বেধেঁ ফেলুন Wolfram Alpha এবং Google Search Result কে একসাথে

আমরা যখনই কোন কিছু সার্চ করতে চাই তখনই আমাদের চোখের সামনে ভেসে আসে একটি নাম গুগল। প্রয়োজনীয় যেকোন কিছুই আপনি পেতে পারেন গুগলে। কিন্তু আপনি কখনও চিন্তা করেছেন যে আপনি যখন কোন কিছু সার্চ করবেন তখন উলফ্রাম আলফা এবং গুগল গুডনেস এক সাথে কাজ করবে। উলফ্রাম আলফা গুগল ফায়ার ফক্স এক্সটেনশন দিয়ে আপনি এখন এই কাজটি করতে পারবেন।

Set up and Option:

আপনি এই এক্সটেনশন ইন্সটল করলে খেয়াল করবেন যে আপনার ব্রাউজারে একটি নতুন স্টেটাস বার আইকন এসেছে। এই আইকনটি সমন্বিত সার্চ রেজাল্ট অ্যাবেল এবং ডিস্অ্যাবেলের দ্রুত অন-অফের সুইচ হিসেবে ব্যবহৃত হয়।

wolfram01

ডিসপ্লে প্রপার্টিসে এই এক্সটেনশনের সকল অপশনই দেখা যাবে।

wolfram02

Wolfram Alpha Google in Action:

এখঅনে আমি উদাহরণ হিসেবে সিঙ্গাপুর সার্চ দিলাম। আপনারা লক্ষ্য করে দেখুন কি দারুন ভাবে পাশাপাশি সার্চ রেজাল্ট দেখান হয়েছে।

wolfram03

নিচের ছবিতে গুগল রেজাল্টের একটি ক্লোজ-আপ আছে।

wolfram04

এবং নিচের ছবিতে খুব দারুণ একটি উলফ্রামের ক্লোজ-আপ দিলাম।

wolfram05

একদম নিচে ডানে খেয়াল করুন “Show Scroll” নামে একটি অপশন রয়েছে। এর মাধ্যমে আপনি স্ক্রলবার ছাড়াই এটি সবসময় সচল রাখতে পারবেন এবং খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন।

wolfram06

আপনি যদি আরও অতিরিক্ত গুগসনেস প্যাকেড আপনার সার্চের জন্য ব্যবহার করতে চান তাহলে আপনি অবশ্যই উলফ্রাম আলফা গুগল এক্সটেনশন এনজয় করবেন। আমার মনে হয় এই এক্সটেনশনটি ব্যবহার করে আপনারা অনেক মজা পাবেন এবং এটি বেশ কাজেও লাগবে।

Links

Download the Wolfram Alpha Google extension (Mozilla Add-ons)
Download the Wolfram Alpha Google extension (Extension Homepage)

Level 0

আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

ডারুন টিউন।

    ধন্যবাদ আপনাকে টিউনটি পড়ার জন্য।

সত্যিই কাজের জিনিস !!!
Yeasin Arafat ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ ।

আপনাকেও ধন্যবাদ।

এটা কাজ করছেনা ভাই……(Firefox 16.0.2)
অন্য কোন টিপস থাকলে বলেন।।
টিউন করার জন্যে ধন্যবাদ।