প্রযুক্তির এক বিস্ময়কর আবিস্কার রোবট

আমাদের প্রযুক্তির বিকাশের সাথে সাথে সবকিছুই যেন দিন দিন বদলে যাচ্ছে । যা কোন এক সময় ছিল মানুষের কল্পনারও বাহিরে ।কিন্তু আজ তা বাস্তব । সামনে কি ঘটবে তা সম্পর্কেও মানুষের তেমন একটা ধারনা নেই বললেই চলে । আর সবচেয়ে উল্লেখযোগ্য আবিস্কার হল রোবট এবং রকেট । যাই হোক আজকে মানুষের তৈরি কয়েকটি রোবট নিয়েই এই টিউনটি সাজানো ।

ASIMO: the humanoid robot


এই রোবটটি হোনডা কোম্পানী তৈরি করে । দাড়ানো অবস্থায় এর উচ্চতা হল ১৩০ সেন্টিমিটার এব এর ওজন হল ৫৪ কিলোগ্রাম । এই রোবটটি ঘন্টায় ৬ কিলোমিটার বা ৩.৭ মাইল দ্রুতগতিতে হাটতে সক্ষম । এই রোবটটি সর্বপ্রথম তৈরি করা হয় ১৯৮৬ সালে ।

এই রোবটির ৫টি বৈশিষ্ট্য রয়েছেঃ
*এই রোবটটি বুঝতে সক্ষম বিভিন্ন বস্তুর দুরত্ব , যা বুঝতে পারে তাই সে ক্যামেরায় ধারন করে ফেলে ।
*এইটা মানুষের কন্ঠে শুধু কথাই বলতে পারে না এছাড়াও মানুষের মত হাটতেও সক্ষম ।
* এটা সিড়িতেও মানুষের মত উঠতে এবং নামতে পারে । এছাড়াও মানুষের অবস্থান বুঝতে পারে যার ফলে কখনও মানুষের সাথে বিরুপ আচরন করে না ।এটা সবধরনের আবহাওয়ার সাথে ম্যাচ করে চলতে সক্ষম ।
*এটা তার নাম ধরে ডাকলে সাড়া দিতে সক্ষম এবং মানুষের মত কন্ঠস্বরে কথা বলতে সক্ষম ।
*এটার অন্যতম একটি বৈশিষ্ট হচ্ছে তার অসাধারন ফেস । যা অন্য রোবট থেকে আলাদা ।

Albert Hubo: an "Einstein" Robot


এই রোবটের সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর মাথা । এর মাথার গঠন এবং মুখমন্ডলের আকৃতি দেয়া হয়েছে Dr. Albert Einstein এর মত ।এর কাজ শেষ হয় ২০০৫ সালে । এর মাথা ৩৫ টি জয়েন্ট রয়েছে । এটার মধ্যে ২ টি CCD ক্যামেরা রয়েছে যা তাকে নির্দেশনা দিতে প্রস্তু থাকে সর্বক্ষন ।

Stanley: the autonomous vehicle


এই গাড়িটি নিজের কন্ট্রোলে চলাফেরা করতে প্রস্তত । এই গাড়িটি ২০০৫ সালের DARPA Grand Challenge এ জয় লাভ করে । যা অনবোর্ড কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল ।এবং Stanford Racing Team ২ মিলিয়ন ডলার আয় করেছিল ।

BigDog: the robotic mule


এই রোবটটিও ২০০৫ সালে তৈরি করা হয়েছিল । যা বোস্টন ডায়নামিক দ্বারা তৈরি করা হয়েছিল । এই রোবটটি ০.৭ মিটার লম্বা । এবং ঘন্টায় ৫.৩ কিলোমিটার পথ চলতে সক্ষম । যার ওজন প্রায় ৫৪ কিলোগ্রাম ।

RiSE: the climbing robot


এই রোবটটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি উপরের দিকে উঠতে সক্ষম । এটার ওজন ২ কেজি । এই রোবটটি তৈরি করতে সকল অর্থ দিয়েছে DARPA Defense Sciences Office ।

QRIO: the dancing robot


এই রোবটটি জাপানের বিখ্যাত সনি কোম্পানী বাজারজাত করেছে ।যা একটি খেলনা হিসেবে তারা তুলে ধরেছে । এর ওজন প্রায় ১৬ পাউন্ড বা ৭.৩ কেজি । এই রোবটটি প্রতি সেকেন্ড ২৩ সেন্টিমিটার দৌড়াতে সক্ষম । এটিকে ব্যাটারি দিয়ে চালাতে হয় ।

HRP-2 Promet: the robotic butler


এই রোবটি আপনার নানা কাজে সহয়তা করার জন্য তৈরি করা হয়েছে । এটি আপনার টিভি কন্ট্রেল , ফ্রিজ , চেয়ার ইত্যাদি পরিস্কার করতে প্রস্তুত । তবে তাকে কয়েকটি ভয়েস কমান্ড দিতে হয় ।

সকলকে ধন্যবাদ.........

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হাসিব,
মনে হইতেছে টিউনের কাজটিও রোবট দিয়েই করা যাবে !!!

    রুহুল আমীন ভাই এমনিতেই মানুষ বড় অকৃতজ্ঞ , তাহলে আরও বেশী অকৃতজ্ঞ আর সার্থপর হয়ে যেত ।

হাসিব ভাল টিউন মজার টিউন ।আমার জন্য একটা রোবট কুরিয়ারে পাঠিয়ে দিও তো

বাহ, সতিয় মজার টিউন হইসে।ধন্যবাদ

Level 0

হায়রে রোবট…. সব কাম যদি রোবট করে তাইলে আমার মত এম.বি.এ (মহা বেকার আদমী) রা কি করব? বুঝতাছি না? রোবট বানানো বন্ধ করা উচিত৷ আফনেরা কেডা কেডা আমার লগে আছে জানাইয়েন?????

ধন্যবাদ……………….