বাংলা ভাষায় e-book এর প্রচলন ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে।ইন্টারনেট ব্যবহারকারী বাংলা ভাষাভাষীদের কাছে ডিজিটাল বই এখন আর তেমন অপরিচিত কিছু নয়।বই এখন শুধু হার্ডকপিতেই নয়, ডিজিটাল কপিতেও পাওয়া যায়।বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, ডিজিটাল বইয়ের ধারণাটিকে অনুধাবন করতে পেরেছেন এবং এই প্রচেষ্টার প্রভাব পড়েছে পাঠ্যবইয়ের সহজলভ্যতাতে।বাংলাদেশ সরকার প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর সকল বই সারা বাংলাদেশের শিক্ষার্থিদের মাঝে ফ্রি বিলি করছে, ঠিক তেমনি সকল বইয়ের ডিজিটাল কপি e-book ওয়েবসাইটে সবার জন্য উন্মুক্ত করেছেন।এতে করে শিক্ষার মান আরো বাড়বে।
পৃথিবীর যে কোন স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে এই বইগুলো ডাউনলোড করা যাবে। বর্তমান সরকারের এই পদক্ষেপ, দেশের জনগণের মধ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহারে নতুন উৎসাহের যোগান দেবে । জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে রাখা বইগুলো nctb পিডিএফ ফাইল হিসেবে রাখা হয়েছে। বইগুলো ডাউনলোড ও ব্যবহার করার জন্য কোন মূল্য পরিশোধ করতে হবে না। আমার মনে হয় আমাদের এবাপ্যারটা আরও প্রচার করতে হবে, কারন প্রচারেই প্রসার।এবং টেকটিউনসের ভিজিটরদের সুবিদার্থে সব কয়টি লিংক দিয়ে দিলাম।
Primary Level
Class 1
Class II
Class III
Class IV
Class V
Secondary Level
Class VI
Class VII
Class VIII
আমি সব গুলো লিংক দেওয়ার চেষ্টা করে ছিলাম ,কিন্তু ৯৯ বেশী লিংক দেওয়া সম্ভব হচ্ছেনা বলে আমি দুঃখিত।এই লিংক থেকে সব গুলো সংগ্রহ করতে পারবেন।
ধন্যবাদ-http://www.destiny2000.net
আমি এস এম নাদিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি নাদিম ,আমি গাজিপুরে থাকি,আমি Multi Level Marketing এ Business করি।এবং পাশাপাশি অনলাইনে আড্বা ,এক কথাই খুব ব্যস্ত।
ভাল লাগল।ধন্যবা ভাই।
http://iusbd.blogspot.com
http://24earnmoney.blogspot.com