মোবাইল মেমোরী কার্ডের দুটি টিপস ( অবশ্যই কাজের)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজকের আপনাদের জন্য নিয়ে আসলাম মেমোরী কার্ডের গুরুত্বপূর্ণ দুটি টিপস যা আপনার জানা একান্ত প্রয়োজন তাহলে অনুসরণ করুন নিচের পদ্ধতি গুলো ভালো করে।
টিপস (০১)

আমরা অনেক সময় কম্পিউটারে মেমোরিকার্ড দিয়ে ছবি/ নাটক/গান লোড করি । অনেক সময় আমাদের এমন কিছু পারসোনাল জিনিস থাকে যেগুলো আমরা কম্পিউটার থেকে হাইড করতে চাই ।

এ সমস্যার সমাধান দেব আমি । আপনি যে ফোল্ডার টা কম্পিউটার থেকে হাইড
করতে চান সেই ফোল্ডারের নামের শেষে শুধু
"." (ফুলস্টিপ) বসিয়ে দিন । যেমন Hossian Photo শেষে "." (ফুলস্টিপ) বসিয়ে দিন।

ব্যাস কাজ শেষ ।এখন কম্পিউটারে মেমোরিকার্ড ঢুকালেও ওই ফোল্ডারে আর
ঢুকতে পারবে না যতোই চেষ্টা করুক, কোন ভাবেই ঢোকা যাবে না।

টিপস (০২)

আপনার জাভা মোবাইলের মেমোরি কার্ড কেউ ফরমেট দিতে পারবে না

প্রথমে আপনার মেমোরি কার্ডের নাম রিনেইম করুন ।
তারপর আপনার রিনেইম করা নামের সাথে .Otb লাগিয়ে দিন যেমন:

Hossian.otb আর কিছু করা লাগবে না !

ব্যাস এবার কেউ আপনার মেমোরি কার্ড ফরমেট করতে পারবেনা !
বিঃ দ্রঃ উপরের কাজগুলো মোবাইলে মেমোরী রেখে কাজ করতে হবে।

(যারা জানেন না তাদের জন্য আমার আজকের টিউন)

ভালো লাগলে কমান্ড জানাতে ভুলবেন না।

আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

apni design gulo korcen jei software diye amar oi softwre lagbe. diben?

    @Mahedi_hasan: অবশ্যই দিব দিব না কেন (আর ২ দিন অপেক্ষা করুন ইনশাআল্লাহ এই সফটওয়ারের সম্পর্কে বিস্তারিত একটা টিউন করব) সাথে থাকুন।

jajakallha khair…apnar post gulu khub e quality somponno…waiting for next one

আপনার ফেসবুক লিংকটা দেয়া যাবে ? আমি http://www.fb.com/rubel24

ভাই আমি nokia N73 করার চেষ্টা করলাম, কাজ হয় না। তারপর nokia 2700c দিয়ে চেক করলাম তাও কাজ হলনা। তারপর symphony X1110 java mobile দিয়ে চেক করলাম,। কাজত হলনা। তাহলে কি আপনি ভুল তথ্য দিয়েছেন? বা কাহিনি কি?

Thanks

কাজ করে, ধন্যবাদ ভাই ।
বাংলা ই-বুক

darun trick

দারুন টিউন । কাজ করে । ভাই আপনি ডিজাইন গুলো কোন সফটওয়ারের মাধ্যমে করেছেন । একটু বলবেন কি ।

ধন্যবাদ কাজ হচ্ছে…………….
আপনার মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল মেনুর পোষ্ট কোথায় ?

    @Himaloy Roy: ইনশাআল্লাহ মাইক্রোসফট ওয়ার্ডের উপর অতি শ্রীঘই টুলস/টেবিল/ উন্ডো/ হেল্প মেনুর বিস্তারিত পাবেন (সাথে থাকুন)
    ধন্যবাদ মন্তব্যর জন্য

মিউজিক প্লেয়ার থেকে কিভাবে ভিডিও অথবা গান hide করব???? কেউ কি জানেন ভাই?

ভাইজান ফুলস্টিপ না লিখে ফুলস্টপ লিখলে চোখ কান দুটোই শান্তি পায়। ধন্যবাদ।

Thanks

vi নোকিয়া জাভা মোবাইলে হয় ঠিকিই কিন্তু পরবর্তী তে চাইনা মোবাইলে বা অন্য মবাইলে ঢুকিয়ে ফর্মেট বা ফোল্ডার ডিলেট করা যায়।

অনেক সুন্দর

Level 0

ভাই পস্ট তা অনেক অনেক ভাল হএছে

Level 0

nokia N72,6220,N8,5130 er jonn ke kaj korbe..?any way.?thank’s

নতুন কিছু জানতে পারলাম । আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ ।