আসুন জানি গ্রাফিক সম্পর্কেঃ ভেক্টর ইমেজ, রাসটার ইমেজ,পিক্সেল

কেমন আছেন সবাই ? আবার চলে আসলাম আপনাদের কাছে গ্রাফিক ডিজাইনের দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে । আমার এই টিউনের মূল বিষয় হল গ্রাফিক ডিজাইনের বিভিন্ন বেসিক । আমরা অনেকেই গ্রাফিক ডিজাইনে দক্ষতার  পরিচয় দিয়েছি কিন্তু আমাদের অনেক সময় অনেক খুঁটিনাটি বিষয় অজানা থেকে যায় যার জন্য আমরা  অন্যদের থেকে পিছিয়ে পরি । আজ আমি আপনাদের সামনে সেইরকম কিছু কথা নিয়ে হাজির হলাম। আসুন জেনে নেই গ্রাফিক সম্পর্কে কিছু কথা ।

রাসটার ইমেজ - রাসটার ইমেজ হল অতি ক্ষুদ্র পিক্সেল এর দারা তৈরি এক ধরনের ইমেজ। একে অনেকে বিটম্যাপ ইমেজ ও বলে । রাসটার ইমেজ এর পিক্সেলের এবং কালার ভেলু নির্দিষ্ট থাকে । আমরা যখন কন ইমেজ কে এডিট করি তখন আসলে আমরা ইমেজ এর পিক্সেল কে এডিট করি ।এর কালার এবং পিক্সেলের ভেলু  নির্দিষ্ট থাকার কারনে জুম করলে ফেটে যায় ।সাধারনত Adobe photoshop রাসটার ইমেজ এর সফটওয়্যার ।রাসটার ইমেজ এর ফরম্যাট এক্সটেনশন হয় .jpg, .png ,.bmp ect. ।

ভেক্টর ইমেজ - ভেক্টর ইমেজ হল জ্যামিতিক বিন্দু ,রেখা ইত্যাদি  নিয়ে তৈরি ইমেজ । ভেক্টর গ্রাফিক এর সাইজ বা কালার এর কোন পরিবর্তন করলেও এর মানের কোন  পরিবর্তন হয় না । Adobe illustrator হল ভেক্টর গ্রাফিক সফটওয়্যার ।সাধারনত ভেক্টর গ্রাফিক এর ফরম্যাট .EPS হয়ে থাকে ।

পিক্সেল - পিক্সেল কে বলা হয় ইমেজ এর ক্ষুদ্রতম একক । অর্থাৎ ইমেজ এর ক্ষুদ্রতম অংশকে পিক্সেল বলে । একেকটি ইমেজ হাজার হাজার পিক্সেল দারা তৈরি হয় । যেমন -আমরা বলি ৫০০*৫০০ পিক্সেল । এর মানে হল ইমেজ টির ৫০০ পিক্সেল লম্বা আর ৫০০ পিক্সেল চওড়া । গ্রাফিক কার্ড এর মাধ্যমে জুম করে দেখলে  ইমেজ এর পিক্সেল কে দেখা যায় ।

রেজিউলেশন - Resulation হল ইমেজ এর প্রতি ইঞ্চিতে পিক্সেলের সংখ্যা । তবে মনে রাখতে হবে যে  কম্পিউটার গ্রাফিক এর জন্য High resulation মানে  high Quality ইমেজ নয় । যেটি  গুরুত্বপূর্ণ সেতি হল পিক্সেলে ইমেজ টির মোট সাইজ । যেমন আমরা বলি মনিটরের রেজিউলেশন ১০২৪*৭৬৮ । এর মানে হইল যে মনিটরের height 1024 pixel  আর  width 768 pixel ।

আজকে এততুকুই । ভাল লাগলে comment করবেন । আবার দেখা হবে ।

Level 0

আমি আসিফ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Asif Khan ।আমি একজন Computer Science & Engineering ছাত্র । Blogging এর নেশা থেকেই techtunes এ Sign up করা ।আশা করি আপনাদের ভাল কিছু উপহার দিতে পারব ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চালিয়ে যান ভাই

Level 0

Bhai, donnobad na diye ki pari

    Level 0

    @mana: thanks for the inspiration.Please just stay with me.

ধন্যবাদ আপনার পোস্টের জন্য ।

কমেন্ট না করে পারলাম না, অনেক সুন্দর পোস্ট—–

    Level 0

    @wantedvirus: ধন্যবাদ । আমি আরও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব । আমাকে শুধু সাপোর্ট দিন ।এতাই আমার জন্য যথেষ্ট ।

Vector somporke janar shuruta apnar maddhome korte parlam. Thanks

Level 0

অসাধারণ খুব ভাল লেগেছে, চালিয়ে যান।

Level 2

নিয়মিত লিখতে থাকেন, জানতে পারছি টুকিটাকি অনেক কিছুই
ধন্যবাদ

    Level 0

    @মেঘ: ভাইরে পরিক্ষার জন্য তেমন কিছুই লেখার সুজোক পাচ্ছিনা ।পরক্ষা সেশ হইলেই আবার লিখা শুরু করব ।