আপনার যেকোন লেখাকে অনলাইনে রুপান্তর করুন Barcode এ (অবশ্যই পড়বেন)

আশা করি সকলেই বারকোড চিনেন।তবুও বলছি বিভিন্ন পন্যের উপরের কালো কালো দাগ গুলো যেগুলোতে পন্যের বিভিন্ন ইনফরমেশন লুকানো থাকে এবং বারকোড রিডারের সামনে রাখলে পন্যের তথ্যগুলো দেখা যায় এগুলোই হল বারকোড। আমার আজকের পোস্টের মূল বিষয় হচ্ছে কি করে আপনার লেখাকে অনলাইনে বারকোডে রুপান্তর করবেন এবং অনলাইনে কি করে বারকোড পড়বেন তা নিয়ে।

ব্যক্তিগতভাবে আমার যেকোন লেখাকে বারকোডে রুপান্তর করার বিষয়টি অসাধারণ লেগেছে। এটিকে আমার মনে হয়েছে সস্পূর্ন নতুন ধরনের কনসেপট।যেমন মাঝে মাঝে আমার বন্ধুদেরকে বারকোডে লেখা পাঠাই তখন অনেকেই ভেজালে পড়ে যায় আমি কি লিখেছি এই নিয়ে।যেমন নিচের দুটি বারকোড দেখুন একটিতে আমার নাম আরেকটিতে মামা ফাপর লইয়ও না।

br

br1

এভাবে আপনি আপনার যেকোন কথাকেই বারকোডে রুপান্তর করতে পারেন।আশা করি আমি কি বুঝাতে চেয়েছি তা বুঝে ফেলেছেন। তাহলে চলুন এবার মুল কাজে যাই।

  • এখানে ক্লিক করে মূল সাইটে যান
  • এবার symbology অপশনে আপনার ইচ্ছামত যেকোন একটি সিলেক্ট করুন।
  • তারপর আপনার Text মানে কোন লেখাটির বারকোড তৈরী করতে চান তা টাইপ করুন ।
  • ইমেইল এর ঘরটি খালি রাখতে পারেন তবে এতে আপনার মেইলে ঠিকানা দিলে বারকোডের একটি ডাউনলোড লিংক চলে যাবে।
  • এবার create Barcode এ ক্লিক করুন।

ব্যাস এবার আপনার বারকোড পিকচারটি মাউসের রাইট বাটনে ক্লিক করে save image এ ক্লিক করে সেভ করে নিন।ব্যাস আপনার কাজ শেষ।

এখন প্রশ্ন হল আপনাকে যদি কেউ এভাবে বারকোড পাঠায় বা আপনি যদি কোন বারকোডের অর্থ জানতে চান তখন কি করবেন । তারও সমাধান আছে।

  • এখানে ক্লিক করে অনলাইন বারকোড রিডার সাইটটিতে যান
  • তারপর আপনার বারকোডের ইমেজটি আপলোড করে দিন ব্যাস সাথে সাথে পেয়ে যাবেন বারকোডের অর্থ।

আপনি মোবাইল বা ডিজিটাল ক্যামেরা দিয়ে যেকোন বারকোডের পিকচার তুলে আপলোড করে দিরেও এর অর্থ পেয়ে যাবেন। আর একটি কথা প্রতিটি বারকোড তৈরী করার পর বারকোডের অর্থটিও লেখা থাকে সেক্ষেত্তে আপনি ফটোশপ বা অন্য কোন সফটওয়্যার দিয়ে লেখাটি মুছে দিতে পারেণ।

আশা করি আপনাদের ভাল লাগবে । ভাল থাকবেন।

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার মামাতো শর্টহ্যান্ডে লাভ লেটার লিখে ক্লাসে শর্টহ্যান্ড টিচারের কাছেই ধরা খেয়েছিল ……………. বেচারা। দেখি ওরে এইবার বারকোড লাভ লেটারের সিস্টেমটা শিখিয়ে দিতে হবে।

ধন্যবাদ মামুন।

    ভালই বলেছেন টিনটিন ভাই । তয় একটু ঝামলো মনে হচ্ছে মানে কঠিন এবং ইন্টারনেট প্রয়োজন হবে ।

    টিনটিন ভাই বারকোডে লাভ লেটার দিলে মিস নাই ১০০ তে ১০০ ট্রাই করে দেখেন

    kintu, pathika jodi porte na pare????

মামুন ,……তুমি কেমনে জান লা আমি এই টা খোজ করতেসি??

এই ধরনের টিউন আগেও হইয়েছিল।
এইখানে একটা অক্ষরের জন্য ৫/৬ টা কোড আশে তাইলে একটা লেটারের জন্য কয়টা আসবে হিসাব করেন।

    সজীব বারকোড নিয়ে একটা লেখাই তারেক দিয়েছিল।আমি দেখেছি ওই লেখাটা।আমার লেখা আর তারেকের লেখাতে কোন মিল নেই।আশা করি বুঝতে পেরেছন।ভাল থাকবেন।

    আরে সজীব ভাই প্রেমের কারনে মানুষ সাত সমুদ্র তের নদী পেরুতে রাজি। আর বারকোড বড় ছোট এইটা নিয়া ভাবে কে।
    মজার জিনিস। তবে এর অর্থ উদ্ধারে প্রেমিকাকে বুদ্ধিমান হতে হবে।

    তবে এই জন্য আগে প্রেমিকাকেও টেকটিউনের ভিজিটর বানাইতে হইব। 😀

:D:D:D

পাইছি !!!
😛

বারকোডে গালি দিমু এইবার……..
দেখি কে বুজে এইবার!
😛

খিক খিক খিক….

আমি একবার সি প্রোগ্রমিংয়ে পাঠাইছিলাম 😀

Level 0

ama kow ki help korban plz………
cd & dvd desk copy na kort para a rokom softwere chai………….
ami chai ja amar cd & dvd copy korar por oi dick computer ar copy na koray jay a rokom softwere thakla amaka janan plz……

plz amak mail korun
[email protected]