এত তর্ক-বিতর্কের পর অমি টিউনটি পরিবর্তন করতে বাধ্য হলাম। তার পরও আমার কিছু বলার আছে যা আমি মূল লেখাটির পরে উপস্থাপন করলাম।1
<<"আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারী তাই net use এবং page লোড হওয়ার ব্যপারে তেমন ধারণা নেই । তার পরেও যতটুকু বুঝি তাতে আমার কাছে মনে হচ্ছে টেকটিউনস লোড হতে অনেক সময় লাগে। যা কিনা আমার পিসিতে প্রায় ৫ মিনিট। আমি প্রায় সবকটা ব্রাউজার এবং বিভিন্ন সাইবারকেফে,ভারিসিটি ইত্যাদির মাধ্যমে ব্যবহার করে দেখেছি কিন্তু কোন লাভ হয় নাই। তাই প্রায় এক অর্থে ক্ষুব্দ হয়েই এইরকম টিউন করা ।
অমারা সাবাই (টেকটিউনস-এর ভিজিটর ও টিউনাররা) টেকটিউনসকে খুব ভালবাসি আর এই ভাল বাসার সাইটির যদি এমন দশা হয় তাহলে কেমন লাগতে পারে বলুত। আমার মনে হয় সাবারই খারপ লাগবে এবং সাবাই কমবেশি এই সমস্যার কারনে বিরক্ত ।
আর তাই আমি টেকটিউনস এর ডেভলাপরএর কাছে সবার পক্ষথেকে বিনীত ভাবে অনুরোধ করছি শুধু ডিজাইনের দিকে একতরফা নজর নাদিয়ে পেজলোড হওয়ার ব্যপার টিউ মাথায় রেখে সাইট ডেভলাম কারতে।
নিম্ন টেকটিউনস ও বাংলাদেশর কয়েকটি সাইটের ভারী লোডিং টাইম এর পার্থক্য দেওয়া হল:
১ম ধাপ:
# | Domain name | Size | Load Time | Average Speed per KB |
1 | http://www.prothom-alo.com | 91.59 KB | 0.43 seconds | 0 seconds |
2 | http://www.techtunes.io | 127.92 KB | 7.1 seconds | 0.06 seconds |
3 | http://www.amarblog.com | 87.66 KB | 3.08 seconds | 0.04 seconds |
4 | http://www.eee-lab.com | 45.49 KB | 1.21 seconds | 0.03 seconds |
5 | http://www.bdweb7.com | 26.8 KB | 0.28 seconds | 0.01 seconds |
6 | http://www.somewhereinblog.net | 53.1 KB | 0.6 seconds | 0.01 seconds |
২য় থাপ:
# | Domain name | Size | Load Time | Average Speed per KB |
1 | http://www.prothom-alo.com | 91.65 KB | 0.38 seconds | 0 seconds |
2 | http://www.techtunes.io | 127.9 KB | 12.15 seconds | 0.1 seconds |
3 | http://www.amarblog.com | 87.48 KB | 1.83 seconds | 0.02 seconds |
4 | http://www.eee-lab.com | 45.49 KB | 1.16 seconds | 0.03 seconds |
# | Domain name | Size | Load Time | Average Speed per KB |
1 | http://www.techtunes.io | 127.52 KB | 11.81 seconds | 0.09 seconds |
আপনারাও ট্রাই করে দেখতে পারেন.....
সূত্র: http://www.iwebtool.com/speed_test?
দয়াকরে টিউনটি উপযোক্ত ব্যাক্তি বিষেশের কাছে না পৌছানোর আগ পর্যন্ত ডিলেট করবেন না ">>
নম্বার 1 পরার পর হয়ত টিউনাররা আরও ক্ষিপ্ত হতে পারেন আমি টিনটি ডিলিট না করে পরিবর্তনের কথা কেন বললাম । এ বিষয়ে এখন বলছি।
রাত প্রায় ১১ টার টিকে অমি টেকটিউনস পড়ার জন্য পিসির সামনে বসি কিন্তু পেজ লোড হয়াতে দেরি হওয়া খুব বিরক্ত হচ্ছিলাম । এ রকম শুধু গত কালকে যে ছিল তা না প্রতিদিনই এমন হত । কালকে বিরক্ত হওয়ার আরও একটি কারন আমার আজকে সকালে লেব পরীক্ষা থাকায় আমি নেটের সামনে এসেছিলাম খুব অল্প সময়ের জন্য কিন্তু লোড হওয়ার সমস্যায় কিছুটা রাগ হর তাই সিদ্ধান্ত নেই টিউন করেই তা জানানোর যাতে অন্যরাও এসম্পকে কিছু বলতে পারে । কিন্তু টিউন করতে গিয়ে পরলাম আরেক বিরম্বনায় এ সর্ম্পকে একটু পরে আলোচনা করছি। যাই হোক টিউনটি করলাম উদ্দেশ্য ছিল টিউনটি যথাযথ ব্যক্তি বা কর্তীপক্ষের কাছে পৌছার পর টিউনটি ডিলিট করে দেওয়া যা আমি উল্লেখ্যও করেছিলাম। কিন্তু রাত বেশি (২টা) হওয়াতে আমি সব গুলো কমেন্ট গুলো পড়া বা টিউন টি ডিলিট আর করতে পারি নাই আমাকে ঘুমাতে যেতে হয়।
এখন যখন পরীক্ষা শেষে বাসায় এসে এই অবস্থা দেখলাম তখন আর এর উত্তর না দিয়ে পারছিনা তাই টিউনটি অপডেট করলাম।
সমষ্টিগত সমস্য ধাকলেও যেহেতু টিউনটি ব্যাক্তি গত আক্রস থেকে করা তাই নানান জনে নানান কথা বলেছেন এতে আমি একটু্ও বিরক্ত বা খুসি হই নাই। আনেকে টিউনটিকে উদ্দেশ্য প্রনোদিত বলে আক্ষাইত করেছেন, কেউ কেউ ভুয়া টিউন ফাল্তু টিউনার বলতেও বাকি রাখেননি কেউবা বলেছেন টি্উনটি করে হিরো হয়ে গেছি যদিও এর মধ্যে আনেকেই স্বীকার করেছেন যে তাদের টেকটিনস এ ঢুকতে অনেক সময় লাগে আমার মত এত বেশী না লাগলেও ।
১৮০ টি কমেন্টের ব্যপারে বলতে হয় যদি সমস্যা না হত তাহলে ১বছরে ১৮০ টা কমেন্ট না টিউন থাকতো কেউ কেউ যদি ৩ মাসে সেঞ্চুরী করতে পারে।
যাই হোক সব কিছুর জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। তবুও বিষয়টি পরিষ্কার করার জন্য আমার বিপক্ষের কিছু কমেন্টের উত্তর দিতে হচ্ছে।
প্রথমত: আনেকে আমার নেট স্লো এই কথা উলেখ্য করেছেন তাদের জন্য বলছি আমার নেট স্পিড সন্ত্যেষ জনক কারন আমার পিসিতে প্রথম আলোর মতো সাইট গুলো লোড হতে বড়জোর ১ মিনিট সময় নে যার স্পিড 12-15 Kilobyte/second ।
দিতীয়ত: এসব সমস্যর কারন হিসেবে আমার যা মনে হচ্ছে তা যতটানা ডেভলাপ তার জন্য দায়ী তার থেকে তাদের হোস্টের সমস্যাই বেশী দায়ী । কি কারনে আমার এমন মনে হল তা আমি নিচের পরিসংখান টা দেখলে বুজতে পারবেন। আজকে আমি টেকটিউনস এ ঢুকার সময় তা মেপে রেখে ছিলাম।
টেকটিউনস এ ঢুকতে: http://www.techtuens.com.bd
waiting for techtuens.com.bd এর জন্য ব্যয় করতে হয় 0.54 min
connecting to techtuens.com.bd -------------->> 0.11 min
Transferring data from techtuens.com.bd-------->>1.31 min তখন যাস্ট পেইজটি দেখাযায়। (সময় 2.36min) এবং
পুরপুরি লোড হতে সময় নে প্রায় ----------------------------------->>3.00 min
লগইন পেজ আসতে:
waiting for techtuens.com.bd এর জন্য ব্যয় করতে হয় 0.39 min
connecting to techtuens.com.bd -------------->> 0.07 min
Transferring data from techtuens.com.bd-------->>1.36 min
পুরপুরি লোড হতে সময় নে প্রায় ----------------------------------->>2.50 min প্রায়
টিউনার প্যানেল এ যেতে:
waiting for techtuens.com.bd এর জন্য ব্যয় করতে হয় 0.45 min
connecting to techtuens.com.bd -------------->> 0.08 min
Transferring data from techtuens.com.bd-------->>1.57 min
পুরপুরি লোড হতে সময় নে প্রায় ----------------------------------->>3.27 min প্রায়
আর টিউন প্রকাশ করতে কত সময় নে তা নাই বললাম যা গত কালকে প্রায় ৮ মিনিট এর উপরে লেগেছে । দুই তিন বার আমাকে পুন:প্রকাশ করতে ট্যাগ সিলেক্ট বিভাগ সিলেক্টের জন্য এতে পায় ৩০ মিনিট লাগে টিউন প্রকাশ করতে।
আর এর জন্য য মনে হয় তাতে বুঝা যাচ্ছে টেকটিউনের হোস্ট খুব স্লো.. কারন waiting for techtuens.com.bd এতে আনেক সময় লাগে এর অর্থ আমি যতটুকু বুঝি তা হল আমার পিসি থেকে যখন টেকটিউনস কে পেজ ভিউ করার জন্য তখন তার কাছে পৌছতে এবং রিপ্লাই হয়ে ফিরে আসতেই অনেক সময় লেগে যায় । তার পরে তো connecting ., transferring data এসব তো বাকি থেকেই যায়।
ওয়েব মাস্টারদের মতে একটি সাইট কখনও লোড ১৫-২০ সেকেন্ডের বেশি যাতে না লাগে সেদিকে খেয়াল রাখতে। আর অনেকে বলছে তাদের পেজটি লোড হতে ১.৫ মিনিটের মত সময় নে তাতে তারা খুব খুশি তাদের স্পিড খুব ভাল। সারাজীবন স্লো নেট ব্যবহার করলেতো এটাকে আপনার ফাস্ট মনে হবেই।
টেকটিউনসের আরোও একটা বঢ় সমস্যা হল এটা পেজ পুরো লোড হওয়ার পর এক সাথে show করে কিন্তু অন্যান্য সাইট প্রথম থেকেই show করা শুরু করে এবং একটার পর একটা লোড হতে থাকে। যেমনটি ফেসবুক।
এখন আপনারা বলুন এতো কিছুর পরেও এটা কি আমার উদ্দেশ্য প্রনোদিত ছিল বা বিষয়টি কি ফাল্তু..?? আমি হয়তো নিয়মিত টিউনার না টাই হটাৎ করে এমন একটা আভিযোহ টিউনের মাধ্যমে উপস্থাপন করা বোদহয় আমার উচিত হয় নিই। এসর্ম্পকে বলতে হয় অমি কোন টিউনার বা রাইটান না টাই টিউন করি না কিন্তু এতোটিকু বলতে পারি যে আমি টেকটিনস এর একজন নিয়মিত পাঠন। তাই পঠন হিসেবে আমার যদি এতোটুকু বলার অধিকার না থাকে তাহলে আমি খুবই দুঃখিত। আর পাঠক ছাড়া যেমন লেখকের দাম নেই তেমনি সবাই যদি লেখয় হয়ে যায় তাহলে লেখকের মর্যাদা থাকে না। তাই আমি টেকটিউনসের একজন নিয়মিত পাঠক হিসেবেই থাকতে চাই যদি আপনারা থাকতে দেন।
সবশেষে আমি টিউনটি করে যেসব টিউনার , পাঠক ও টেকটিউনে সুভাকংখী দের মনে ব্যথা দিয়েছি তাদের কাছে আন্তরিক ভাবে ক্ষমা পার্থনা করছি।
আমি MARUF AHMAD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 379 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কোন কিছু বলবার মত নেই।
ভাই আপনার উদ্দেশ্য কি আমি জানি না।কিন্ত কি করে আপনি বললেন টেকটিউন লোড হতে ৫ মিনিট টাইম লাগে??আমি সাধারন ইন্টারনেট কানেকশন ব্যবহার করি আমারতো এক মিনিটের উপরে কথনো লাগেনা।আবার সামুর নামও দেখলাম ভাই সামুর মত ফাস্ট কোন ব্লগ আমি দেখি নাই।নিজের নেট কানেকশনের দূর্বলতার ভার কেন অন্যের ঘাড়ে দিতে চাচ্ছেন।???