মুক্ত সংস্কৃতি আন্দোলন একটি সামাজিক আন্দোলন যার উদ্দেশ্য যে কোন মানুষের নিজস্ব পছন্দানুযায়ী তাঁর সংস্কৃতিক পরিচয় ও কর্মকান্ড লালন-পালনের অধিকারকে সংরক্ষণ করা। এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে মুক্ত সংস্কৃতি আন্দোলন, উন্মুক্তভাবে সংস্কৃতিক কর্মকান্ডের চর্চা করতে এবং গুনগত মানোন্নয়নের লক্ষ্যে প্রযুক্তিগত সহায়তা আদান-প্রদান এবং উৎসাহ দিয়ে থাকে।
এই আন্দোলনকে ত্বরান্বিত করতে এই বছরের মে মাসের তৃতীয় শনিবারে মানে ১৮ই মে ২০১৩ইং "মুক্ত সংস্কৃতি দিবস" উদযাপনের পরিকল্পনা করা হয়েছে।
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ বা এফওএসএস বাংলাদেশ এ বছর সকল উন্মুক্ত প্রযুক্তিপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষদেরকে সাথে নিয়ে পালন করতে যাচ্ছে "মুক্ত সংস্কৃতি দিবস - ২০১৩" বাংলাদেশ আয়োজন।
সারা পৃথিবীতে কোথায় কোথায় এই দিনটি উদযাপিত হচ্ছে তা জানতে http://wiki.culturefreedomday.org/2013 দেখতে পারেন
আয়োজনে স্ববান্ধবে আপনাদের উপস্থিতি কামনা করছি। আয়োজনে আপনার অংশগ্রহন নিশ্চিত করতে অনুগ্রহ করে http://goo.gl/m75zy লিংক থেকে প্রাপ্ত ফর্মে তথ্য দিন।
আয়োজন সমন্বয়কারী:
জেড এম মেহেদী হাসান +৮৮০১৬৭৮৭০২৫৩৩
এবং
সগীর হোসাইন খান +৮৮০১৯১৩৪৭৫৯৪৬
অফিসিয়াল ওয়েবসাইট: http://www.culturefreedomday.org
আমি sa.mollick। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।