বিসমিল্লাহির রাহমানির রাহিম ,আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আপনাদের দোয়াতে ভালো আছি। আপনারা সবাই আল্লার রহমতে ভালো আছেন।
আজকের বিষয় হচ্ছে কি ভাবে 2G নেটওয়াকে 3G নেটওয়াক ব্যাবোহার করবেন।
মোবাইল কোম্পানী গুলো ইতিমধ্য প্রচার শুরু করেছে ৬৪ জেলা থ্রিজি নেটওয়ার্ক এর আওতায় এনেছে। কিন্তু আপনি যখন গ্রাম থেকে ইন্টারনেট ব্রাউজ করতে চাইছেন 3G নেটওয়ার্ক তো দুরের কথা 2G নেটওয়ার্ক পাচ্ছেন। আজ এমন একটি ডিভাইস এর সাতে পরিচয় করে দিব যে টার মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোন স্থান থেকে আপনি 3G নেটওয়ার্ক ব্যাবোহার করতে পাবেন। ডিভাইস টির নাম হচ্ছে Signal repeater. এই ডিভাইস যে কোন ওপেরাটারে নেটওয়াক রীসিভ করা যাবে। এটার পুরো নাম হচ্ছে GSM & 3G Dual Band Signal repeater.
আসুন দেখি কি কি লাগবে এটার জন্য:
এবার আমরা দেখব Signal repeater কিভাবে কাজ করে নিচের চবিতে দেখব।
১। প্রথমের দিকে এই এটিনা মোবাইলে ব্যাবোহার হতো। আপনা বাসার আসপাসে জদি গাছগাছালি থাকে তাহলে এটিনা গাছগাছালি ওপুরে দিতে হবে।
২। এটা হচ্ছে Signal repeater এই ডিভাইস দিয়ে ২জী নেটওয়ার্ক কে ৩জী নেটওয়ার্ক কে পরিবতন করে। এ ডিভাইস টি এটা নিরাপন স্থানে রাখুন।
৩। এটা হচ্ছে ভিতরের এটিনা। এটা আপনি বাসার যেখানে খুসি রাতে পারেন।
সব মিলিয়ে ঠিক এই ছবি টার মতো হবে।
আজকের মত এখা্নে শেষ আগামীতে নতুন কোন পোষ্ট নিয়ে হাজির হবো। সবাই ভালো থাকেন এই দুয়া করি।
আমি মো খালেকুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ সুন্দর একটি টিউন আর জন্য বাট সব গুলা কিনতে মোট কত টাকা লাগবে এবং কোথায় পাওয়া যাবে ?