2G networks convert to 3G network

বিসমিল্লাহির রাহমানির রাহিম ,আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আপনাদের দোয়াতে ভালো আছি। আপনারা সবাই আল্লার রহমতে ভালো আছেন।

আজকের বিষয় হচ্ছে কি ভাবে 2G নেটওয়াকে 3G নেটওয়াক ব্যাবোহার করবেন।

মোবাইল কোম্পানী গুলো ইতিমধ্য প্রচার শুরু করেছে ৬৪ জেলা থ্রিজি নেটওয়ার্ক এর আওতায় এনেছে। কিন্তু আপনি যখন গ্রাম থেকে ইন্টারনেট ব্রাউজ করতে চাইছেন 3G নেটওয়ার্ক তো দুরের কথা 2G নেটওয়ার্ক পাচ্ছেন। আজ এমন একটি ডিভাইস এর সাতে পরিচয় করে দিব যে টার মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোন স্থান থেকে আপনি  3G নেটওয়ার্ক ব্যাবোহার করতে পাবেন। ডিভাইস টির নাম হচ্ছে Signal repeater. এই ডিভাইস যে কোন ওপেরাটারে নেটওয়াক রীসিভ করা যাবে। এটার পুরো নাম হচ্ছে GSM & 3G Dual Band Signal repeater.

 

আসুন দেখি কি কি লাগবে এটার জন্য:

  1. Outdoor yogi antenna.
  2. Indoor Omani ceiling antenna.
  3.  Power adapter
  4.  Signal repeater.

 

এবার আমরা দেখব Signal repeater কিভাবে কাজ করে নিচের চবিতে দেখব।

১। প্রথমের দিকে এই এটিনা মোবাইলে ব্যাবোহার হতো। আপনা বাসার আসপাসে জদি গাছগাছালি থাকে তাহলে এটিনা গাছগাছালি ওপুরে দিতে হবে।

২। এটা হচ্ছে Signal repeater এই ডিভাইস দিয়ে ২জী নেটওয়ার্ক কে ৩জী নেটওয়ার্ক কে পরিবতন করে। এ ডিভাইস টি এটা নিরাপন স্থানে রাখুন।

৩। এটা হচ্ছে ভিতরের এটিনা। এটা আপনি বাসার যেখানে খুসি রাতে পারেন।

সব মিলিয়ে ঠিক এই ছবি টার মতো হবে।

আজকের মত এখা্নে শেষ আগামীতে নতুন কোন পোষ্ট নিয়ে হাজির হবো। সবাই ভালো থাকেন এই দুয়া করি।

Level 0

আমি মো খালেকুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ সুন্দর একটি টিউন আর জন্য বাট সব গুলা কিনতে মোট কত টাকা লাগবে এবং কোথায় পাওয়া যাবে ?

Bistarito likhle valo hoy. Kothai powa jabe ei sob. Dam koto. Kivabe connect dite hobe etc.

ধন্যবা ভাইয়া। আমার এটা দরকার তাই এটা কোথায় পাওয়া যাবে ও কত টাকা লাগবে যদি বলতেন উপকৃত হতাম।

খুব একটা মজা পাইলাম ভাই।

Signal repeater এই ডিভাইস কোথায় পাওয়া যাবে।

Level 0

এই এন্টেনা কোথায় পাওয়া যাবে, কত দাম পড়বে, কিভাবে সেট করতে হবে বিস্তারিত বললে ভাল হত…
আমি মনে করি সবাই উপকৃত হত…

Level 0

কোনটার কত দাম, কত টাকা খরচ পড়বে, কোথায় পাওয়া যাবে বিস্তারিত বললে ভাল হত।
না হলে শুধু পোস্টই থাকবে কোন কাজে আসবে না।

বাংলাদেশে এটার দাম ২০,০০০-৩০,০০০ টাকা কিন্তু বিদেশ থেকে কিনলে ৮০০০ থেকে ১০,০০০ টাকা। @এস আর সেতু

কোন টার মুল্য কত কোথায় পাব।

দরকারি টিউন কিন্তু বিস্তারিত লিখলে আমাদের বুঝতে সুবিধা হতো ।

তিন টা মিলে একটা সেট আর এটা বাবোহার করা খুব সহজ, কারন মেনুয়ালে বিসতারিতো দেয়া থাকে।

vaiserokom kisu bujte parlam na..aktu detais a bolle valobhoto

ধন্যবাদ সুন্দর টিউন। কিন্তু আর একটু বিস্তারিত লিখলে ভাল হতো।

থরচ কত হবে?

তাহলে এটা কেনার থেকে কিছু দিন ওয়েট করা ভালো ,,,,,,,, তাহলে 3G পেয়ে যাব

ভাই যা দাম , তাতে আমদের মত সাধারন দের কেনার ক্ষমতা নাই । কয়েক দিন পর এমনিতেই ৩জি পাব ।

Bhai amr akta 3G modem Chai tar bodolay 16GB new pen drive dibo.

টু জি নেটওয়ার্ক কখনোই থ্রি জি তে কনভার্ট করা যায় না । টু জি নেটওয়ার্ক থ্রি জি তে কনভার্ট করা গেলে ৫ বছর আগেও আপনি গ্রামীনফোন বা বাংলালিংকের টু জি ইন্টারনেটকে থ্রিজি তে কনভার্ট করে ব্যাবহার করতে পারতেন 🙂
দয়া করে আপনার পোষ্টের শিরোনাম “2G networks convert to 3G network” পরিবর্তন করে দিন । আপনার পোষ্টের শিরোনাম দেখে আমার হার্ট অ্যাটাক হবার অবস্হা ! সারাজীবন কি তাহলে ভুল শিখলাম ! এই শিরোনাম দেখলে যে কারোরই মনে হবে “এসি টু ডিসি” কনভার্টের মতো টু জি কে থ্রিজি বানানোর যন্ত্র আবিষ্কার হয়েছে ।

মূল কথা হলো, আপনি যে পদ্ধতির কথা লিখেছেন এটা ব্যাবহৃত হয় প্রত্যন্ত অন্চলে দুর্বল সিগনালকে এপ্লিফাই করার জন্য । আপনার হয়তো মনে আছে এক সময় আমরাও অ্যান্টেনা লাগাতাম মোবাইলের জন্য 😉 থ্রিজি নেটওয়ার্কের অত্যান্ত দুর্বল সিগনাল হলেও আপনার এরিয়া তে থাকতে হবে, তা না হলে এ পদ্ধতি কখোনই কাজ করবে না । তাছাড়া এটা পুরনো প্রযুক্তি । এখন এগুলোর ব্যাবহার নেই বললেই চলে ।
—–এতো টাকা খরচ করে এই প্রযুক্তি ব্যাবহার করা আর ২০০ টা খরচ করে একটি অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে বানানো এন্টেনা একই কাজ করবে—-

Level 0

রিপিটার নাকি 2G কে 3G তে কনভার্ট করে। বেপুক বিনুদুন:)। কিছু জেনে টিউন করুন।

    @voyager: আছা ভায়া আপনার বাসার বাইরে ৩জী network পাছেন আর বাসার ভিতরে ২জী network এখন আপনি রিপিটার দিয়ে বাসার ভিতরে ৩জী network পা্চ্ছেন তো কী হোল বলেন দয়াকরে।

ফালতো একটা টিউন।।।। আজাইরা থাকতে ভুতে কিলায়।

এত টাকা খরছ করলে ব্রডব্যান্ড সংযোগ নিতে পারবেন অনেক দুর থেকে, কোন সমস্যা হবেনা। আর খরছ কম মাত্র ৮শত টাকা মাসিক চার্য 1 mbps স্পিড, আনলিমিটেড ব্রাউজিং।

    @মানিক আহমেদ: যে সব এলকাই ব্রডব্যান্ড সংযোগ নাই কিনতু অফিস বা যে কোন প্রতিঠান আছে সে এলকার জন্য।