আমরা অনেকেই অনেক সময় সফটওয়ার খুজে থাকি কিন্তু সফটওয়ার পেলেও সেটার সিরিয়াল পাওয়াটা খুবই কষ্টকর একটা ব্যপার যা অনেকেই পারেন না । নিন্মোক্ত একটি টিউন দেখে আমার টিউনটি করতে ইচ্ছে হল । যাইহোক এর ফলে অনেকেই উপকৃত হবেন । যারা পোর্টেবল সফটওয়ার ব্যবহার করেন তারা আশা করি নতন কিছু সাইট পাবেন তাদের কালেকশনে রাখার জন্য ।
[thumb]http://free-portable-software.blogspot.com[/thumb]
http://free-portable-software.blogspot.com/
এই সাইটটা একবার ঘুরে দেখুন আশা করি চমকে যাবেন দেখে এত সফটওয়ার কালেকশনে রাখা হয়েছে ।
[thumb]http://www.pendriveapps.com/software[/thumb]
http://www.pendriveapps.com/software
[thumb]http://sourceforge.net[/thumb]
http://sourceforge.net/projects/portableapps/files/
[thumb]http://www.digiwarez.com/portables[/thumb]
http://www.digiwarez.com/portables/
[thumb]http://download.famouswhy.com[/thumb]
http://download.famouswhy.com/category/portable_software/
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
হাসিব মিয়া তুমি হইলা টেকটিউনস এর সফটওয়্যারের বিভাগের হেডমাস্টার ।হাহাহাহাহহা