে সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিন
আশা করি আপনাদের ভাল লাগবে আর কোন সমস্যা হলে আমাকে জানাবেন
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
ছোট্ট অথচ অত্যন্ত দরকারী সফটওয়্যার। সাধারণত ফাইল কপি-পেস্টের ক্ষেত্রে কোন সমস্যা হয় না কিন্তু বহুল file সম্বলিত একধিক folder cut করার সময় যদি পথিমধ্যে error দেখায় তেবই কেল্লা ফতে…এ থেকে বাঁচার জন্য তখন এই সফটওয়্যারটি যে কত বড় উপকারী হতে পরে, তা বুঝি আর বলার অবকাশ রাখে না। মামুন ভাইকে ধন্যবাদ এমন দুটি সফটওয়্যারের খোঁজ দেওয়ার জন্য।