শিরনামহীন——–>> টেকটিউনস বিষয়ক। (প্রকাশিত টিউনের updade)

এত তর্ক-বিতর্কের পর অমি টিউনটি পরিবর্তন করতে বাধ্য হলাম। তার পরও আমার কিছু বলার আছে যা আমি মূল লেখাটির পরে উপস্থাপন করলাম।1

<<"আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারী তাই net use এবং page লোড হওয়ার ব্যপারে তেমন ধারণা নেই । তার পরেও যতটুকু বুঝি তাতে আমার কাছে মনে হচ্ছে টেকটিউনস লোড হতে অনেক সময় লাগে। যা কিনা আমার পিসিতে প্রায় ৫ মিনিট। আমি প্রায় সবকটা ব্রাউজার এবং বিভিন্ন সাইবারকেফে,ভারিসিটি ইত্যাদির মাধ্যমে ব্যবহার করে দেখেছি কিন্তু কোন লাভ হয় নাই। তাই প্রায় এক অর্থে ক্ষুব্দ হয়েই এইরকম টিউন করা ।
অমারা সাবাই (টেকটিউনস-এর ভিজিটর ও টিউনাররা) টেকটিউনসকে খুব ভালবাসি আর এই ভাল বাসার সাইটির যদি এমন দশা হয় তাহলে কেমন লাগতে পারে বলুত। আমার মনে হয় সাবারই খারপ লাগবে এবং সাবাই কমবেশি এই সমস্যার কারনে বিরক্ত ।
আর তাই আমি টেকটিউনস এর ডেভলাপরএর কাছে সবার পক্ষথেকে বিনীত ভাবে অনুরোধ করছি শুধু ডিজাইনের দিকে একতরফা নজর নাদিয়ে পেজলোড হওয়ার ব্যপার টিউ মাথায় রেখে সাইট ডেভলাম কারতে।

নিম্ন টেকটিউনস ও বাংলাদেশর কয়েকটি সাইটের ভারী লোডিং টাইম এর পার্থক্য দেওয়া হল:
১ম ধাপ:

#

Domain nameSizeLoad TimeAverage Speed per KB
1http://www.prothom-alo.com91.59 KB0.43 seconds0 seconds

2http://www.techtunes.io127.92 KB7.1 seconds0.06 seconds

3http://www.amarblog.com87.66 KB3.08 seconds0.04 seconds

4http://www.eee-lab.com45.49 KB1.21 seconds0.03 seconds

5http://www.bdweb7.com26.8 KB0.28 seconds0.01 seconds

6http://www.somewhereinblog.net53.1 KB0.6 seconds0.01 seconds

২য় থাপ:

#

Domain nameSizeLoad TimeAverage Speed per KB
1http://www.prothom-alo.com91.65 KB0.38 seconds0 seconds

2http://www.techtunes.io127.9 KB12.15 seconds0.1 seconds

3http://www.amarblog.com87.48 KB1.83 seconds0.02 seconds

4http://www.eee-lab.com45.49 KB1.16 seconds0.03 seconds

#

Domain nameSizeLoad TimeAverage Speed per KB
1http://www.techtunes.io127.52 KB11.81 seconds0.09 seconds

আপনারাও ট্রাই করে দেখতে পারেন.....
সূত্র: http://www.iwebtool.com/speed_test?

দয়াকরে টিউনটি উপযোক্ত ব্যাক্তি বিষেশের কাছে না পৌছানোর আগ পর্যন্ত ডিলেট করবেন না  ">>

নম্বার 1 পরার পর হয়ত টিউনাররা আরও ক্ষিপ্ত হতে পারেন আমি টিনটি ডিলিট না করে পরিবর্তনের কথা কেন বললাম । এ বিষয়ে এখন বলছি।

রাত প্রায় ১১ টার টিকে অমি টেকটিউনস পড়ার জন্য পিসির সামনে বসি কিন্তু পেজ লোড হয়াতে দেরি হওয়া খুব বিরক্ত হচ্ছিলাম । এ রকম শুধু গত কালকে যে ছিল তা না প্রতিদিনই এমন হত । কালকে বিরক্ত হওয়ার আরও একটি কারন  আমার আজকে সকালে লেব পরীক্ষা থাকায় আমি নেটের সামনে এসেছিলাম খুব অল্প সময়ের জন্য কিন্তু লোড হওয়ার সমস্যায় কিছুটা রাগ হর তাই সিদ্ধান্ত নেই টিউন করেই তা জানানোর যাতে অন্যরাও এসম্পকে কিছু বলতে পারে । কিন্তু টিউন করতে গিয়ে পরলাম আরেক বিরম্বনায় এ সর্ম্পকে একটু পরে আলোচনা করছি। যাই হোক টিউনটি করলাম উদ্দেশ্য ছিল টিউনটি যথাযথ ব্যক্তি বা কর্তীপক্ষের কাছে পৌছার পর টিউনটি ডিলিট করে দেওয়া যা আমি উল্লেখ্যও করেছিলাম। কিন্তু রাত বেশি (২টা) হওয়াতে আমি সব গুলো কমেন্ট গুলো পড়া বা টিউন টি ডিলিট আর করতে পারি নাই আমাকে ঘুমাতে যেতে হয়।

এখন যখন পরীক্ষা শেষে বাসায় এসে এই অবস্থা দেখলাম তখন আর এর উত্তর না দিয়ে পারছিনা তাই টিউনটি অপডেট করলাম।
সমষ্টিগত সমস্য ধাকলেও যেহেতু টিউনটি ব্যাক্তি গত আক্রস থেকে করা তাই নানান জনে নানান কথা বলেছেন এতে আমি একটু্‌ও বিরক্ত বা খুসি হই নাই। আনেকে টিউনটিকে উদ্দেশ্য প্রনোদিত বলে আক্ষাইত করেছেন, কেউ কেউ ভুয়া টিউন ফাল্তু টিউনার বলতেও বাকি রাখেননি কেউবা বলেছেন টি্‌উনটি করে হিরো হয়ে গেছি যদিও এর মধ্যে আনেকেই স্বীকার করেছেন যে তাদের টেকটিনস এ ঢুকতে অনেক সময় লাগে আমার মত এত বেশী না লাগলেও ।

১৮০ টি কমেন্টের ব্যপারে বলতে হয় যদি সমস্যা না হত তাহলে ১বছরে ১৮০ টা কমেন্ট না  টিউন থাকতো কেউ কেউ যদি ৩ মাসে সেঞ্চুরী করতে পারে।

যাই হোক সব কিছুর জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। তবুও বিষয়টি পরিষ্কার করার জন্য আমার বিপক্ষের কিছু কমেন্টের উত্তর দিতে হচ্ছে।
প্রথমত: আনেকে আমার নেট স্লো এই কথা উলেখ্য করেছেন তাদের জন্য বলছি আমার নেট স্পিড সন্ত্যেষ জনক কারন আমার পিসিতে প্রথম আলোর মতো সাইট গুলো লোড হতে বড়জোর ১ মিনিট সময় নে যার স্পিড 12-15 Kilobyte/second  ।
দিতীয়ত: এসব সমস্যর কারন হিসেবে আমার যা মনে হচ্ছে তা যতটানা  ডেভলাপ তার জন্য দায়ী তার থেকে তাদের হোস্টের সমস্যাই বেশী দায়ী । কি কারনে আমার এমন মনে হল তা আমি নিচের পরিসংখান টা দেখলে বুজতে পারবেন। আজকে আমি টেকটিউনস এ ঢুকার সময় তা মেপে রেখে ছিলাম।
টেকটিউনস এ ঢুকতে: http://www.techtuens.com.bd
waiting for techtuens.com.bd এর জন্য ব্যয় করতে হয় 0.54 min
connecting to techtuens.com.bd -------------->> 0.11 min
Transferring data from techtuens.com.bd-------->>1.31 min   তখন যাস্ট পেইজটি দেখাযায়। (সময়  2.36min) এবং
পুরপুরি লোড হতে সময় নে প্রায় ----------------------------------->>3.00 min
লগইন পেজ আসতে:
waiting for techtuens.com.bd এর জন্য ব্যয় করতে হয় 0.39 min
connecting to techtuens.com.bd -------------->> 0.07 min
Transferring data from techtuens.com.bd-------->>1.36 min
পুরপুরি লোড হতে সময় নে প্রায় ----------------------------------->>2.50 min প্রায়
টিউনার প্যানেল এ যেতে:
waiting for techtuens.com.bd এর জন্য ব্যয় করতে হয় 0.45 min
connecting to techtuens.com.bd -------------->> 0.08 min
Transferring data from techtuens.com.bd-------->>1.57 min
পুরপুরি লোড হতে সময় নে প্রায় ----------------------------------->>3.27 min প্রায়
আর টিউন প্রকাশ করতে কত সময় নে তা নাই বললাম যা গত কালকে প্রায় ৮ মিনিট এর উপরে লেগেছে । দুই তিন বার আমাকে পুন:প্রকাশ করতে ট্যাগ সিলেক্ট বিভাগ সিলেক্টের জন্য এতে পায় ৩০ মিনিট লাগে টিউন প্রকাশ করতে।

আর এর জন্য য মনে হয় তাতে বুঝা যাচ্ছে টেকটিউনের হোস্ট খুব স্লো.. কারন waiting for techtuens.com.bd এতে আনেক সময় লাগে এর অর্থ আমি যতটুকু বুঝি তা হল আমার পিসি থেকে যখন টেকটিউনস কে পেজ ভিউ করার জন্য তখন তার কাছে পৌছতে এবং রিপ্লাই হয়ে ফিরে আসতেই অনেক সময় লেগে যায় । তার পরে তো connecting ., transferring  data এসব তো বাকি থেকেই যায়।

ওয়েব মাস্টারদের মতে একটি সাইট কখনও লোড ১৫-২০ সেকেন্ডের বেশি যাতে না লাগে সেদিকে খেয়াল রাখতে। আর অনেকে বলছে তাদের পেজটি লোড হতে ১.৫ মিনিটের মত সময় নে তাতে তারা খুব খুশি তাদের স্পিড খুব ভাল। সারাজীবন স্লো নেট ব্যবহার করলেতো এটাকে আপনার ফাস্ট মনে হবেই।

টেকটিউনসের আরোও একটা বঢ় সমস্যা হল এটা পেজ পুরো লোড হওয়ার পর এক সাথে show করে কিন্তু অন্যান্য সাইট প্রথম থেকেই show করা শুরু করে এবং একটার পর একটা লোড হতে থাকে। যেমনটি ফেসবুক।

এখন আপনারা বলুন এতো কিছুর পরেও এটা কি আমার উদ্দেশ্য প্রনোদিত ছিল বা বিষয়টি কি ফাল্তু..?? আমি হয়তো নিয়মিত টিউনার না টাই হটাৎ করে এমন একটা আভিযোহ টিউনের মাধ্যমে উপস্থাপন করা বোদহয় আমার উচিত হয় নিই। এসর্ম্পকে বলতে হয় অমি কোন টিউনার বা রাইটান না টাই টিউন করি না কিন্তু এতোটিকু বলতে পারি যে আমি টেকটিনস এর একজন নিয়মিত পাঠন। তাই পঠন হিসেবে আমার যদি এতোটুকু বলার অধিকার না থাকে তাহলে আমি খুবই দুঃখিত। আর পাঠক ছাড়া যেমন লেখকের দাম নেই তেমনি সবাই যদি লেখয় হয়ে যায় তাহলে লেখকের মর্যাদা থাকে না। তাই আমি টেকটিউনসের একজন নিয়মিত পাঠক হিসেবেই থাকতে চাই যদি আপনারা থাকতে দেন।

সবশেষে আমি টিউনটি করে যেসব টিউনার , পাঠক ও টেকটিউনে সুভাকংখী দের মনে ব্যথা দিয়েছি তাদের কাছে আন্তরিক ভাবে ক্ষমা পার্থনা করছি।

Level 0

আমি MARUF AHMAD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 379 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কোন কিছু বলবার মত নেই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার উদ্দেশ্য কি আমি জানি না।কিন্ত কি করে আপনি বললেন টেকটিউন লোড হতে ৫ মিনিট টাইম লাগে??আমি সাধারন ইন্টারনেট কানেকশন ব্যবহার করি আমারতো এক মিনিটের উপরে কথনো লাগেনা।আবার সামুর নামও দেখলাম ভাই সামুর মত ফাস্ট কোন ব্লগ আমি দেখি নাই।নিজের নেট কানেকশনের দূর্বলতার ভার কেন অন্যের ঘাড়ে দিতে চাচ্ছেন।???

দয়াকরে টিউনটি উপযোক্ত ব্যাক্তি বিষেশের কাছে না পৌছানোর আগ পর্যন্ত ডিলেট করবেন না

    Abdullah Abu Sayed ভাই আমাদের এখানে ব্রডব্যান্ড লাইন যারা কমরেটে চালাতে চায় তাদের জন্য 64 kbps একটা ব্যবস্থা রাখা হয়েছে । যদি আপনার ISP বা রিসেলার এই রকম ব্যবস্থা করে থাকে এবং আপনি কমরেটে লাইন চালান তাহলেও এটা বিশ্বাসযোগ্য কথা হবে না । একটু স্লো কিন্তু ৫ মিনিট ! এই টিউনটি কিছুটা হলেও টেকটিউনসের উপর বিরূপ প্রভাব ফেলবে । তাই টিউনটি মুছে ফেলাই ভাল ।

    আরে ভাই আমি যখন পৃথিবীর সবচেয়ে Slow একটেলের লাইন ইউস করতাম তখন ও কোনোদিন দেখি নাই techtunes ওপেন হতে দের মিনিটের বেশি সময় লাগে।

আমারো কখনই এতটা টাইম লাগে নাই যতটা আপনি বলে বেড়াচ্ছেন ……… ৩০ সেকেন্ডের মধ্যেই আমার ব্রাউজারেসাইট লোড হয়ে যায়। জানিনা, তবে আপনার কথা যদি সত্যই হয়ে থাকে , তাহলে আমি বলব THAT’S A GREAT SIGN ….. বোঝা যাচ্ছে টেকটিউন্সের ভিজিটর কত আর সার্ভারে কি পরিমান প্রেসার দিচ্ছে…… তবে আপনাদের কে এই বলে আস্বস্ত করতে পারি ……… আমরা শীঘ্রই ডেডিকেটেড সার্ভার অথবা ক্লাউড কম্পিউটিং এর দিকে যাব।

    ভাই এত টাইম তো কোনদিন লাগেনা।তবে ডেডিকেটেড এ গেলেও তো ভালই হয়।

    মামুন ভাই মানতে পারলাম না একটা কল তো দিতে পারতেন ।

Level 0

ধন্যবাদ আপনাকে বিষয়টি উপস্থাপন করার জন্য। ওয়াইড পেজের দিকেও দৃষ্টি দেবার জন্য কতৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।

@Abdullah Abu Sayed- টাইটেলটা আর একটু নমনীয় হওয়া উচিত ছিল।

    আমি samehood’এর সাথে একমত। টেকটিউনসকে (খুব) ভালবাসলে একটু ভালবেসেই নাহয় বলতেন!

    আমি samehood’এর সাথে একমত। টেকটিউনসকে (খুব) ভালবাসলে একটু ভালবেসেই নাহয় বলতেন! আমি তো নতুন, আমারও খারাপ লাগলো এই শিরোনাম দেখে।

@mamun ,
আপনি বিস্বাষ করবেন কিনা জানি না। এই টিউনটি যখন publish করার জন্য প্রকাশ বাটনএ ক্লিক করি তখন প্রায় অমাকে ৮ মিনিট বসে থাকতে হয়।

এই লেখাটা দেখাযেত .
waiting for techtuens.com.bd………… ..
connecting to techtuens.com.bd……….

    ৮ মিনিট… আরে কি বলেন আপনি?
    আমার মনে হয় আপনার নেটে সমস্যা আছে
    কোন মডেম ইউজ করেন?

    ভাই আমি নিশ্চিত আপনার নেটে সমস্যা কারন আমরাতো ভাই মাঝে মাঝে টিউন করি।

Level 2

আপনি যতটা সময় লাগে বললেন ঠিক ততটা সময় আসলে লাগে না। আমি মোবাইলকে মডেম হিসাবে ব্যবহার করি। তাতেও দেখা যায় ১ থেকে ১.৫ মিনিটের মধ্যে পেজ লোড হয়ে যায়। ইদানীং টেকটিউনস এর ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স চেইঞ্জ করায় এটি আরো কিছুটা দ্রুত হয়েছে। তবে সামু’র চেয়ে এর স্পীড কম এ কথা সত্যি। বিভিন্ন কারণে এর ভিজিটরও তুলনামূলকভাবে কম। ইদানীং পোস্টও হচ্ছে খুব কম। যদিও এটি একটি গুরুত্বপূর্ণ সাইট। কিন্তু এতে আরও অনেক কিছু সংযোজনের প্রয়োজন।

* টিউনার প্রোপ্রাইল আরো সমৃদ্ধশালী করা দরকার।

* একজন টিউনার বা মেম্বারকে তার পছন্দের সাইট টেকটিউনস এর অধীনেই তার নিজস্ব বুকমার্ক এ রাখার সুযোগ দেয়া উচিত।

* একজন টিউনারের সাথে অন্য টিউনারের ব্যাক্তিগত যোগাযোগের জন্য টিউনারদের নিজস্ব প্রোপাইলে মন্তব্য রাখার সুযোগ দিলে ভাল হয়।

* প্রত্যেক টিউনারের মন্তব্য সমূহ এবং তাদের মন্তব্যের প্রতুত্তরে দেয়া মন্তব্যসমূহ একসাথে দেখার ব্যবস্থা করা যায়।

আশা করি কর্তৃপক্ষ উদ্যোগ নিবেন।

আর শিরোনামটি কিন্তু এভাবে দেয়া ঠিক হয়নি। অনুগ্রহ পূর্বক পরিবর্তণ করুন।

সবাইকে ধন্যবাদ।

@all
আমার অন্য কোন উদেশ্য নাই থাকলে হয়তো অন্যকোন ভাবে তা পুরণ করার চেস্টা করতাম।
টেকটিউনসকে খুববেশি ভালবাসি বলেই এমন অভিমন করে ক্ষুব্ধ ভঙ্গিতে কথাটা বলা যাটে খুব তারাতারি সমস্যর সমাধান হয়।
যদি সমস্যটা এত গুরুতর না হত তাহলে এই ভাবে টিউন করতাম না……..
আর অমি যা বলেছি সব সত্য…… আমার এইরকম সময়ই লাগে চাইলে এসে দেখেযেতে পারেন তখন অাপনি নিজেই আমার থেকে বেশি খুব্ধ হবেন।
আমি ব্রডবেনড ব্যবহার করি speed 12-15KBpS থাকে। টেকটিউনস থেকে অনান্য বড় সাইট গুলো ভিজিট করতে অনেক কম সময় লাগে যা আমি উল্লেখ্য করে দিয়েছি।

    Level 2

    আমরা বলছি না আপনার বক্তব্য অসত্য আর এটাও বুঝতে পারছি আপনি টেকটিউনস এর একজন ভাল ভক্ত। কিন্তু শিরোনামটা এভাবে না লিখলেও পারতেন। যাক্ ক্ষোভতো প্রকাশ করেছেন। এবার শিরোনামটা বদলান।

    আর এটাও ঠিক যে, এ সাইটটি দিন দিন যে হারে জনপ্রিয় হচ্ছে সেহারে এর ফিচারগুলো সমৃদ্ধ হচ্ছে না। আমি শেষ যে টিউনটি করেছি তাতে আমাকে যথেষ্ট বেগ পেতে হয়েছে এবং আমিও মনে মনে ভাবছিলাম আর কোনদিন টিউন করবো না। তবে সব সময় এমন হয় না। এটা বিভিন্ন কারণে হতে পারে। যে কারণগুলো টেকটিউন কর্তৃপক্ষের আওতার বাইরে সেগুলো নিয়ে কিছু বলার নেই। কিন্তু তাঁদের কোন প্রযুক্তিগত সমস্যার কারণে যাতে সাইট ডাউনলোড হতে সময় না লাগে সে দিকে দৃষ্টি দেয়া প্রয়োজন।

    ভাই এটা আপনার আইএসপি এর সমস্যা।কিছুদিন আগে দেখা গিয়ছিল বাংলাদেশের কিছু কিছু আইএসপি এর লাইন থেকে টেকটিউন্স দেখা যাছিল না।

আমি কয়েকটি তথ্য দিচ্ছি। আমি মাত্র ৩৮৪ kbps কানেকশান ব্যাবহার করি এবং রাতে সেটাই ৭৬৮ kbps দেয় আমার সার্ভিস প্রোভাইডার, টেকটিউনস লোড হতে আমার সময় নেয় দিনের বেলায় প্রায় ৩০ সেকেন্ড, রাতের বেলায় ১৭-১৮ সেকেন্ডের বেশি না। পোস্ট প্রকাশ করতে দিনের বেলায় প্রায় ৪৫ সেকেন্ড সময় লেগে গেলেও রাতের বেলায় তা ৩০ সেকেন্ড লেগেছে দেখেছি। মাঝে মাঝে আমারও পেজ লোড হতে সময় লাগে তা আমিও অস্বীকার করবোনা, তবে সেটা সবসময়ে নয়। এছাড়া আমার লোড টাইম সামান্য কম হবে কারন Turbo ব্যাবহার করি (Gears settings)। আপনি যে স্পিড টেস্ট টুল দিয়েছেন, সেইটা দিয়ে আমি তিনটি .com.bd ওয়েবসাইট টেস্ট করলাম, ফলাফল এখানে দিলাম – (১) techtunes.io – 1.417 seconds (২) music.com.bd – 4.329 seconds (৩) undp.org.bd – 0.448 second
তাহলেই বুঝতে পারছেন, ওই ওয়েবসাইট আপনাকে টেকটিউনসের বেলায় একবার ৭ সেকেন্ড বললো, পরের বারে ১২ সেকেন্ড বলো। আর আমি এইদিকে পেলাম ১.৪১৭ সেকেন্ড? পেজ রিফ্রেশ করতেই দেখছি আর লোড হচ্ছেনা ওই ওয়েবসাইট। তাদেরই বা কেমন ওয়েবসাইট? আমাকে এক রিপোর্ট দেয় আর আপনাকে আরেক রিপোর্ট দেয় যা একটা অন্যটার ধারে কাছেও নয়! যাই হোক, আমার ব্যাক্তিগত মতামত যে এইটা আসলে DNS resolving time লাগছে কখনও বেশি কখনও কম। আমার ভুলও হতে পারে। আরেকটা কথা, আঞ্চলিক ভাষার ওয়েবসাইটের জন্য ভারতীয় ওয়েবমাস্টাররা ভারতীয় সার্ভারেই ওয়েবসাইট বানাচ্ছেন, যাতে করে লোক্যাল ইউজাররা অল্প পিং স্পিডে সার্ভার রিপ্লাই পেয়ে যান, মানে দ্রুততর ব্রাউজিং হচ্ছে। উধারন – পিং করলাম http://www.rediff.com পিং রিপ্লাই ২৭ms, পিং করলাম techtunes.io পিং রিপ্লাই ২৯১ms তাহলে বুঝতে পারছেন সার্ভার লোকেশানের জন্য কতোখানি তারতম্য হতে পারে? সুতরাং একটি ওয়েবসাইটের লোড টাইম অনেকগুলি জিনিসের উপরে নির্ভর করে। ডেডিকেটেড সার্ভারে গেলেই যে স্পিড বাড়বে তা নাও হতে পারে। DNS resolving দেরী হলে হোস্টিং সার্ভার কি এবং কতো ক্ষমতাসম্পন্ন তাতে সাইট তাড়াতাড়ি লোড হবেনা। আবারও বলছি, এইসব আমার ব্যাক্তিগত মতামত, আমার ভুলও হতে পারে, আমার ভুল হলে শুধরে দেবেন প্লিজ।

    ভাই এতো কিছু জানি না। আমি আজ পর্যন্ত যে কয়টা সাইট ভিজিট করছি তার মধ্যে টেকটিউনস কেই আমার বেশি স্লো মনে হয়েছে।

@এডমিন
আসলে ব্যাপারটি নিয়ে যুক্তি, তর্ক বা গর্বিত না হয়ে এডমিন এর উচিত আসলেই সমস্যা কতটা গুরুতর তা খতিয়ে দেখা এবং তা সমাধানে দ্রুত উদ্যেগ নেয়া।

@ সবাই
তবে যতটা বলা হয়েছে ততটা না হলেও টেকটিউন যে কিছুটা ধীর আগের তুলনায় এটা সবাই সম্মত হবেন এবং আরো কিছু সমস্যা আছে যা সম্বন্ধে সাইট এডমিন সকলের চেয়ে ভাল জানেন তবে সাইটের সম্মানিত মডারেটর যেহেতু ইতোমধ্যেই এর সমাধানের উদ্দ্যেগ নেবার আশ্বাষ দিয়েছেন তাই আর এ ব্যাপারটি দীর্ঘায়িত না করে আমরা তার কথার বাস্তবায়নের প্রত্যাশায় থাকি। এরপরও যদি কারও কোন কথা থাকে তা কতৃপক্ষের বাগ রিপোর্ট মেইল জানাতে পারেন।

@টিউনার
যেহেতু উপযুক্ত কতৃপক্ষ ব্যাপারটি ইতোমধ্যে জেনেছেন তাই টিউনটি মুছে দিন।

    ইস্‌, শাকিল, আপনার এই মন্তব্য আগে পড়লে আমি এতোবড় মন্তব্য করতামই না! 😛
    আমি মনে হয় একটু বাড়াবাড়ি করে ফেলেছি, মাফ করবেন সকলে…

    এত বিতর্কেরও কারনে টিউনটি মুছতে না পারা জন্য দুঃখিত। এর কারে পূণঃপ্রকাশে জানিয়ে দিয়েছি।

আমার কাছেও মনে হয় টেকটিউনস লোড হতে তুলনামুলক বেশি সময় লাগে।

আসলে আমি ঐ জিনিসটা দেখছি ওনেক দিন থেকে টেকটিউনস লোড হতে ওনেক সময় লাগে আমি 10MB কানেকশান ব্যাবহার করি । অন্যান্য সাইটের ছেয়ে টেকটিউনস লোড হতে তুলনামুলক বেশি সময় লাগে। তাই ওনেক সময় টেকটিউনস এ আসিনা রাগে ।

    ভাই আপনি 10MB মানে ৮০Mb কানেকশন ব্যবহার করেন???তারপরও আপনারও রাগ????আপনার এই রাগের পর টেকটিউনস সাইটটাই ডিলিট করে দেওয়া উচিত।আপনারতো ভাই ১ সেকেন্ডের উপরে লাগের কথাই না।ও আচ্ছা ভাই আমি কিন্তু মাত্ত ১৫০ kbps এর লাইন ব্যবাহর করি ।

    আমিন ভাই আপনি কোথায় থাকেন ? কেননা আপনি যদি নেটওয়ার্কের ট্রাই আইকনের ১০ mb বুঝে থাকেন আপনার ব্রাউজিং স্পিড তাহলে মনে হয় ভুল করবেন । কেননা আমার জানা মনে বাংলাদেশের কোথাও আপনাকে ১০ mb ব্রাউজিং স্পিড বা ডাউনলোড স্পিড দেয় না যদি না আপনি স্পিড ISP থেকে কিনে নেন । আর বাংলাদেশে ১ mb স্পিডের দাম ১৬০০০-১৮০০০ টাকা তাই ১০ mb এর দাম পড়বে ১৬০০০০ -১৮০০০০ টাকা । আর যদি আপনি সুইচ বা হাব ব্যবহার করে থাকেন তাহলে হাব ব্যবহারের জন্য আপনার ট্রাই আইকনে ১০ mb এবং সুইচ ব্যবহার করলে আপনার ট্রাই আইকনে ১০০ mb লেখা উঠবে । যদি বিদেশে থাকেন তাহলে আলাদা কথা । আশা করি ব্যপারটি বুঝতে পারছেন ।

শাকিল ভাইকে বলছি একটা জিনিস দেখবেন টেকটিউনসকে বলুন ওখানে click করলে একটা virus massege এসে সব কিছু মুছে যায় ।ামি ভেবেছিলাম আমার পিসি তে মনে হয় virus আছে । পিসি ফওরমেট দেবার পর একই সমস্যা ।

    ভাই আপনি আপনি মনে হয় একটু ভুল করছেন আমি কতৃপক্ষের কেউ না।

    সমস্যাটি শুধু আপনার কারন আমি এই মাত্র দেখলাম আমার কোন সমস্যা হচ্ছে না।

    আপনারা আপনাদের সকল সমস্যা [email protected], [email protected], [email protected] এই মেইল গুলোতে জানাতে পারেন।

    ভাই আপনি আপনি মনে হয় একটু ভুল করছেন আমি কতৃপক্ষের কেউ না।

    সমস্যাটি শুধু আপনার কারন আমি এই মাত্র দেখলাম আমার কোন সমস্যা হচ্ছে না।

    আপনারা আপনাদের সকল সমস্যা bugreport@techtunes মেইলে জানাতে পারেন।

আপনিতো দেখি একটা টিউন করে রাতারাতি হিরোই হইয়ে গেলেন । যাইহোক, আপনার পেজ খুলতে দেরী হয়েছে বুঝলাম, কিন্তু এই সমস্যা কতদিন হলো তা কিন্তু উল্লেখ করেন নাই। তবে আমার মনে হয় খুব বেশীদিন হলো এই সমস্যা আপনি ফেস করেননি। যদি প্রথম থেকেই এই সমস্যায় ভুগতেন তাইলে আপনার ১৮০ টা মন্তব্যের আগেই অভিযোগ করতেন। আমার মনে হয় আপনার ISP এর সাথে একবার যোগাযোগ করে দেখতে পারেন।
আরেকটা কথা——-
বাংলাদেশের সবচেয়ে স্লো gprs line হলো banglalink এর। আমি এদের লাইনে ব্রাউজিং স্পীড পাইছি সর্বোচ্চ 2-3KB। এই স্পীডেই আমার টেকটিউন্স পুরা লোড হয় ১-১.৫ মিনিটে।
আপনি ব্রডব্যান্ড ইউজ করেন বুঝলাম তাই বলে কি ব্রডব্যান্ডের লাইন স্লো হইতে পারেনা !!!!!!????????

Level 0

টেকটিউনস লোড হতে এখন আগের থেকে অনেক বেশি সময় নেই, এটা সত্যি। কিন্তু টিউনার যত সময়ের কথা উল্লেখ করেছেন ততটা সময় নেয়না। আমি ১৬০ kbps লাইন ব্যবহার করি। আমার প্রায় ১-১.৫ মিনিট সময় লাগে, মাঝে মধ্যে ২ মিনিটের মত লাগে। তবে এটা সত্যি যে, যখন টিউন করতে যাই, তখন সবচেয়ে বেশি বিরক্তি লাগে। টিউনে ট্যাগ এর নাম লিখে publish এ ক্লিক করলে প্রায় ২-২.৫ মিনিট কোন খবর থাকেনা। তারপর যখন পেজ টা আসে তখন দেখায় যে আমি কোন ট্যাগ এর নাম লিখি নাই। এটা কেনো হয় জানিনা। তারপর যখন আবার ট্যাগ লিখে publish এ দেই, তখন publish হয় ঠিকই কিন্তু আবার ১.৫-২ মিনিট সময় নেয়। যেটা আমি এই পর্যন্ত ব্যবহৃত কোন সাইটে পাইনি।

আশা করি কর্তৃপক্ষ এটার দ্রুত সমাধান করবেন।
@ টিউনারকে বলছি, আপনি যদি সত্যিই এই সাইটকে ভালোবাসতেন তাহলে “ঢিলা” নামের শব্ধটা ব্যবহার করতেন না। এর মাধ্যেমে আপনি সাইটের সকল ভিজিটর এবং টিউনারদেরকে মর্মাহত করেছেন।

Level 0

আসলেই বেশি সময় নেয়।

Level 0

সমস্যাটি শুধু আপনার, কারন আমি এই মাত্র দেখলাম আমার কোন সমস্যা হচ্ছে না।
আমার টেকটিউন্স পুরা লোড হয় ১-১.৩০ মিনিটে।

এটুকু বলতে পারি অন্যান্য সাইট থেকে টেকটিউন্স টু লোড হতে টাইম বেশী নেয়…
আগের টেকটিউন্সে এই প্রবলেম টা ছিল না 🙂

আসলে আমরা সবাই সবার মত প্রকাশ সরার জন্য টেকটিউসসে কমেন্টস করি। আমরা যারা টেকটিউসসে প্রতিদিন ভিজিট করি তারা কি সবাই একই ইন্টারনেট লাইন ব্যবহার করি ? ভাই এবং বোনেরা আপনারা যারা কমেন্ট করেছেন তারা কি সবাই ব্রডব্যন্ড লাইন ব্যবহার করেন। আসলে আমরা একেক জন একেক লাইন ব্যবহার করছি বিধান বিষয়টি আমাদের প্রত্যেকের কছে ভিন্ন ভিন্ন লাগছে। এটা আমার একান্ত মতামত।

সবার দিক দিয়ে যদি বিবেচনা করি তবে, শাকিল আরেফিন ভাই এর কথাটা সবাইকে মেনে নেয়া দরকার বলে আমি মনে করি। ধন্যবাদ সকলকে।…………………..

Level 0

আরে বাহ!!!!!!!!!!!! একটা টিউন নিয়া কত মাইনষে মাথা ঘামায়৷ ভূয়া মানুষ ভূয়া টিউন ই কইরা থাকে৷ তা আমরা হগলতে জানি৷ তো এত মাথা ঘামানের কাম নাই৷ এই সাইট লোড হতে আমার সময় লাগে মাত্র ——– মিনিট৷ সো……

এই বিষয়টা নিয়া মন্তব্য লিখতে গিয়া যে কতজনের আংগুল দিয়া কীবোর্ড চাপাচাপিতে যে কি পরিমাণ ক্যালরি নষ্ট হইছে চলেন সবাই মিইল্যা আমরা তাও বাইর করার চেষ্টা করি। আজাইর‌্যা প্যাচাল বাদ দেন সবাই।

হায় হায় আমার ক্যালরিওতো যাইতাছে………

আপনার আপডেট লেখার মধ্যে দেখলাম “পাঠক ছাড়া যেমন লেখকের দাম নেই তেমনি সবাই যদি লেখক হয়ে যায় তাহলে লেখকের মর্যাদা থাকে না”, এটা পড়ে খুব ভাল লাগলো। আপনি টেকটিউনসকে এতো ভালবাসেন, তাই আক্রোশ কিম্বা অভিমান হতেই পারে। রাগ প্রকাশ করলে তার প্রতিক্রিয়াও আসবে মিশ্র। ইস্যু তো একটাই, সাইট স্লো লোড হয়? সবাই নাহলেও অনেকেই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন দেখা যাচ্ছে। তাই রাগ অভিমান না করে সবাই মিলে এডমিনকে জানাই চলুন – এইভাবে বললেই তো আর কেউ পালটা জবাব দিতোনা? আপনাকে দোষ দিচ্ছিনা, কিন্তু আক্রোশের উত্তরও অনেকেই আক্রোশের মধ্যে দিয়েই দেবে। টেকটিউনস একটি পরিবারের মতো, ঠোকাঠুকি সামান্য হতেই পারে। আপনি কিছু মনে করবেন না, বাকিরাও কিছুই মনে রাখবেনা। এডমিন নিশ্চয় কিছু চিন্তাভাবনা করবেন।

মামুন ভাই আমি টেকটিউনস সাইটটাই ডিলিট করে দেওয়া জন্য বলিনি আপনারা একটু দেখার জন্য বলেছি ।যদি ভুল বলে থাকি খমা করবেন ।

Level 0

শাকিল ভাইয়ের মন্তব্যটাই অনুসরন করা উচিত। তবে আমার কাছেও মনে হয় টেকটিউনস লোড হতে তুলনামুলক বেশি সময় লাগে। আমি সিরিয়ার দামেসক (দাম্সাকাস) শহরে থাকি এবং 3G মডাম ব্যবহার করি, যার গতি 7.2 MB । এই সমস্যার ব্যাপারে কর্তৃপক্ষ দৃষ্টি দেয়া প্রয়োজন। আর টিনটিন ভাইতো আশ্বাষ দিয়েছেন ।

আরে মিয়া হাসিব ভাই আমি ভুল কিছু বলিনি কারণ আমি ১০MB কানেকশান ব্যাবহার করি । ৩৫ টা পিসি চালাই ২ টা মডেম দিয়া এক একটি মডেমে ১০MB করে কানেকশান আছে । আর হে আমি বিদেশে থাকি ।আশা করি বুঝতে পারছেন হাসিব ভাই ।

টেকটিউনস এর কনটেন্ট হিসাবে সাইট ভালোই স্লো।

@Abdullah Abu Sayed ভাই আপনার কথা অনেক খানিকই ঠিক।

আমিও টেকটিউনসের লোড হওয়ার সময় নিয়ে রীতিমত বিরক্ত।
এক পেইজ থেকে আরেক পেইজে যেতে এত বেশি সময় লাগে যে প্রচন্ড রাগ লাগে।
আমি গ্রামীনের মডেম ব্যবহার করি।

আসলে টেকটিউনস লোড হতে আগের চেয়ে বেশী সময় নিচ্ছে এটা সত্য,তবে টিউনারের বর্ণনামত এত সময় না। আমি ব্রডব্যান্ড ব্যবহার করি। তবে এটাও ঠিক টিউনারের এত কড়া ভাষায় লেখা ঠিক হয়নি। কিন্তু তাই বলে কেউ কর্তৃপক্ষের কাছে সমস্যা বা অভিযোগ তুলে ধরবেনা তা তো হতে পারে না। অভিযোগ করলেই তাকে বিদ্রুপ বা হেনস্থা করতে হবে এর থেকে কি কোন মুক্তি নেই? টেকটিউনসের আরো অনেক বিষয়ে নজর দেয়ার প্রয়োজন আছে। যেমন, মন্তব্যের কী-বোর্ড লে-আউটে জনপ্রিয় “বিজয়” থাকা দরকার , যেমনটি বিডি নিউজের মত অন্য বাংলা সাইটে আছে। আর মন্তব্য লেখার সময় এখানে ইউনিজয় থেকে ইংলিশে এসে আবার বাংলা লিখতে ইউনিজয় চাপলেও কাজ হয়না। তাছাড়া মন্তব্য এডিট করতে গিয়ে লে-আউটগুলো না থাকায় বাংলা লেখা যায়না, শুধু ইংরেজী আসে। অভ্র ব্যবহারে সমাধান পাওয়া যায় ঠিকই,তবে স্বয়ংসম্পূর্ণ সাইট হিসাবে টেকটিউনসকে গড়ে তুলতে আশাকরি কর্তৃপক্ষ বিষয়টির দিকে নজর দিবেন।

আমিন এর কথার উত্তরে বলছি,কাউকে অজ্ঞ ভাবা বা নিজেকে মহা জ্ঞানী ভাবা ঠিক না। এতে অনেক সময় নিজে বেকুব বা বিব্রত হতে হয়! ধন্যবাদ আপনার উপযুক্ত জবাবের জন্য।