ভালো মুভি দেখতে কার না ভালো লাগে। হোক না সেটা এ্যানিমেটেড। তাতে ক্ষতি কি?তাছাড়া এরই মাঝে অনেক এ্যানিমেটেড মুভি বক্স অফিসেও আলোড়ন সৃষ্টি করেছে। সেই ধরনের মুভি দেখার সময় আমরা হয়ত মনে মনে ভাবি , ইসসস্ এই রকম একটা মুভি যদি আমিও বানাতে পারতাম .....
কিন্তু সমস্যা এক জায়গাতেই ..... এতে অনেক স্কীলের দরকার। আরো দরকার এ্যাডভান্স আইডিয়ার। প্রয়োজন অনেক সফটওয়্যারের যার ব্যবহার তো দূর নামও কখনও শুনেননি আপনি। তাই ইচ্ছা থাকলেও শুরু করা হচ্ছে না এই কাজ।
তাদের জন্যে আজ আমি একটি খবর নিয়ে এসেছি ... হ্যাঁ সুখবরই বলা যায় বটে। কারণ আপনি চাইলে প্রফেশনালি না হোক, অন্ততপক্ষে একজন শৌখিন এ্যানিমেটেড মুভি ডিরেক্টর হিসেবে কাজ করার একটা প্ল্যাটফর্ম পাবেন এখন থেকে।
তাও আবার একটি ওয়েব বেজড্ প্ল্যাটফর্মে !!!!!!!
ওয়াও !! মাথা ঘুরিয়ে দেয়ার মত নিউজ ,,....
এক্সট্রা নরমাল (বেটা) আপনার এ্যানিমেটেড মুভি তৈরী করার একটি চমৎকার প্লাটফর্ম। এর ইন্টিগ্রেটেড অনলাইন মুভি মেকিং টুল গুলো আপনার এ্যানিমেটেড মুভি তৈরী করার কাজকে করবে আরো সহজ।আরো বড় নিউজ হল, এই সাইটে রেজিষ্ট্রেশানের কোন দরকার নাই। সাইটে ঢুকে আপনি সরাসরি মেক মুভিজ এ ক্লিক করে ময়দানে নেমে যেতে পারবেন।
আসুন টিউনার বন্ধুরা এবার তাহলে কয়েকটি ধাপে দেখে নেয়া যাক এই প্ল্যাটফর্মে এ্যানিমেটেড মুভি তৈরি করার স্টেপ গুলো -
প্রথমেই মেক মুভিজ এ ক্লিক করার পর আপনাকে রিডিরেক্ট করা হবে তারে এ্যাপ্লিকেশান এবং টেমপ্লেটস পেজে। সেখানে আপনিন আপনার প্রয়োজনীয় জিনিস, যেমন - চরিত্র বাছাই করে নিতে পারবেন (বর্তমানে ২টির বেশী নয়) এবং ক্যারেক্টারের রঙ ও বেছে নিতে পারেবন (ব্ল্যাক/হোয়াইট)
ক্যারেক্টার বাছাই করার পর পরই আগমন ঘটবে মেইন এডিটিং উইন্ডোর। বামের দিকের কোনার এই মেন্যু থেকে আপনি আপনার মুভির শট, মানে সীনের এ্যাকশান স্টার্ট করতে প্রয়োজনীয় জিনিস যেমন - ক্যামেরা, এ্যানিমেশান, এক্সপ্রেশান, লুক ইত্যাদি বেছে নিতে পারবেন। অর্থাৎ এটিউ হচ্ছে আপনার ডিরেকশান প্যানেল
এইবার, আপনি কি মুভির স্ক্রীপ্ট নিয়ে ভাবছেন? ভাবছেন যে কার গলা রেকর্ড করে এ্যাড করতে হবে। এইখানে এত ঝামেলা .... আরে নো টেনশান .....
আপনার জন্যে প্রস্তুত আছে স্ক্রিপ্ট বক্স। আপনাকে শুধু কষ্ট করে ডায়লগ গুলো টাইপ করতে হবে। ব্যাস সেগুলো কে ভয়েসে কনভার্ট করা এক্সট্রানরমালের কাজ! এই জন্যে আপনি কোন ক্যারেক্টারকে দিয়ে কি বলাতে চান তা ঐ ক্যারেক্টার কে সিলেক্ট করে ডিফাইন করে দিতে হবে।
এবং নিচের দিকে আপনি পাবেন আপনার মুভির সেট, এ্যাক্টার এবং সাউন্ড ট্র্যাক বেছে নেয়ার একটি মেন্যু খুজে পাবেন। আপনি চাইলে এখান থেকে ফিল্মের সীন এবং সিকোয়েন্সও চেজ্ঞ করতে পারবেন।
এছাড়া আপনি পাবেন অনেকগুলো সেটের কালেকশান টেমপ্লেট। সেখান থেকে আপনি একটি সেট বেছে নেয়ার পরে আপনি যে কোন সময় ক্লিক করে পরিবর্তন নিয়ে আসতে পারবেন। আর আপনি যখনি এ্যকশান বাটনে ক্লিক করবেন, আপনি আপনার তৈরী করা মিভি দেখে আপনার মুভি এডিটিং করে নিতে পারবেন।
আবার আপনি চাইলে একটি চরিত্রের ডায়লগ আরেকজন কে দিয়েও বলাতে পারবেন। এটা আরো সিম্পল। ছবির মত প্লাস বাটনে ক্লিক করে জাষ্ট একজনের ডায়লগ ড্র্যাগ কের আরেকজনের ডায়লগ বক্সে নিয়ে ফেলে দিন।
ক্যামেরা অপারেটর নিয়ে ভাবছেন? হে হে ...... কি দরকার আলাদা অপারেটরের আপনি চাইলে যে কোন সময় যে কোন এ্যাঙ্গেল থেকে শট নিতে পারবেন।
আসলে সর্বোপরি এই মুভির প্রডিউসার, ডিরেক্টার, ক্যামেরাম্যান আর কাষ্ট , সবই আপনি নিজে। তাই ইনজয় করুন আর মুভি বানান। কে জানে কাল আপনিও আলোড়ন সৃষ্টি করে ফেলতে পারেন!!
আপনাদের জন্যে আরেক জনের বানানো একটা মুভির স্যাম্পল দেয়া হল। দেখতে চাইলে এখানে টোকা দেন।
আমি আমার মুভি বানানো স্টার্ট করে দিয়েছি। আপনি কবে স্টার্ট করছেন??
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
জটিল টিউন দিছেন টিনটিন ভাই……. জোস…. চলেন সাবাই অ্যানিমেটেড মুভি তৈরী শুরু কইরা দেই…..
গ্রেট পোষ্ট, ধন্যবাদ।