আমরা ছোট থেকেই গেমসের আসক্ত হয়ে গেছি । ভাল গেমসস বের হলেই আমরা কে না সিডি কিনে খেলি । যাইহোক এর আগেও কয়েকটি গেমস নিয়ে টিউন করেছিলাম আপনাদের মেটামুটি ভালই সাড়া পেয়েছিলাম তাই আজকেও ছোট কয়েকটি গেমস নিয়ে টিউন করতে বসলাম । আশা করি গেমস প্রেমীদের খু্ব ভাল লাগবে গেমসগুলো।
এই গেমসগুলো মূলত বিমান বাহিনীর যুদ্ধ কৌশল নিয়ে । এই গেমসগুলোর একাধিক স্টেজ আছে এক স্টেজ পের হলে অন্য স্টেজে যেতে পারবে । গেমসগুলো খেলতে খুব ইজি । এখান থেকে ডাউনলোড করতে পারবেন । গেমসটি মাত্র ১৪.৫৫ মেগাবাইটের ।
এটা Air strike এর দ্বিতীয় ভার্সন । কিছু নতুন স্টেজ নিয়ে এই গেমসটি সাজানো হয়েছে । যার স্টেজগুলো খুব আকর্সনীয় এবং খেলতেও আশা করি ভাল লাগবে । এখান থেকে আপনি গেমসটি ডাউনলোড করতে পারবেন । গেমসটি মাত্র ২৬.৫৫ মেগাবাইটের ।
এই গেমসটা একটু কঠিন স্টেজ দিয়ে সাজানো হয়েছে কিন্তু প্রতিটি স্টেজেই রয়েছে নতুন নতুন আকর্ষন । এখান থেকে গেমসটি ফ্রি ডাউনলোড করতে পারবেন । গেমসটি মাত্র ২০.২৭ মেগাবাইটের ।
গেমসগুলো খেলার সুবিধার জন্য আমি কন্ট্রলগুলো উল্লেখ করে দিলাম ।
always weapon = A
Missile Weapon = S
Weapon Change = D
Always weapon change = Z
আশা করি এখন গেমসগুলো খেলতে আর কোন সমস্যা হবে না । সকলকে ধন্যবাদ .......................................
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
আমার কোন কি