২৫০ এম বি করে ৪ বার ফ্রি ১ জিবি ইন্টারনেট – জিপি তে

যারা গত ৯০ দিনে ১৫০ কেবি বা এর কম ডাটা ব্যবহার করেছেন তাদের জন্য জিপি নিয়ে  এলো অসাধারণ  একটি অফার। ব্যবহারকারীরা নিজে এবং নন ইন্টারনেট ইউজার বন্ধুদের ইন্টারনেট জগতে নিয়ে এসে পেতে পারেন  ১ জিবি ডাটা একদম ফ্রি। অফারটি পেতে  “G1” লিখে পাঠিয়ে দিন ৯৯৯৯ নম্বরে আর প্রথমইে নিয়ে নিন ২৫০এমবি একদম  ফ্রি। তারপর  আপনার নন ইন্টারনেট ইউজার বন্ধুদের ইন্টারনেট এর দুনিয়ায় ফিরিয়ে  নিয়ে আসতে, তাদের  নম্বর থেকে G1 লিখুন তারপর <স্পেস> আপনার নম্বর লিখে ৯৯৯৯ নম্বরে পাঠালে বন্ধুদের সাথে সাথে আপনিও পাবেন ২৫০ এমবি  ফ্রী !

G1 লিখে 9999-এ পাঠানোর সাথে সাথে আপনি পাবেন  ২৫০ এমবি ফ্রি ডাটা। এরপর আপনার বন্ধুরা G1 <স্পেস> আপনার নম্বর 9999-এ পাঠালে আবারো আপনি উপভোগ করতে পারবেন বাড়তি ২৫০ এমবি ফ্রি ডাটা। এভাবে আপনার অসংখ্য বন্ধু ২৫০এমবি ফ্রি ডাটা পেতে পারেন। আর আপনি আপনার প্রথম ৩ জন বন্ধুর জন্য পাবেন ২৫০ এমবি করে মোট  ৩ বার, আর নিজে একবার অর্থাৎ মোট ১ জিবি ডাটা পাচ্ছেন একদম  ফ্রী !!

তাই এই ফ্রি ১ জিবি ইন্টারনেট পেতে আপনার একটি জিপি সিম দরকার হবে যেটি থেকে গত ৯০ দিনে মাত্র  ১৫০ কেবি এর চেয়ে কম ডেটা ব্যবহৃত হয়েছে।

একারনে  প্রথমেই “G1” লিখে পাঠিয়ে দিন ৯৯৯৯ নম্বরে আর তার  সাথে নিয়ে নিন ২৫০এমবি ফ্রি। এরপর আপনার পরিচিত লোকজন বা বন্ধুদের মধ্যে যাদের সিমে গত ৯০ দিনে ১৫০কেবি এর বেশি ডেটা ব্যবহৃত হয়নি তাদেরকে অফারটি সম্পর্কে জানান  ও তাদের নম্বর থেকে G1 <স্পেস> আপনার নম্বর লিখে 9999 নম্বরে এসএমএস করেন ।

৯৯৯৯ নম্বরে মেসেজ পাঠাতে কোনো টাকা খরচ হবে না।

একজন গ্রাহক এই অফারটির মাধ্যমে  র্সবোচ্চ ১ জিবি ইন্টারনেট পেতে পারেন।

এই ক্যাম্পইেন চলাকালীন সময়ে ফ্রি  ২৫০ এমবি ডাটা পেতে একজন নন ডাটা ব্যবহারকারী তার নম্বর তার অসংখক নন ডাটা ব্যবহারকারী বন্ধুদের পাঠাতে পারবেন।

গ্রাহকগণ যারা বিগত ৯০ দিনে ১৫০ কেবি বা এর থেকে কম ডাটা ব্যবহার করেছেন তারা এই অফারের যোগ্য বলে  বিবেচিত হবেন।

ইন্টারনেট ব্যালেন্স  জানতে ডায়াল করতে হবে  *৫৬৭#

তাছাড়া আরো  নিত্য নতুন অফার এর খবর পেতে  আমার ব্লগ

প্রকাশিত এখানে

Level 0

আমি শীতল রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার ভিক্ষা করার ইচ্ছা হলে ফুটো থাল নিয়ে কোন বাস,রেল,অথবা ফুটপাতে যান।
এখানে জানা অজানা ভাইদের কাছ থেকে তাদের মিথ্যা বলে মোবাইলের টাকা ট্রান্সফার করার
দরকার কি।আসলে আপনি একটা জানোয়ারের বাচ্ছা তাই এইগুলা করছেন।

কেউ ওইগুলা করবেন না, করলে আপনার মোবাইল হতে যত টাকার কথা বলা হয়েছে তাতো কেটে নিবে,
আর কোন মেগাবাইট পাবেন তো নাই,
ঐ লোকটা চিটার

সমস্যা কি আপনার?? আমার ৩ টা সিমের একটাতে পাইসি। তাই পোস্ট দিলাম। উল্টা পাল্টা কমেন্ট করেন কেন??

টেকটিউনের উচিৎ এসব আবাল পোলাপানরে ব্যান করা!!

শুধু ২৫০ এমবি ই আসে, আর আসে না।

Thanks brother, I got 1GB Now according to your process.

বকা খাইলাম, দেখছেন?? #রাখাল??

ki ja soro holo……

vai protome g1 like patabo kun sim teke? any sim? any sim teke to mb ase na

G1 Offer ti ami besh kiso din age niyesi…. offer ti kob valo akti offer…….. e doroner onek nite chaile amar page visit korte paren, pager link : https://web.facebook.com/tipsbyjoy/