মজিলার নতুন প্রযুক্তি ইউবিকোয়েটি

মজিলা ল্যাব ফায়ারফক্সের উপযোগী বহুমুখি সুবিধা সম্পন্ন নতুন প্রোটোটাইপ ইউবিকোয়েটি ছেড়েছে। Ubiquity 0.1 সংস্করণের এই এ্যাডইন্স https://people.mozilla.com/~avarma/ubiquity-0.1.xpi থেকে ইনষ্টল করা যাবে। ইউবিকোয়েটি এর মাধ্যমে জনপ্রিয় প্রায় সকল সাইটকে আরো সহজে ব্যবহার করা যাবে উক্ত সাইটে প্রবেশ না করেই। যেমন আপনি কোন ওয়েব পেজের একটি শব্দ বা প্যারা নির্বাচন করে ইউবিকোয়েটির ডিফল্ট হট কী Ctrl + Spacebar চাপলে পেজের বামে প্যানেল আসবে এখানে high (হাইলাইট) লিখে এন্টার করলে উক্ত শব্দ বা প্যারা হাইলাইট হবে। আবার আপনি যদি ওয়েব পেজে কোন স্থানের নাম নির্বাচন করে প্যানেল map লিখে লিখেন তাহলে সরাসরি উক্ত স্থানের ম্যাপ দেখাবে।

 

এভাবে নির্দিষ্ট ওয়েবসাইটে না ঢুকেই আপনি খুবই দ্রুত যেকোন সার্চ ইঞ্জিনে সার্চ করতে পারবেন। এছাড়াও মেইল করা, গুগল ট্র্যান্সলেটর বা ক্যালেন্ডার ব্যবহার, কনভার্ট করা বা ওয়ার্ড কাউন্ট ইত্যাদি করা যাবে। মূলত অনলাইনে প্রয়োজনীয় প্রায় সকল সুবিধাই আরো সহজে ব্যবহার করা যাবে এই প্রোটোটাইপের মাধ্যমে। ওয়েব পেজের কোন শব্দ বা শব্দগষ্ঠি নির্বাচন করে মাউসের ডান বাটন ক্লিক করে পপআপ মেনু থেকে ubiquity নির্বাচন করলে সমস্ত সার্ভিসগুলোর তালিকা আসবে যেখানে ক্লিক করে উক্ত সার্ভিস পাওয়া যাবে। ইউবিকোয়েটির ডিফল্ট হট কী হিসাবে Ctrl + Spacebar থাকলেও তা পরিবর্তন করতে পারবেন। এজন্য ফায়ারফক্সের এড্রেসবারে about:ubiquity লিখে এন্টার করুন। এবার Change your hotkey অংশের টেক্সট বক্সে ইচ্ছামত হট কী দিন। ইউবিকোয়েটি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে এবং ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন মজিলা ল্যাবের ওয়েবসাইট http://labs.mozilla.com থেকে।

Level 3

আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

+88-0155-2333272


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস