চীনের জিংসু অঞ্চলের ডেং হুয়াইবিন নামের এক ব্যক্তি তৈরি করেছেন এমন একটি
সাইকেল যেটি চলবে পানিতেও।
দুই বছরের টানা পরিশ্রমে বাইসাইকেলটি তৈরি করেছেন হুয়াইবিন। খরচ পড়েছে ১ হাজার ৮০০ পাউন্ড। সাইকেলটির সামনে ও পেছনে ভাঁজ করা যায় এমন চারটি বাতাসপূর্ণ ব্যাগ লাগানো রয়েছে। যেগুলো সাইকেলটিকে পানিতে ভাসিয়ে রাখতে সাহায্য করে। এই চারটি এয়ারব্যাগ তৈরিতে খরচ হয়েছে ৪০টি গাড়ির চাকার টিউবের ব্যবহার। হাতের কাছে পাওয়া যায় এমন প্রায় ৩০০টি পার্টস দিয়ে তৈরি হয়েছে এ উভচর বাইসাইকেল। রয়েছে ৭টি প্যাডেল। সাইকেলটি পানিতেও ঘণ্টায় ৫ কি.মি. বেগে চলতে পারে বলে জানান হুয়াইবিন। ডেং হুয়াইবিন আশা করছেন বাণিজ্যিকভাবে তৈরি হলে ক্রেতারা মাত্র ৫০ পাউন্ডেই পেতে পারেন বাইসাইকেলটি। ইতোমধ্যেই সাইকেলটির প্যাটেন্টের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন ডেং।
সগ্রহ: আমাদের সময়
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
আমার এটি দরকার। আমি সাতার জানি না, তাই।