আমার সাধারণত ভুল ধরতে তেমন ভাল লাগেনা ।কিন্ত যেহেতু ব্যাপাটা পাবলিকলি তাই ভুল টা ধরাই দিলাম এবং একটু রাগও দেখালাম কারন প্রথম আলোর আইটি বিভাগ একটার পর একটা ভুল করেই যাচ্ছে আমাদের কথা তাদের কানে যাচ্ছে না।মনে হচ্ছে কিছু একটা করতেই হবে না হয় প্রথম আলোর আইটি বিভাগ সোজা হবেনা।
আজকের নিউজটা দেখুন.......
উপরের ছবিতে দেখুন ২ নং এ প্রশ্নদাতা লাইফব্লগ,সিনক্রেনাইজিং ,কানেকশন আর ডিভাইস ম্যানাজার নিয়ে জানতে চেয়েছে ।আর রাস্তা হতে ধরে আনা আইটি বিশেষ অজ্ঞ সাহেব উওর দিয়েছেন এগুলো অপারেটর এর আইকন ।চিন্তা করেন অবস্হা।এগুলো নাকি উনার সেটে ব্যবহার করা যাবেনা।মূলত লাইফব্লগ হল মোবাইলে ব্লগিং করার একটি সফটওয়্যার ।সিক্রেনাইজিং হল আপনার মোবাইলের ফোনবুক বা যেকোন কন্টেন্ট ওয়েব বা কম্পিউটারে ব্যাকআপ রাখার একটা ব্যবস্হা।কানেকশন ম্যানাজার হল আপনার মোবাইলের সমস্ত কানেকশন মানে নেট কানেকশন,কম্পিউটার কানেকশন এগুলো ম্যানেজ করার অপশন।আর ডিভাইস ম্যানাজার পুরা মোবাইলটা ম্যানেজ করার একটা অপশন।
এবার বলেন এইসব পাবলিকরে কি করা যায়।এদের উপরে সারাদেশের মানুষকে জানানোর একটা দায়িত্ব থাকে আর এরা ইচ্ছামত সদরঘাটের মানুষের মত রিপোর্ট করে।এদের কে .....................ভাল থাকবেন সবাই
আরোও ভাল করে জানতে গুগল সার্চ করে দেখতে পারেন।
আমার রিপোর্ট করার উদ্দেশ্য হল প্রথম আলো একটি জনপ্রিয় পেপার তাদের ছোট একটা ভুল সারাদেশের মানুষকে ভুল বার্তা দিতে পারে।আর এটাতো আকাশ পাতাল ভুল।ভবিষ্যতে এইরকম ভুল পেলে টিউন করতে পিছপা হবনা।আশা করি আপনাদের সাপোর্ট পাব।
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
how fanyyyyyyyyy