আমার প্রথম অনলাইন আয় ৫ ডলার ***প্রমান সহ***
"Minijobz সাইট থেকে আমার Alertpay তে টাকা আনলাম প্রমান সহ"
এই সাইট নিয়ে আমি আগে একটা পোস্ট লিখেসিলাম। আজকে এই সাইট থেকে ৫ ডলার পে আউট করলাম আমার Alerypay Account এ। যার প্রমান নিম্নরুপঃ
আগে এই সাইট এ তেমন কাজ পাওয়া যেত না। এখন প্রতিদিন ৫ থেকে ৬ এমনকি আরও বেশি কাজ পাওয়া যায় যা খুব সহজ। বেশির ভাগ কাজ হল,
Sign Up, Youtube Video Likes, Browse Add etc.
প্রমান ০১
প্রমান ০২
সুতরাং যারা কাজ করে আয় করতে চান তারা
***minijobz এ রেজিস্ট্রিসন করতে এখানে ক্লিক করুন। আর একটা কথা বলি, আমরা অনেক সময় কিছু কিছু সাইটে রজিস্ট্রেসন করার পর যখন দেখি কাজ গুলি একটু কঠিন মনে হচ্ছে তখন আর সেখানে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলি, এমনকি কিছুদিন পর ঐ ইউজারনেম পাচওয়ার্ড সব ই ভুলে বসে থাকি । ভাই এভাবে করলে আমরা কোন দিনই সফল হব না । তাই এ মনোভাব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে । তাহলেই আমরা সফল হব । আমার কথা ই বলি, আমার মনোভাব যখন ঐ রকম ছিল তখন আমি সফল হইনি এমনকি নেট ইনকাম সম্পর্কে একটা খারাপ ধারনা জন্মে যায় যার ফলে আমি দির্ঘ দিন নেট থেকে দুরে সরে ছিলাম। কিন্তু এখন আমি সফল, এর পেছনে একটি কারন ই রয়েছে তা হচ্ছে আমি একটি কাজ সুরু করলে তা শেষ না করে ছাড়িনা তাতে সে কাজ টি শিখতে আমার এক ঘন্টা লাগুক আর এক মাস ই লাগুক।
Micro Jobs site গুলির বেশ কিছু কাজ আছে যে গুলি প্রতেক টি সাইটের এক ই রকম কাজ তাই বলি আগে একটি সাইটে কাজ করে কাজ টি ভাল করে শিখে নিন তার পর অন্য সকল সাইটে হাত দিন । প্রথমে আপনি একটি কাজের পিছনে সময় ব্যায় করতে থাকুন যতক্ষন না আপনি সেটা শিখতে পারছেন । একটি ব্যাপার আপনি লখ্যকরে দেখবেন আজ যে কাজটি আপনার কাছে কঠিন মনে হচ্ছে কালই দেখবেন সেটি আপনার কাছে অনকটাই সহজ মনে হচ্ছে । তাই লেগে থাকুন আপনি সফল হবেনই ।
*****আরেকটি কথা এইসাইটে আরও রয়েছে রেফারেল সুবিধা******
আর যারা এখনো কাজটি করতে সক্ষম হননি তাদের কে বলি আপনি লগিন করার পর দেখবেন উপরে ডান পাসে Availlable jobs এর উপর ক্লিক করুন , দেখবেন নিচে একটা কাজের লিস্ট এসেছে , এ সকল কাজের মধ্যে যে কাজ গুলি ব্রাকেট এর ভিতর কোন নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করা করা আছে আপনি ঐ কাজ গুলি করতে পারবেন না । বাকি গুলি আপনি করতে পারবেন।
প্রতিদিন আপনাকে তারা নুতন নুতন কাজ দেবে। এখান থেকে পছন্দ মতো একটি কাজের লিংকে ক্লিক করুন দেখবেন একটি পেজ এসেছে এর নিচে বামপাসে What is expected from workers? এবং ডান পাসে Required proof that task was finished?
বামপাসের লেখা গুলি একটূ বোঝার চেষ্টা করুন,এখানে কিভাবে কাজটি করতে হবে তার নির্দেশনা দেওয়া আছে আর এখানে একটি লিংক থাকবে এই লিংকে করে কাজটি সুরু করতে হবে এবং ডানপাসে কাজটি করার পর কিভাবে সবমিট করতে হবে।
এবার উক্ত কাজটি সম্পুন্য করে I accept this job (A Form will Open Below)তে ক্লিক করুন দেখবেন একটি ফাকা পেজ এসেছে এখানে Required proof that task was finished? এ যে কাজ গুলি করতে বলেছে সেই গুলি কপি করে এই ফাকা পেজে পেস্ট করুন ,ধরুন আপনাকে বললো সাইনআপ করার পর যে পেজটি আসবে সেট কপি করে ফাকা জায়গায় পেস্ট করে দিতে আপনি তা করে দিন এবং পেজের নিচে সাবমিট বাটনে ক্লিক করুন । ব্যাস কাজ শেষ । আশাকরি সকলেই বুঝেছেন ।
daron …………thank’s………..