অনেক আগে একবার দেখিয়েছিলাম কিভাবে আপনার জিমেইলকে অনলাইন স্টোরেজ হিসেবে ব্যবহার করবেন। আজ আবার আরেকটি অনলাইন স্টোরেজকে অপারেটিং সিস্টেম থেকে ব্যবহার করতে হবে তাই দেখব।
এই স্টোরেজ সিস্টেমটি আমরা অনেকেই জানি। মাইক্রোসফটের স্কাই ড্রাইভ!! ২৫ গিগার অনলাইন ফ্রি স্টোরেজ। তবে এটাকে ম্যানেজ করা একটু ভেজালই মনে হত আমার কাছে। তবে এবার এই স্টোরেজটাকে অপারেটিং সিস্টেম থেকেই ব্যবহার করা যাবে স্কাই ড্রাইভ নামের একটি টুলের সাহায্যে। এর কিছু ফিচারস এক নজরে দেখে নেয়া যাক -
অন্যান্ন অনলাইন স্টোরেজের চাইতে অনেক স্মুথ এবং ফাস্ট। কারণ আপনি একে ব্যবহার করতে পারবেন আপনার অপারেটিং সিস্টেমের মধ্যেই।
এর জন্যে আলাদা করে আপনার কোন অপারেশান শেখার কোন দরকার নাই। যেভাবে আপনি আপনার অন্যান্ন ড্রাইভে ব্রাউজ করে থাকেন, ঠিক একই ভাবে আপনি স্কাইড্রাইবেও ঘুরে বেড়াতে পারবেন।
স্কাইড্রাইভ এক্সপ্লোরার মাইক্রোসফটের লাইভ আইডি সার্ভিসের মিডিয়া লাইব্ররির সাহায্যে সংযুক্ত হয়ে কাজ করে থাকে। আপনার পার্সোনাল ইনফরমেশান কখনই আপনার মিডিয়া লাইব্রেরী অথবা স্কাইড্রাইভ ইজ্ঞনের বাইরে পাস হবার পারমিশান পায় না।
৩২ এবং ৬৪ বিটের Microsoft® Windows OS এ কাজ করে থাকে। ন্যুনতম রিকোয়্যারমেন্ট Windows XP। Windows Server 2003 and 2008, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেনেও ভালোভাবেই চলে
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
টিনটিন ভাই,এই টুল কি মাইক্রোসফটের? থার্ডপার্টি হলে পাসওয়ার্ড চুরি হওয়ার পসিবলিটি আছে কি?