ফটোশপ দিয়ে ভিসতার ওয়ালপেপার তৈরি করুন-০২

আবারো ভিসতার ওয়ালপেপার তৈরি করার পদ্ধতি নিয়ে হাজির হলাম। আসলে এগুলো তৈরি করতে হলে বেশী ফটোশপ জানতে হয় না। আপনি একবার দেখুন ৫ মিনিটে ভিসতার ওয়ালপেপার আপনি নিজেই তৈরি করতে পারবেন।

ভিসতার এই ওয়ালপেপারটি নিশ্চই দেখেছেন? আসুন আমরা তৈরি করি।

http://www.rongmohol.com/uploads/1805_000.jpg

প্রথমে ফটোশপে গিয়ে নতুন পেজ নিন। এজন্য File>New এ যান। পেজের মাপ দিন নিচের চিত্রের মত

http://www.rongmohol.com/uploads/1805_step-1.jpg

তারপর লেসো টুলের সাহায্যে নিচের চিত্রের মত করে ওই অংশটুকু সিলেকশন করে কালার দিন। কালার দেওয়ার জন্য কালার প্যালেটে কালার সিলেক্ট করে কিবোর্ড থেকে Alt+Backspace দিন।

http://www.rongmohol.com/uploads/1805_step-2.jpg

ঠিক একইভাবে আবার লেসোটুলের সাহায্যে সিলেকশন করে কালার দিন।

http://www.rongmohol.com/uploads/1805_step-3.jpg

ঠিক একইভাবে আবার লেসোটুলের সাহায্যে সিলেকশন করে কালার দিন।

http://www.rongmohol.com/uploads/1805_step-4.jpg

এরপর Filter>Blur>Gaussain Blur এ যান। চিত্রের মত করে 80Px মান বসিয়ে ওকে করুন।

http://www.rongmohol.com/uploads/1805_step-5.jpg

এরপর আবার File>New থেকে নতুন একটি ফাইল নিন মাপ হবে নিচের চিত্রের মত

http://www.rongmohol.com/uploads/1805_extra.jpg

ফাইলটির পুরো অংশ Ctrl+A দিয়ে কপি করে আপনার মূল ফাইলে পেষ্ট করুন। তারপর Filter>Blur>Gaussain Blur এ যান। চিত্রের মত করে 21Px মান বসিয়ে ওকে করুন।

http://www.rongmohol.com/uploads/1805_step-6.jpg

এরপর লেয়ার প্যালেট থেকে লেয়ার এক লেয়ারে আনার জন্য চিত্রের মত Fitten Image এ ক্লিক করুন। লেয়ার প্যালেট না থাকলে কিবোর্ড থেকে Ctrl+F7 চাপুন।

http://www.rongmohol.com/uploads/1805_step-7.jpg

আপনার ইমেজটার Contrast বাড়ানোর জন্য Image> Adjustments> Brightness Contrast এ যান। তারপর নিচের মত করে মান বসিয়ে ওকে করুন।

http://www.rongmohol.com/uploads/1805_step-8.jpg

তাহলেই হয়ে গেল আপনার তৈরি করা ভিসতার ওয়ালপেপার। এবার এটিকে ডেস্কটপে সেট করে দেখুন।

আমার ব্লগে পূর্ব প্রকাশিত

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ রাসেল ভাই। নিয়মিত বেশ ভাল ভাল টিউটরিয়াল লিখে ফেলেছেন দেখছি।

Darun jinish . thanks