ওপেন কোর্সওয়্যার OpenCourseWare (OCW): এই টিউনটি শিক্ষক, ছাত্র এবং নিজে শিখতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য।
ওপেন কোর্সওয়্যারঃ ওপেন কোর্সওয়্যার হল পৃথিবীর যে কোন প্রান্তের শিক্ষক, ছাত্র এবং নিজে শিখতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য ফ্রি এবং খুব ভাল গুণাগুণ সম্পন্ন শিক্ষা সংক্রান্ত রিসোর্স (Resource) এর ডিজিটাল প্রকাশনা যেমনঃ সিলেবাস, রিডিং লিস্ট (Reading List), লেকচার নোট এবং সংশ্লিষ্ট ডকুমেন্ট যা অনেক বিশ্ববিদ্যালয় তাদের ওয়েব সাইটের মাধ্যমে প্রদান করে থাকে।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি [Massachusetts Institute of Technology (MIT)] ২০০২ সালের অক্টোবর মাসে ওপেন কোর্সওয়্যার প্রজেক্ট শুরু করে এবং এই প্রজেক্ট ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। [সূত্রঃ http://en.wikipedia.org/wiki/OpenCourseWare]। বতর্মানে MIT ওপেন কোর্সওয়্যার ওয়েব সাইট থেকে ১৮০০ কোর্স এর ম্যাটেরিয়াল ডাউনলোড করা যায়। MIT ওপেন কোর্সওয়্যার এর লিঙ্ক নিম্নে দেয়া হল-
ওপেন কোর্সওয়্যার সংক্রান্ত প্রয়োজনীয় অন্যান্য লিঙ্ক গুলি নিম্নের লিঙ্ক থেকে পাওয়া যাবে-
আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেখা আমার শখ। কখনও ভাবিনি ব্লগার (টিউনার) হব, যে দিন থেকে টেকটিউনস পরিবারে এলাম, নিজের অজান্তে টিউনার হলাম (যদিও বংলা টাইপ করা খুবই কষ্ট) আর সেই সাথে শিখতে শুরু করলাম।
ওয়াও ……. জোসসসসসসসস্ একটা নিউজ দিসেন জোসসস্ ……. এখনই এমআইটির ম্যাটেরিয়াল নামামু আমি।
অসংখ্য ধন্যবাদ টিউনারকে।