আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আজকের আপনাদের জন্য নিয়ে আসলাম মেমোরী কার্ডের গুরুত্বপূর্ণ দুটি টিপস যা আপনার জানা একান্ত প্রয়োজন তাহলে অনুসরণ করুন নিচের পদ্ধতি গুলো ভালো করে।
টিপস (০১)
আমরা অনেক সময় কম্পিউটারে মেমোরিকার্ড দিয়ে ছবি/ নাটক/গান লোড করি । অনেক সময় আমাদের এমন কিছু পারসোনাল জিনিস থাকে যেগুলো আমরা কম্পিউটার থেকে হাইড করতে চাই ।
এ সমস্যার সমাধান দেব আমি । আপনি যে ফোল্ডার টা কম্পিউটার থেকে হাইড
করতে চান সেই ফোল্ডারের নামের শেষে শুধু
"." (ফুলস্টিপ) বসিয়ে দিন । যেমন Hossian Photo শেষে "." (ফুলস্টিপ) বসিয়ে দিন।
ব্যাস কাজ শেষ ।এখন কম্পিউটারে মেমোরিকার্ড ঢুকালেও ওই ফোল্ডারে আর
ঢুকতে পারবে না যতোই চেষ্টা করুক, কোন ভাবেই ঢোকা যাবে না।
টিপস (০২)
আপনার জাভা মোবাইলের মেমোরি কার্ড কেউ ফরমেট দিতে পারবে না
প্রথমে আপনার মেমোরি কার্ডের নাম রিনেইম করুন ।
তারপর আপনার রিনেইম করা নামের সাথে .Otb লাগিয়ে দিন যেমন:
Hossian.otb আর কিছু করা লাগবে না !
ব্যাস এবার কেউ আপনার মেমোরি কার্ড ফরমেট করতে পারবেনা !
বিঃ দ্রঃ উপরের কাজগুলো মোবাইলে মেমোরী রেখে কাজ করতে হবে।
(যারা জানেন না তাদের জন্য আমার আজকের টিউন)
ভালো লাগলে কমান্ড জানাতে ভুলবেন না।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
apni design gulo korcen jei software diye amar oi softwre lagbe. diben?